ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৪ সালের বাংলা প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৪
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ
১। কবির নাম উল্লেখ করে ‘নোলক’ কবিতার প্রথম লালই মুখস্থ লেখ। ২। সাজিয়ে লেখঃ তাই সময় কম। ক্যামেরা বের করে কাঁপা কাঁপা হাতে ঝটপট কয়েকটি ছবি তুলতেন। আনন্দের আতিশয্যে সাত-পাঁচ কিছু খেয়ালই ছিল না। কেননা, অক্সিজেন শেষ হয়ে আসছিল। এদিকে আগেই অক্সিজেন ট্যাংক খুলে রেখেছিলেন হিলারি। তারপর দু’জন মিলে এভারেস্টের চূড়ায় পুঁতে দিলেন নেপাল, ভারত, ব্রিটিশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। ৩। প্রশ্নগুলোর উত্তর দাওঃ ক) কোন নাম থেকে ‘বাংলা’ নামের উৎপওি হয়েছে? খ) ‘সাত-পাঁচ’ কোন জাতীয় সমাজ? গ) ‘মই’ কোন জাতীয় শব্দ? ঘ) ‘ইস্ট’ এর বিপরীত শব্দ কী?
ঙ) ‘বসু মন্দির’ প্রতিষ্ঠিত হয় কত সালে? ৪। দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশির মিল করঃ
প্রথম রাশি | দ্বিতীয় রাশি |
ছান্দসিক কবি | কাজী নজরুল ইসলাম |
আঙ্গুর | মুহম্মদ শহীদুল্লাহ |
আলাওল | আব্দুল কাদির |
শওকত ওসমান | কামিনী রায় |
ঘুমপাড়ানী মাসিপিসি | আজিজুর রহমান |
জগওরিণী | কোরেশী মাগন ঠাকুর |
৫। সঠিক উত্তরটি খাতায় লেখঃ ক) ‘টইটুম্বুর’ বাগধারাটির অর্থ কি? টলমল/ঝলমল/ভরপুর/ভরদুপুর। খ) ‘কন্ঠ পর্যন্ত’ একে সংক্ষেপে কী বলে? কান পর্যন্ত/আকণ/ আগলা/ আকন্ঠ। গ) ‘বসন্তে ফুল ফোটে’ কোন কারক? অপাদান/ অধিকরণ/ কর্তৃকারক/করণ কারক। ঘ) ‘পাতি কাক’ শব্দে ‘পাতি’ কী? প্রত্যয়/উপসর্গ/ পদ/ বিভক্তি। ঙ) ‘নাবিক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নো + অক/ ইক/ নৌ+ইক/ নাব + ইক। ৬। শূন্যস্থান পূরণ করঃ ক) কেমন করে রোচে মুখে ------ মিঠাই খাজা। খ) সমুদ্রের সবচেয়ে দ্রুততম মাছ -------। গ) চল্ চল্ চল্ আমাদের --------। ঘ) ‘নাবালক’ এর স্ত্রীবাচক শব্দ ------। ঙ) ‘ক + ষ’ বর্ণযোগে গঠিত যুক্ত বর্ণটি ------। ৭। বাংলায় অনুবাদ করঃ ক) The water is fairly hot. খ) Have patience in danger. গ) Can you show me the way to school?
৮। ভাব-সম্প্রাসারণ করঃ
দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?
৯। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ। ১০। ‘দেখি স্বদেশের মুখ’ শিরোনামে ১৫টি বাক্য লেখ।
Previus
Next
Share This Post