ক্যাডেট কলেজভর্তি পরীক্ষা, ১৯৯০ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯০
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ


১. নিচের কবিতার অর্থ বুঝে গদ্যে লেখঃ

ভূতের মত চেহারা যেমন নির্বোধ অতি ঘোর,
যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর।
উঠিতে বসিতে করি বাপান্ত,
শুনেও শোনে না কানে বড় প্রয়োজন,
ডাকি প্রাণ পণ , চীৎকার করি ‘কেষ্টা’।
যত করি তাহা নাহি পায় সারা,
খুঁজে ফিরি সারা দেশটা।
তিন খানা দিলে একখানা রাখে বাকি
কোথা নাহি জানে একখানা দিলে
নিমেষে ফেলিয়া তিনখানা করে আনে।

২. ভাব-সম্প্রাসারণঃ

হাজার ধুলেও কয়লা, না যায় কভু ময়লা। অথবা, বড় বংশে জন্ম তার, নাম বড় মিয়া নজর তার ছোটর দিকে, থাকে মন্দ নিয়া।

৩. দেয়া শব্দগুলোর অর্থানুযায়ী বাক্য গঠন করঃ

ক) মাথা (ব্যক্তি) খ) কথা (অঙ্গীকার) গ) মুখ (মর্যাদা) ঘ) হাত (ভূমিকা) ঙ) পাকা ( নিপুণ)

৪. ‘শীতল বায়ু আমাদের শরীর জুড়ায় এবং চন্দ্র সূর্য আমাদিগকে আলো দান করে’- বাক্যের নিম্ন লিখিত শব্দগুলোর পদ নির্নয় করঃ

ক) শীতল; খ) বায়ু; গ) আমাদের; ঘ) শরীর; ঙ) জুড়ায়; চ) এবং; ছ) চন্দ্র সূর্য; জ) আমাদিগকে; ঝ) আলো; ঞ) দান করে।

৫. একাধিক কথায় প্রকাশ কর বা সংক্ষিপ্ত শব্দগুলোর বাক্যে পরিণত করঃ

ক) নির্ভীক খ) মধ্যাহ্ন গ) আপাদমস্তক ঘ) কৃতঘ্ন ঙ) প্রবাসী

৬. ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দগুলোর মিল করঃ

বাম পাশ ডান পাশ
ঝিরঝির  সম্পত্তি
ডানপিটে  হাওয়া
ছলছল  মুখ
স্থাবর ছেলে
হাসি হাসি চোখ

৭. ডান পাশের বাগ্ধারাগুলোকে বাম পাশের শূন্যস্থানে বসাওঃ

ক) পথচারীরা ছিনতাইকারীকে -----------------  দিয়ে ছেড়ে দিল। (উত্তম ও মাধ্যম/ উত্তম মধ্যম/ মধ্যম উত্তম।) খ) শিক্ষিত হয়েও মানুষের কাছে হাত পাতায় তার কি -----------------  নেই? (চোখের পর্দা/ লাজলজ্জা/ ন্যায় অন্যায়)। গ) অসৎ লোকের পাল্লায় পড়ে আমার ব্যবসায় -----------------  হয়েছে। ( ভরাডুবি/সর্বনাশ/পুকুর চুরি)। ঘ) এই মায়াবী পৃথিবীতে যাই কর না কেন, সংসারতো -----------------  (ক্ষণস্থায়ী/ তাসের ঘর/ তাসঘর)। ঙ) তুমি চালাক-চতুর ছেলে হতে পার, তবে সব জায়গায় ----------------- করা উচিত নয়। (ফাজলামি/ ফপরদালালি/ জ্যাঠামি)।

৮. অশুদ্ধ বানাগুলো পুনরায় শুদ্ধ করে লেখঃ ক) আজ বৃষ্টির আভাষ পাওয়া যাচ্ছে। খ) মোর বিনা আজ বাঁজে কোন সুরে। গ) ছেলেটি সজ্জায় শয়ন করল। ঘ) পাখির পালক খুব কমল। ঙ) অন্ধকারে দ্বিপ জ্বেলে দাও।

৯. বাংলায় অনুবাদ করঃ 

Ali has been suffering from cough and cold since Monday last. His father for Dhaka before his illness. At the age of seven be lost his mother, there is none to look after him. Now who will call in a doctor? His sister to too young to do so.

১০. যেকোনো একটি বিষয় অবলম্বনে একট অনুচ্ছেদ রচনা কর (১৫টি বাক্যে) ক) বাংলাদেশের শীতকালিন ফসল। খ) শীতের সকাল।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯১ সালের বাংলা প্রশ্ন
Previus
Grace International School, Dhaka
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম