৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন -০২
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি,
গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন -০২
৩১.
নদীর তীরে সারি সারি কী রাখা ছিল?
উত্তর:
৩২.
ছেলেটির সারাদিন কীভাবে কাটে?
উত্তর:
৩৩.
‘স্বদেশ’ কবিতায় ছেলেটি কীবাবে তার ছবি আঁকে?
উত্তর:
৩৪.
‘স্বদেশ’ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন?
উত্তর:
৩৫.
‘এই ছেলেটির মুখ সারাদেশের সব ছেলেদের মুখেতে
টুকটুক’- কথাটি কী অর্ধে বোঝানো
হয়েছে?
উত্তর:
৩৬.
অবাক জলপান কোন ধরনের রচনা?
উত্তর:
৩৭.
পথিক ঝুড়িওয়ালার কাছে কী চেয়েছিল?
উত্তর:
৩৮.
কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল?
উত্তর:
৩৯.
পথিক কয়জনের কাছে খাবার জয় চেয়েছিল?
উত্তর:
৪০.
বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের
কথা বলতে চেয়েছিল?
উত্তর:
৪১.
পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জয় পেয়েছিল?
উত্তর:
৪২.
নাটিকাটিতে বিজ্ঞানীতে চরিত্রে কাকে দেখানো হয়েছে?
উত্তর:
৪৩.
উয়ারী-বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন?
উত্তর:
৪৪.
একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে-
উত্তর:
৪৫.
কোন নদীপাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস?
উত্তর:
৪৬. ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে
কোন অঞ্চলের পাশ দিয়ে?
উত্তর:
৪৭.
এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে
পরিচিত ছিল?
উত্তর:
৪৮.
কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন?
উত্তর:
৪৯. জগদীশচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সী কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন?
উত্তর:
৫০.
জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:
৫১.
‘জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি ‘বিজয়স্তম্ভ’
কথাটি কে বলেছিলেন?
উত্তর:
৫২.
বিদায় হজ কোথায় অনুষ্ঠিত
হয়েছিল?
উত্তর:
৫৩.
আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ
হজ পালন করতে আসেন?
উত্তর:
৫৪.
হযরত মুহাম্মদ (স) কাদের প্রতি
নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন?
উত্তর:
৫৫.
মহানবি (স) কয়টি কথা
বিশেষভাবে মনে রাখতে বললেন?
উত্তর:
৫৬.
মহানবির (স) চোখ-মুখ
আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন?
উত্তর:
৫৭.
নায়াগ্রা কোথায় অবস্থিত?
উত্তর:
৫৮.
নায়াগ্রা জলপ্রপাত পড়ছে-
উত্তর:
৫৯.
জলপ্রপাত দেখতে বাসে না যাবার কারণ
কী?
উত্তর:
৬০.
মওলানা ভাসানী চিরকার কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন?
উত্তর:
৬১.
মওলানা ভাসানী শেরে বাংলা এ. কে. ফজলুল
হক এ হোসেন শহীদ
সোহরাওয়ার্দীর সঙ্গে গঠন করেন-
উত্তর:
৬২.
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টাপরিষদের কী ছিলেন?
উত্তর:
৬৩.
তিনি কোন নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন?
উত্তর:
৬৪.
তিতুমীরের প্রকৃত নাম কী?
উত্তর:
৬৫.
তিতুমীরের যখন জন্ম, তখন এদেশ কাদের অধীন ছিল?
উত্তর:
৬৬.
মক্কায় কোন সংগ্রামী পুরুষ ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তিতুমীরের পরিচয় হয়েছিল?
উত্তর:
৬৭.
তিতুমীরের দুর্গের নাম কী?
উত্তর:
৬৮.
তিতুমীর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত
করেন?
উত্তর:
৬৯.
তিতুমীর ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন?
উত্তর:
৭০.
ফুলের পাপড়ি ছিঁড়ে দুই বোন কোথায় রাখতো?
উত্তর:
৭১.
আমগাছের নিচে বসে জসীম কিসের খবর শুনছিল?
উত্তর:
৭২.
রুবা রুমার হাত ধরে ঝাঁিকয়ে বলে, যুদ্ধ মানে কী বুবু? রুমা
দুই হাতে চোখ মুছে বলে-
উত্তর:
৭৩.
কখন শিউলি ফুল ফোটে?
উত্তর:
Previus
Next
Share This Post