ভাবসম্প্রসারণ “সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়।”
সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়।
মূলভাব: মহৎ ব্যক্তিগণ অন্যের দোষত্রুটি গোপন রেখে ভালো দিকটা প্রচার করেন। পক্ষান্তরে, হীন ব্যক্তিরা অন্যের ভালো দিক গোপন করে মন্দদিক প্রচার করে। সম্প্রসারিত ভাব: মানুষ আচরণের মধ্যে তাঁর নিজস্ব মানসিকতা বা চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ প্রকাশ করে থাকে । কৃতকর্মের মধ্যেই তাঁর স্বভাবিক পরিচয় প্রকাশমান। তাই উত্তম চরিত্রের অধিকারী মানুষের মধ্যে বিভিন্ন সদগুণের প্রকাশ ঘটে। ভালো মানুষ কখনো কারও খারাপ চিন্তা করে না, কারও অপযশও প্রচার করে না। বরং মহৎ ব্যক্তি অপরের দোষ- ত্রুটি ঢেকে রেখে তার সুনাম করে। এ ধরনের আচরণে তার মহত্ত্বের প্রকাশ ঘটে । সুজন বা ভালো মানুষ নিজের সুন্দর মনের বিবেচনায় অপরের ভারাপ কাজের মধ্যেও ভালো দেখতে পায়। সে নিজে ভালো বলেই অপরকেও ভালো দেখে। অপরদিকে কুজন বা খারাপ প্রকৃতির মানুষ অপরের ভালো দেখতে পারে না। সৎ চরিত্রের লোকেরা যেখানে অপরের কুৎসিত স্বভাবকে গোপন রাখে সেক্ষেত্রে মন্দ চরিত্রের লোকেরা ভালো দিকটি গোপন রেখে মানুষের খারাপ বা দুর্বল দিকটি স্পষ্ট করে তোলে। সে অপরের ভালো কাজকেও বিকৃতভাবে উপস্থাপন করে কিংবা খারাপ বলে প্রচার করে থাকে। তার দৃষ্টিতে সুন্দর কিছু ধরা পড়লেও তার প্রশংসা করতে সে কুন্ঠিত হয় এবং অপযশ প্রচারে লিপ্ত হয়। কারণ, কারও ভালো কিছু প্রত্যক্ষ করা তার স্বভাববিরুদ্ধ। মন্তব্য: সংসারে সুজন ও কুজন বা ভালো ও মন্দ উভয় শ্রেণীর মানুষ বসবাস করে । তাদের আচরণ থেকে তাদের পরিচয় নির্ধারণ করতে হব।এবং কুজনকে সর্বান্তকরণে পরিহার করতে হবে।
Previus
Next
Share This Post