ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৮ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০০৮
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

* এক কথায় উত্তর দাওঃ

১. জননী সাহসিকা নামে খ্যাত --- ।

২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্ব বিভাগের প্রথম ছাত্র -------।

৩. জনপ্রিয় ‘হিমু’ চরিত্রটি ------- সৃষ্টি।

৪. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় ------।

* সঠিক উওরের পাশে (√) টিক চিহ্ন দাওঃ

৫। ছোটদের জন্য সেরা ভ্রমণ বিষয়ক উপন্যাস কোনটি?

ক) ডালিমকুমার খ) দেশে বিদেশে গ) পুতুলের বিয়ে ঘ) জলে ডাঙায় ৬। আল মাহমুদ স্বাধীনতার পরে কোন পত্রিকায় সম্পাদনা করেন?

ক) দৈনিক জনকন্ঠ খ) দৈনিক গণকন্ঠ গ) দৈনিক গণশক্তি ঘ) দৈনিক ইওেফাক

৭। বিজ্ঞান, ফটোগ্রাফি ও মুদ্রণ বিষয়ক প্রকৌশলে উচ্চ শিক্ষা কে নেয়?

ক) জগদীশচন্দ্র বসু খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায় গ) সুকুমার রায় ঘ) সত্যেন্দ্রনাথ দও

৮। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) এন.বি.হ্যালহেড খ) ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর গ) রাজা রামমোহন রায় ঘ) ড.মুহম্মদ শহীদুল্লাহ

৯। নিচের কোনটিতে মধু বেশি পাওয়া যায়? ক) গরান খ) গর্জন গ) খলসি ঘ) ধুন্দুল

১০। কোনটি মিশ্র শব্দ? ক) পাদটীকা খ) হেড পন্ডিত গ) ডাল ভাত ঘ) নামায রোজা

১১। শান্তি নিকেতন কার নামে সাথে জড়িত?

ক) কাজী নজরুল ইসলামের খ) আল মাহমুদ গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১২। রোসাঙ্গের অপর নাম কী? ক) স্রোহান খ) রোয়ান গ) রোয়াং ঘ) আরাকান

১৩। বিশেষ্য ও বিশেষণের পর কোন বিশেষ্যের সমাহার অর্থ বুঝলে তাকে কী সমাস বলে?

ক) অব্যয়ীভাবে খ) কর্মধারয় গ) দ্বিগু ঘ) তৎপুরুষ

১৪। ধাতুর সাথে কোন বিভক্তি যোগে ক্রিয়াপদ গঠিত হয়?

ক) নাম বিভক্তি খ) ক্রিয়া বিভক্তি গ) শব্দ বিভক্তি ঘ) ষষ্ঠী বিভক্তি

১৫। সমুদ্রে আলো তৈরিকারী মাছের আলোর বৈশিষ্ট্য কী? ক) উষ্ণ খ) শীতল গ) জোনাকির আলোর মতো ঠান্ডা ঘ) আর্দ্র

১৬। অসমাপিকা ক্রিয়ার বিভক্তি কোনগুলো? ক) ইয়া, ইতে, ইলে খ) ইহলে > লে গ) ইত > তে, তাম ঘ) ইনে, ইতে, ইতেন

১৭। বিভক্তিহীন নামশব্দকে কী বলে? ক) নামপদ খ) বিশেষ্য গ) ধাতু ঘ) প্রাতিপদিক

১৮। কোন ভাষারীতির অনুসৃত কষ্টকর ও ব্যাকরণের নিয়ম মেনে চলে না?

ক) আঞ্চলিক ভাষারীতি খ) চলিত রীতি গ) সাধুরীতি ঘ) লেখ্যরীতি

১৯। লেখক উটের চোখকে কী বলে উল্লেখ করেন?

ক) ছোট দুটি সবুজ আলো খ) ভূতের চোখ গ) মোটরের হেড লাইট ঘ) কোনোটি নয়

২০। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? ক) উপজেলা খ) পাতিকাক গ) কমজোর ঘ) সুনজর

২১। কোনটি শুদ্ধ বানান? ক) গীতাঞ্জলি খ) শান্তনা গ) পোস্ট মাস্টার ঘ) পোশাক

২২। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক) বাক্যতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) পদক্রম ঘ) রূপতত্ত্ব

২৩। পশুপাখি সংরক্ষণের প্রয়োজন কেন?

ক) প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য খ) প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য গ) প্রাকৃতিক আকর্ষণ সৃষ্টির জন্য ঘ) কোনোটি নয়

২৪। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? ক) প্রতি + উষ খ) বিঃ + ছেদ গ) ইতিঃ + মধ্যে ঘ) হিত + ঐষী

২৫। ১৯৭১ সালের ২৬ মার্চ কী বার ছিল? ক) রবিবার খ) মঙ্গলবার গ) বৃহস্পতিবার ঘ) শক্রবার

২৬। কোনটির স্ত্রী প্রত্যয়ে স্ত্রী লিঙ্গ গঠিত হয়েছে? ক) কাঙ্গালিনী খ) অভাগিনী গ) অর্ধাঙ্গী ঘ) ঠাকরুন


২৭। তারিখবাচক সংখ্যা কয়টি? ক) ১০টি খ) ৩১টি গ) ৭টি ঘ) অসংখ্য

২৮। সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমান কালের ক্রিয়াপদের বিভক্তি কী? ক) উন, ন খ) বেন গ) অ ঘ) বি

২৯। বিসর্জন এর বিপরীত শব্দ কী? ক) গ্রহণ খ) আহবান গ) অর্জন ঘ) বর্জন

৩০। কোনটি সর্বদা সমার্থক? ক) দা কুমড়া খ) অহিনকুল গ) আয় ব্যয় ঘ) হাট বাজার

৩১। কোন উপসর্গ যোগে শব্দে সংকোচন বোঝায়? ক) উপকূল খ) উপজেলা গ) উপকন্ঠ ঘ) উপহাস

৩২। পোস্টাল কোড চিঠিপত্রে কেন ব্যবহৃত হয়? ক) চিঠিপত্র দ্রুত প্রেরণের জন্য খ) সহজে প্রাপকের এলাকা চেনার জন্য গ) ডাক পিয়নের কাজ সহজ করার জন্য ঘ) ডাকযোগে পত্র প্রেরণের সুবিধার্থে

৩৩। কোনটি সাধিত শব্দ? ক) রাজা খ) সন্দেশ গ) মস্তক ঘ) দন্ড

৩৪। ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’ -এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) সর্বনাম ঘ) বিশেষণের বিশেষণ

৩৫। কী ভেদে ক্রিয়াপদের পরিবর্তন হয়? ক) পুরুষ, লিঙ্গ খ) বচন, লিঙ্গ গ) বচন, পুরুষ ঘ) কাল, লিঙ্গ

৩৬। দুটি খ-বাক্য যুক্ত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠিত হয় তবে তাকে কী বলে? ক) যৌগিক খ) সরল গ) নিরপেক্ষ ঘ) জটিল

৩৭। পানি অর্থ জল হলে পাণি অর্থ- ক) কাব্যগ্রন্থ খ) গল্পগ্রন্থ গ) ভ্রমণ কাহিনী ঘ) উপন্যাস

৩৮। শেষের কবিতা কী? ক) কাব্যগ্রন্থ খ) গল্পগ্রন্থ গ) ভ্রমণ কাহিনী ঘ) উপন্যাস

৩৯। কোন দুটি বর্ণ শব্দের আগে বসে না? ক) শ, হ খ) র, ল গ) ড়, ঢ় ঘ) ড, ঢ

৪০। সারাংশ কতটুকু হয়ে থাকে? ক) বেশ ছোট হয় খ) এক তৃতীয়াংশ হয় গ) দুই তৃতীয়াংশ হয় ঘ) লাল মাটি

৪১। কোনটি উপাদানবাচক বিশেষণ? ক) ঢাকের কাঠি খ) রূপার থালা গ) নীল আকাশ ঘ) লাল মাটি

৪২। পাহাড় নদী, সাগর আর প্রকৃতির রূপে অরণ্য এক দেশ কোনটি? ক) নীল নদের দেশ খ) এভারেস্ট গ) বাংলাদেশ ঘ) পাহাড়ি এলাকা

৪৩। কোন একবচনটি বহুবচন নির্দেশ করে? ক) লোকটি বলে খ) শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন গ) বনে বাঘ থাকে ঘ) আমি যাব ৪৪। হরিণ শব্দের প্রতিশব্দ- ক) মাতঙ্গ খ) তুরঙ্গ গ) কুরঙ্গ ঘ) ভুঙ্গ

৪৫। সমতট নামে পরিচিত কোনটি? ক) দিনাজপুর, রাজশাহী খ) পঞ্চগড়, দিনাজপুর গ) কুমিল্লা, রাজশাহী ঘ) বগুড়া, কুমিল্লা ৪৬। সাপের খোলস এর কথায় প্রকাশ- ক) নির্মোক খ) অজিন গ) কৃওি ঘ) চামড়া

৪৭। কোন পত্র আসলে পত্র নয়? ক) আবেদনপত্র খ) ব্যক্তিগত পত্র গ) মানপত্র



ঘ) বাণিজ্যিক পত্র

৪৮। যৌগিক বাক্যের উদাহরণ-

ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি খ) যদি ও তার টাকা আছে, তথাপি তিনি দান করেন না গ) তিনি কৃপণ, কিন্তু দান করেন ঘ) তার বয়স হলে বুদ্ধি হয়নি

৪৯। অনুজ্ঞা কোন কোন কালে হয়?

ক) বর্তমান ও ভবিষ্যৎ খ) ভবিষ্যৎ ও অতীত গ) বর্তমান ও অতীত ঘ) নিত্যবৃও ও ঘটমান অতীত

৫০। ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’ এই বাক্যে ‘কাটিতে’ দ্বিরুক্তিটি কী অর্থ প্রকাশক?

ক) ব্যঙ্গ খ) পৌনঃপুনিকতা গ) ধারাবাহিকতা ঘ) প্রাচুর্য 

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৯ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৭ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম