প্রাদি সমাস ও নিত্য সমাস
প্রাদি সমাস ও নিত্য সমাস
ছয়টি প্রধান সমাস ছাড়াও কয়েকটি অপ্রধান সমাস রয়েছে। যেমন-১. প্রাদি সমাসঃ প্র, পরা ইত্যাদি উপসর্গ পূর্বে থেকে যে সমাস হয়, তাকে প্রাদি সমাস বলে।
যেমন- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন
প্র (প্রকৃষ্টরূপে) যে ভাত (আলোকিত) = প্রভাত
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ।
২. নিত্য সমাসঃ যে সমাসে সমস্যবান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন-
অন্য গ্রাম = গ্রামান্তর
অন্য গৃহ = গৃহান্তর
কেবল দর্শন = দর্শনমাত্র
দুই এবং নব্বই = বিরানব্বই
আমি, তুমি ও সে = আমরা।
Share This Post