বাংলা অনুচ্ছেদ “ধূমপানের কুফল”
ধূমপানের কুফল
স্নায়ুবিধ উত্তেজনার আগুনে পুড়ে আনন্দে গা ভাসানোর উদ্দেশ্যে মানুষ নেশা গ্রস্থ হয়। ধূমপায়ী ব্যক্তি ধূমপানের স্বপক্ষে যুক্তিই দাঁড় করান। ধূমপান নাকি আলস্য ও শ্রান্থি কাটাতে সহায়তা করে। সিগারেটে টান দিয়ে ভাবতে বসলে অনেক জটিল সমস্যার সমাধান নাকি চলে আসে। এর স্বপক্ষে যত যুক্তিই দাঁড় করানো হোক, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে ধূমপান এক অর্থে বিষপানের চেয়েও মারাত্মক। কারণ বিষক্রিয়ায় মানুষের মৃত্যু ঘটে দ্রুত কিন্থ ধূমপানে মানুষ ধুঁকে ধুঁকে মরে। ধূমপানে ফুসফুসের ক্ষতি হয় কারণ বিষ মিশ্রিত ধোঁয়া সরাসরি ফুসফুসে গিয়ে ফুসফুসকে উত্তেজিত ও পীড়িত করে। ধূমপান কাশি, হাঁপানি, রক্তচাপ, বাড়িয়ে দেয়, স্নায়ুকে দুর্বল ও অবশ করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, ধূমপান দুরারোগ্য ক্যান্সার রোগের অন্যতম কারণ। ধূমপানে সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা এক ব্যাপক নেশা। সুস্থ সবল জাতি গঠনে ধূমপান পরিহারের কোন বিকল্প নেই।
Share This Post