তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন - 20-12-2018


তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা 20-12-2018

বাংলা

মান: 50    বিষয় কোড: ১০১

১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন।
ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খ. তথ্য পযুক্তি ও বাংলাদেশ
গ. স্বদেশপ্রেম
ঘ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
ঙ. পিতা-মাতার প্রতি কর্তব্য।
চ. একটি শীতের সকাল
ছ. আমার প্রিয় লেখক।
২. যেকোনো একটি বিষয়ে পত্র রচনা করুন।
ক. ‘ফেইজবুক’ ব্যবহারের সুবিধা ও অসুবিধা বিষয়ে সচেতন করে কলেজের অধ্যায়রত আপনার ছোট ভাইকে একটি পত্র লিখুন।
খ. ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে দৈনিক পরিত্রকায় প্রকাশের নিমিত্ত একটি পত্র লিখুন।
৩. সারর্মম লিখুন:
সকলে আমার কাছে যত কিছু চায়,
সকলের আমি তাহা পেরেছি কি দিতে?
আমি কি দিইনি ফাঁকি কত জনে হায়!
রেখেছি কত না ঋণ এই পৃথিবীতে!
আমি তবে কেন বকি সহস্র প্রলাপ.
সকলের কাছে চাই ভিক্ষা কুড়াইতে,
একতিল না পাইলে দিই অভিশাপ,
অমনি কেন রে বসি কাতরে কাঁদিতে?
হা ঈশ্বর, আমি কিছু চাহি নাকো আর,
ঘুচাও আমার এই ভিক্ষার বাসনা।
৪. বাংলায় অনুবাদ করুন:
We live in a society. So we must learn to live in peace and amity with others. We have to respect others life and property. We have lit of duties and responsibilities to the society.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন:
ক. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংরা বানানের পাঁচটি নিয়ম লিখুন।
খ. উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে’ সংক্ষেপ আলোচনা করুন।
গ. বানানের শুদ্ধরূপ লিখুন (যেকোনো পাঁচটি)
(টেবল)
ঘ. ব্যাসবাক্যসহ সমান নির্ণয় করুন: (যেকোনো পাঁচটি)
(টেবল)
ঙ. নিচের বাগধারাগুলোর অর্থ উল্লেখ করে বাক্যে প্রয়োগ দেখান (যেকোনো পাঁচটি)
ক. সাপে-নেউলে
খ. মগের মুল্লুক
গ. পঞ্চমুখ হওয়া
ঘ. আমড়া কাঠের ঢেঁকি
ঙ. আঙুল ফুলে কলাগাছ
চ. তাসের ঘর
ছ. রাবণের চিতা

শিল্প মন্ত্রণালয়ের ব্রয়লার পরিদর্শক, বিগত বছরের প্রশ্ন-2018
Previus
তখ্য মন্ত্রণালয়ের সহকারী রক্ষণাবেক্ষণ,বিগত বছরের প্রশ্ন-2018
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম