ভাবসম্প্রসারণ “বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে।”


বলো মিথ্যা আপনার সুখ,মিথ্যা আপনার দুঃখ। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে।

মূলভাব: স্বীয় স্বার্থের গন্তিতে মানুষের জীবন হয়ে পড়ে নিষ্ফল। পক্ষান্তরে বৃহত্তর স্বার্থে আত্মানিয়োগ করতে পারলে, জীবন হয় সার্থক ও সফল। সম্প্রসারিত ভাব: এ পৃথিবীতে বেঁচে থাকা মানে, কেবল শারীরিক অস্তিত্ব রক্ষা করা নয়। টিকে থাকা আর বাঁচাতে মধ্যে যোজন যোজন পার্থক্য রয়েছে । তেলাপোকা সৃষ্টির আদিকাল থেকে কোনো ধরনের বিবর্তন ছাড়াই টিকে আছে। কূপমন্ডুক নিরাপদে টিকে থাকে দিনের পর দিন। কি›তু এদের এই টিকে থাকায় কোনো সার্থকতা নেই। বরং মুক্ত আকাশে স্বাধীন প্রজাপতির রঙিন পাখা মেলে যে উড়াউড়ি মতা শুধু টিকে থাকাই নয়, বেচেঁ তাক সার্থকতা সাথে বেঁচে থাকা-সার্থকতভাবে মিলিয়ে নিয়ে সেই স্বল্পয়ু জীবনকেও সে সমৃদ্ধ করে তুলেছে। একইভাবে মানুষের যথার্থ মনুষ্যত্বও ফুটে উঠে নিজেকে সবার সাথে মিলিয়ে নেওয়ার মধ্যে,সবার মধ্যে বিলিয়ে দেওয়ার মধ্যে। কারণ জগতের নিয়মই হচ্ছে খরাব ধহফ ষবঃ ষরাব. অর্থাৎ দিবে আর নিবে, মিলাবে মিলাবে। বস্তুত এই বোধই মানুষের সমাজে বন্ধনের মূলসূত্র। স্বার্থলোলুপতা ও আত্মসুখপরায়ণতা মনুষ্যত্বো পরিপন্থী। জীবনে পরম সার্থকতা লাভের জন্য নিজের সুখ বা দুঃখকে মিথ্যা বলে বিবেচনা করতে হবে । স্বার্থপর ব্যক্তি বৃহত্তর জীবনাঙ্গন থেকে স্বেচ্ছানির্বাসিত। পৃথিবীর ভালো-মন্দ, সুখ দুঃখ,মঙ্গল অমঙ্গল তার হৃদয় মন স্পর্শ করে না।তারা আপনাকে নিয়েই বিব্রত থাকে। মানব ধর্মের অবমাননাকারী এসব ব্যক্তি পৃথিবীর জঞ্জাল । তাদের বাঁচা মরা সমার্থক। কিন্তু যারা সত্যিকারের মানুষ তারা স্বার্থো কেন্দ্রবিন্দুতে নিজেকে আচ্ছন্ন করে রাখেন না। মন্তব্য: জীবন মানে বাইরের জগতের সাথে ভাব বিনিময়। পরার্থে জীবন উৎসর্গ করার মাধমে মানব জীবন সার্থকতায় জোজ্জ্বল হয়ে উঠে। নিজের দুঃখকে তুচ্ছ মনে করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলেই জীবন সুভময় ও আনন্দময় হয়েইছবে। কবির ভাষায় বল যায়, “ সবারে বাসলে ভালো নইলে মনের কালি ঘুচবে নারে।”

একটি শীতের সকাল - অনুচ্ছেদ
Previus
ভাবসম্প্রসারণ “যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালেবাসি মোর ধরণীর প্রজাপতির পাখা।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম