ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় পত্র
ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় পত্র
বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, ঢাকা-১২১৫। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নিম্ন লিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ
ডাকঘর চাই
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত দাসপাড়া একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় দশ হাজার লোক বাস করে। এখানকার অধিকাংশ লোকই শিক্ষিত ও জ্ঞানপিপাসু। বর্তমানে এ গ্রামের লোকেরা নানা ব্যাপারে বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে আসছে। ফলে প্রতিদিন বাইরে থেকে এ গ্রামের প্রচুর চিঠি, টেলিগ্রাম, মানিঅর্ডার ইত্যাদি আসছে এবং অনুরুপসংখ্যক বইরে যাচ্ছে। কিন্তু ,দুঃখের বিষয় এ গ্রামে কোনো ডাকঘর নেই। ডাক যোগাযোগের জন্য গ্রামবাসীদের চার কিলোমিটার দূরবর্তী কাশিমনগর ডাকঘর যেতে হয়। ফলে তাদের নজিরবিহীন হয়রানির শিকার হতে হয়। তাই এ গ্রামে জরুরি ভিত্তিতে একটি ডাকঘর স্থাপন করা প্রয়োজন। ইতিপূর্বে এ ব্যাপারে ডাক বিভাগের ঊধ্বতর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো ফল হয়নি। এমতাবস্থায় অনতিবিলম্বে দাসপাড়া গ্রামে একটি ডাকঘর স্থাপন করে জনসাধারণের অসুবিধার দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ গ্রামবাসীর পক্ষে।
Previus
Next
Share This Post