ক্রিয়া বিভক্তিঃ সাধু ও চলিত -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
ক্রিয়া বিভক্তিঃ সাধু ও চলিত
১। বাংলা ভাষার ধাতুর রূপ কয়টি?ক) ১৮টি
খ) ২০টি
গ) ১৯টি
ঘ) ২১টি
উত্তরঃ খ) ২০টি
২। কোন গুচ্ছের সবগুলো ধাতু উঠ্-আদি গণের অন্তর্ভুক্ত?
ক) শুন্, খুঁজ্, ডুব্, তুল্
খ) সহ্, কহ্, বস্, শুন্
গ) লিখ্, কিন্, বাহ্, ডুব্,
ঘ) কিহ্, ডুব্, লিখ্, শুন
উত্তরঃ ক) শুন্, খুঁজ্, ডুব্, তুল
৩। ‘সিটকা’ এর আদিগণ কোনটি?
ক) উল্্টা
খ) বিগ্্ড়া
গ) দৌড়া ঘ) কোদলা
উত্তরঃ খ) বিগ্্ড়া
৪। ‘চটকা’ এর আদিগণ কোনটি?
ক) কোঁচটা
খ) দম্ড়া
গ) হিঁচড়া
ঘ) সম্ঝা
উত্তরঃ ঘ) সম্ঝা
৫। ধাতুর গণ কয়টি? অথাব, বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?
ক) ১৮টি
খ) ১৭টি
গ) ১৯টি
ঘ) ২০টি
উত্তরঃ ঘ) ২০টি
৬। ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক) ৪টি
খ) ৩টি
গ) ২টি
ঘ) ৫টি
উত্তরঃ গ) ২টি
৭। ছিটা, শিখা, ঝিমা ইত্যাদি কোন আদিগণের অন্তর্ভুক্ত?
ক) নাহা
খ) বিগড়া
গ) লিক
ঘ) ফিরা
উত্তরঃ ঘ) ফিরা
৮। দুম্ড়া, মুচড়া, কোন আদি গণের মধ্যে পড়ে?
খ) ছোবলা,
খ) বিগ্্ড়া
গ) কোদলা
ঘ) উল্্টা
উত্তরঃ ঘ) উল্্টা
৯। স্বরান্ত শব্দের উত্তরে কোন বিভক্তির রূপ হয়?
ক) য়, য়ে, তে
খ) দিগ, দিগের
গ) রা,গুলি
ঘ) এরা, রা
উত্তরঃ ক) য়, য়ে, তে
১০। বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না-এগুলোকে কোন ধাতু বলে?
ক) স্বয়ংসম্পন্ন ধাতু
খ) অসম্পূর্ণ ধাতু
গ) সংযোগমূলক ধাতু
ঘ) সিদ্ধ ধাতু
উত্তরঃ খ) অসম্পূর্ণ ধাতু
১১।আক্ চাল্ -কোন আদি গণের অর্ন্তভুক্ত?
ক) উঠ্
খ) গাহ্
গ) নাহা
ঘ) কাট্
উত্তরঃ ঘ) কাট্
১২। ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়?
ক) ধাতুর বানানের ধরন
খ) ধাতুর গঠন অনুসারে
গ) ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
ঘ) ক্রিয়াপদ গঠনের নিয়ম
উত্তরঃ ক) ধাতুর বানানের ধরন
১৩। কোনটি অসম্পূর্ণ ধাতু?
খ) রাখ্
খ) উঠ্
গ) বট্, নহ্
ঘ) র্ক
উত্তরঃ গ) বট্, নহ
১৪। ‘গণ’ শব্দের অর্থ কী?
ক) শ্রেণি
খ) বিন্যাস
গ) বানানোর নিয়ম
ঘ) বানানের ধরন
উত্তরঃ ক) শ্রেণি
১৫। কাটা, ডাকা কোন আদিগণ ভুক্ত?
ক) লাফা-আদিগণ
খ) উলটা, আদিগণ
গ) ছোবলা, আদিগণ
ঘ) চটকা-আদিগণ
উত্তরঃ ক) লাফা-আদিগণ
১৬। কোন গুচ্ছের সবগুলো অসম্পূর্ণ ধাতু?
ক) আ, বিট্, শিখ্, যা
খ) আছ, তা, শিখ্, যা
গ) আ, থাক্, আছ্, বট্,
ঘ) থাক্, বট্, আ, শিখ্
উত্তরঃ গ) আ, থাক্, আছ্, বট্,
১৭। খুঁজ্, খুল্, ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত?
ক) কহ্,
খ) কাট্,
গ) লিখ্,
ঘ) উঠ্
উত্তরঃ ঘ) উঠ
১৮। ‘নহ্’ ধাতুর আদিগণ কোনটি ?
ক) নহ
খ) নহে
গ) নই
ঘ) নয়
উত্তরঃ গ) নই
১৯। ‘ঘুরা’ এর আদিগণ কোনটি?
ক) ঝিমা
খ) খোঁচা
গ) দৌড়া
ঘ) উঁচা
উত্তরঃ ঘ) উঁচা
২০। খোয়া, গোছা, যোগা, ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
ক) ক্রিয়া
খ) ঘুরা
গ) উঠ্
ঘ) ধোয়া
উত্তরঃ ঘ) ধোয়া
২১। কোন গুচ্ছের সবগুলো ধাতু ঊঠ্-আদি গণের অন্তর্ভুক্ত?
ক) শুন্, খুঁজ্, ডুব্, তুসস্্
খ) সহ্, কহ্, বস্, শুন্
গ) লিখ্, কিন্, বাহ্, ডুব্
ঘ) উঁড়্, ডুব্, খুঁজ্, শুন্
উত্তরঃ ঘ) উঁড়্, ডুব্, খুঁজ্, শুন
২২। যা-ধাতুর মধ্যম পুরুষ নিত্যবৃত্ত অতীতের চলিত ভাষার রূপ কোনটি?
ক) গিয়েছিলে
খ) যেতে
গ) যাচ্ছিলি
ঘ) যাইত
উত্তরঃ খ) যেতে
২৩। দে-ধাতুর প্রথম পুরুষ ঘটমান বর্তমানের চলিত রীতির রূপ কোনটি?
ক) দিতেছে
খ) দিত গ) দিচ্ছে
ঘ) দিয়েছিল
উত্তরঃ গ) দিচ্ছে
২৪। প্রযোজক র্ক-ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রথম পুরুষের চলিত রুপ কোনটি?
ক) গেল
খ) গিয়াছিল
গ) যেত
ঘ) গিয়েছিল
উত্তরঃ ঘ) গিয়েছিল
২৫। কোন গুচ্ছের সবগুলো ধাতু উল্টা আাদিগণের অন্তর্ভুক্ত?
ক) কোচকা, কোঁকড়া
খ) দুম্ড়া, মুচ্্ড়া
গ) সম্্ঝা, ধম্্কা
ঘ) হিঁচ্্ড়া, ছিট্্কা
উত্তরঃ খ) দুম্ড়া, মুচ্্ড়া
২৬। ‘র্ক’ ধাতুর উত্তম পুরুষের পুরাঘটিত অতীতের চলিত রূপ কোনটি?
ক) করতাম
খ) করিয়েছিলাম
গ) করাইয়াছিলাম
ঘ) করেছিলাম
উত্তরঃ ক) করতাম
২৭। যা-ধাতুর পুরাঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি? ক) গেল খ) গিয়াছিল গ) যেত ঘ) গিয়েছিল উত্তরঃ ঘ) গিয়েছিল
২৮। পূর্ণতা অর্থে ‘দি’ ধাতুর ব্যবহার কোনটি?
ক) আমাকে যেতে দিও
খ) কাজটি শেষ করে দিও
গ) চলতে পথ দেখিয়ে দিও
ঘ) কিছু টাকা ধার দিও
উত্তরঃ খ) কাজটি শেষ করে দিও
২৯। ‘উচা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?
ক) শু খ)
ফিরা গ) দৌড়া
ঘ) ঘুরা
উত্তরঃ ঘ) ঘুরা
Share This Post