রাজউক কলেজ ভর্তি, ২০১০ সালের বাংলা মাধ্যম- দিবা শাখার ”বাংলা” প্রশ্ন
রাজউক উত্তরা মডেল কলেজ
ভতির জন্য নির্বাচনী পরীক্ষা, ডিসেম্বর - ২০১০
শ্রেণি ৬ষ্ঠ (বাংলা মাধ্যম - দিবা শাখা)
‘ক’ বিভাগ - বাংলা (৩০)
প্রশ্ন - ১ঃ “বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।” - কথাটি বুঝিয়ে লেখ।প্রশ্ন - ২ঃ নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর (যে কোন তিনটি)
সহিষ্ণুতা, অশ্রুসজল, অনমনীয়, পরিপূরক
প্রশ্ন - ৩ঃ ছেদ বা বিরাম চিহ্ন বসাও:
বাংলাদেশের হৃদয় জুড়ে ছড়িয়ে আছে সবুজ শ্যামলিমা অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম হলো চাকমা মুরং মারমা প্রভৃতি।
প্রশ্ন - ৪ঃ নিচের প্রদত্ত শব্দগুলোর দুটি করে সমার্থক শব্দ লেখ। (যে কোন তিনটি)
অগ্নী, দীন, বন, কেশ
প্রশ্ন - ৫ঃ এক কথায় প্রকাশ কর (যে কোন তিনটি)
কোথাও নত কোথাও উন্নত, চিবিয়ে খাওয়া যায় যা, ক্ষমার যোগ্য, যা বপন করা হয়েছে
প্রশ্ন - ৬ঃ ইন্টারনেট (অন-লাইন) -এ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তোমার পরিবারের কোন ধারণা নেই। এ জন্য এ ব্যবস্থার পাশাপাশি পূর্ববর্তী বছরের ন্যায় ফরম পূরণের সুযোগ রাখার অনুরোধ করে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ।
প্রশ্ন - ৭ঃ তোমার দেখা সুন্দরতম প্রাকৃতিক দৃশ্যের উপর একটি ছোট্ট রচনা লেখ।
Previus
Next
Share This Post