ভাবসম্প্রসারণ “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।”
মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।
মূলভাবঃ জীবনে দুঃখ-যন্ত্রনা স্থায়ী নয়। দুঃখ-দুর্দশায় আমাদের ভেঙ্গে পড়া উচিত নয়। কেননা, দুঃখ-দুর্দশায় মধ্য দিয়েই জীবনে আসে সত্যিকারের সুখ। সম্প্রসারিত ভাবঃ মানব জীবন দুঃখ-সুখের সুতায় বোনা। এখানে সুখ ও দুঃখ ওতপ্রোতভাবে এক সঙ্গে জড়িত। কিন্তু মানুষ শুধু সুখের আশা করে; দুঃখ যন্ত্রনা এড়িয়ে যেতে চায়। দুঃখকষ্ট মাড়িয়ে সুখ অর্জন করতে হয়। জীবনে কখনো দুঃখ উঁকি দেয়, আবার কখনোবা সুখ উঁকি দেয়। জীবনেদুঃখ-দুর্দশায় আমাদের ভেঙ্গে পড়া উচিত নয়। কারন দুঃখ কষ্ট জীবনে স্থায়ী রুপ নেয় না। দুঃখের পরেই সুখ আসে। যেমন রাতের পরেই দিন আসে। দুঃখের অগ্নি পরীক্ষার ভেতর দিয়েই মানুষের জীবন শুচি-শুভ্র হয়ে উঠে। দুঃখই তাকে দান করে মহিমা। দুঃখের সিঁড়ি বেয়েই আসে সত্যিকার সুখ ও শান্তি। মেঘের আড়ালেই লুকানো থাকে দিবসের প্রদীপ্ত সূর্য। মেঘ যত গভীর এবং ঘনতরই হউক না কেন, সে সূর্যকে সবসময় আড়াল করে রাখতে পারবে না। মেঘ কেটে গেলেই হেসে উঠবে সূর্য। অমাবস্যার অন্ধকার সাময়িকভাবে চাঁদকে গ্রাস করতে পারলেও, সেই অন্ধকারকে বিদীর্ণ করে হেসে উঠে নতুন চাঁদ। সে রকম জীবনে দুঃখ-যন্ত্রনা সাময়িক সময়ের জন্য আসে; পরক্ষনে কিছুদিন পরে তা তিরোহিত হয়ে যায়। আর সুখ শান্তি স্থায়ী ভাবে বাসা বাঁধে। সুতরাং দুঃখ ও বিপদে ভেঙ্গে পড়া উচিত নয়; বরং বলিষ্ঠ আত্মবিশ্বাসে তার মোকাবেলা করতে হবে। আর তাতে জীবনে সুখ-শান্তি, সাফল্য ও সমৃদ্ধি আবির্ভূত হয়। মন্তব্যঃ সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে। তাই দুঃখকে ভয় না করে সুখ ও দুঃখ উভয়কেই সমভাবে গ্রহণ করা উচিত। অন্যদিকে, জীবনে সুখ-শান্তি, সাফল পেতে হলে দুঃখ-যন্ত্রনার সঙ্গে সংগ্রাম করে জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে।
Previus
Next
Share This Post