বাংলা সারাংশঃ মাতৃস্নেহের তুলনা নাই.................ভীরুকে রক্ষা করিতে ব্যাপ্ত হয়
মাতৃস্নেহের তুলনা নাই.................ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হয়
মাতৃস্নেহের তুলনা নাই। কিন্তু অতি স্নেহে অনেক সময় অমঙ্গল অনায়ন করে। যে স্নেহে উওাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তি মর্যাদা বুজিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্নশক্তি সন্ধান সে পায় না দুর্বল অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন সে হাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহে সে কথা বুঝে না দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্যে, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে, ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমন হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হয়।
সারাংশঃ মাতৃস্নেহে অতুলনীয় । তবে অতিরিক্ত স্নেহে মমতা সন্তানের কল্যাণে বদলে অকল্যাণ ডেকে আনে। স্নেহের আধিক্যে সে পরনির্ভরশীল ও অসহায় হয়ে পড়ে। অন্ধ মাতৃস্নেহে কারণে সন্তানের জীবন ব্যর্থতার পর্যবসিত হয়।
Previus
Next
Share This Post