ভাবসম্প্রসারণ “যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।”


যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।

মূলভাব: এ পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। অনেক কিছু পাওয়ার পর আরও পাওয়ার জন্য মন ব্যাকুল হয়। সম্প্রসারিত ভাব: মানব জীবন অবিমিশ্র সুখের আকর নয়। তাতে দুঃখ আছে, বেদনা আছে, আছে নিপীড়িত আত্মার মর্মান্তিক হাহাকার। চাওয়া ও পাওয়ার দ্বন্দে¦ মানব জীবন ভরপুর। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের চাওয়ার বিরাম নেই। পাওয়ার পরও মানুষের আকাঙ্কার তৃপ্তি নেই। প্রাপ্ত বস্তুকে তুচ্ছ জ্ঞান করে সে আরও পাওয়ার জন্য ব্যাকুল হয়। মানুষের এ বৈশিষ্ট্য চিরন্তর । অনাদিকাল থেকে এ প্রবিৃত্তি চলে আসছে। মানুষ জানে না তার পাওয়ার শেষ কোথায়। সীমাহীন পাওয়াকে বেশি করে চাইলেই যে পাওয়া যায় না, মানুষ বুঝেও তা বুঝে না। সোনার হরিণ ধরা যে মানুষের সাধ্যাতীত এ সত্য মানুষের বুদ্ধির অগোচার। তাই দিকে দিকে অশান্তি ও মনুষ্যত্বের তীব্র লাঞ্ছনা । চাওয়া ও পাওয়ার দ্বন্দ্বে মানব জাতি আজ দিশেহারা । মানুষ যেদিন তার সীমিত পাওয়াকে হৃদয় দিয়ে বরণ করতে সক্ষম হবে, সেদিন ঘটবে সমস্ত যন্ত্রণার অবসান। দূর হবে হৃদয়িক অবসাদ এবং স্তব্ধ হবে কবির ভাব সিন্ধু মন্থর করা বাণী গুচ্ছ-

“যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।”

মন্তব্য: এ পৃথিবীর জ্ঞানী ও গুনী চলছে মানুষের চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব। সীমিত সম্পদে তুষ্ট থেকে মানুষ যখন চাওয়া থেকে মুক্ত হবে পারবে, সেদিনই সে প্রবেশ করতে পারবে প্রকৃত সুখ ও শান্তির রাজ্যে।

ভাবসম্প্রসারণ “কত বড় আমি, কহে নকল হীরাটি তাইত সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”
Previus
ভাবসম্প্রসারণ “সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম