ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৮ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা১৯৯৮
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। ‘মৈত্রী’ কবিতায় কবি কি দিক নির্দেশনা দিয়েছেন?

২। ডানদিকের শব্দ বাছাই করে বাম দিকের শূণ্যস্থান বসাওঃ

ক) “আমাদের সংগ্রাম চলবে” গানটির রচয়িতা ------। সিকান্দার আবু জাফর / আবদুল জব্বার / আবদুল গাফ্ফার চৌধুরী।


খ) ‘এলাটিং বেলাটিং’ ধান ভানলে কুড়ো দেবো’ ‘গোলাপ ফোটে ধুকীর হাতে কাব্যগ্রন্থগুলোর রচয়িতা----। সুফিয়া কামাল / শামসুর রাহমান / সুকুমার রায়।

গ) ‘উন্টে দিয়ে দুঃখী মায়ের-----। ডালে হাঁড়ি ? ভাতের হাঁড়ি / মাড়ের হাঁড়ি।

ঘ) ‘---বিনা তোর জীবনটা চারি আনাই মাটি।” জ্ঞান / বুদ্ধি / বিদ্যা।

ঙ) ---- গাছ দিয়ে তবলার খোল বানানো যায়? পশুর / সুন্দরী / গেওয়া

৩। ‘নতুনদী’ গল্প অবলম্বনে নতুনদা’র বেশ-ভুষার পরিচয় দাও।

৪। বিশেষ্য বিশেষণ লেখঃ শয়ন, বৈদ্যুতিক, জাতি, নীল, আষাঢ়

৫। শূণ্যস্থান পূরণ করঃ

ক) অর্ঘ এর অর্থ মূল্য অর্ঘ্য -----। খ) বন্ধুর বিপরীত শব্দ----। গ) ‘ভাতে মারা’ এর অর্থ-----। ঘ) উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ ------। ঙ) অক্ষির সম্মুখে------।

৬। বঙ্গানুবাদ করঃ ক) The wind is howling. খ) The boy who speaks the truth everybody loves গ) Hena sings sweetly. ঘ) It is biting cold now. ঙ) Doesn't the sun give us light?


৭। বাংলায় কীভাবে অধিক নম্বর পাওয়া যায়, সে উপদেশ দিয়ে ছোট ভাইয়ের নিকট চিঠি লেখ।

৮। ভাব-সম্প্রসারণ করঃ

ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

৯। যেকোনো একটি বিষয়ে ১৫টি বাক্যে অনুচ্ছেদ রচনা করঃ

ক) সবুজ ছাতা। খ) জাতীয় শোক দিবস। গ) তোমার পোষা পাখি।

১০। বাক্যগুলো শুদ্ধ করঃ

ক) বাংলাদেশ উন্নতশীল দেশ।

খ) নীলঅ তুমি ফুল তুলিতে বাগানে যাবে কি?

গ) গরিবদের দুরাবস্থ্যর শেষ নেই।

ঘ) ভালো কাজের অবশ্যই পুরস্কার আছে।

ঙ) সকল ছাত্রগণই কক্ষে উপস্থিত।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৯ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৭ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম