রেলপথ মন্ত্রণালয়-নিয়োগ পরীক্ষার প্রশ্ন -12-12-2018


রেলপথ মন্ত্রণালয়-নিয়োগ পরীক্ষা -12-12-2018

বাংলা
মানঃ ৫০           

 বিষয় কোডঃ ১০১

১. যেকোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন:
ক. বন্যা-কবলিত বাংলাদেশ;
খ. আমার মা;
গ. খেলাুলা শিক্ষার অঙ্গ;
ঘ. বাংলাদেশের সামাজিক উৎসব;
২. কোনো শিল্প প্রতিষ্ঠানে 'সহকারী প্রকৌশলী' পদে নিয়োগ প্রাপ্তির জন্য কর্তৃপক্ষ বারাবর একটি আবেদন লিখুন;
৩. সারমর্ম লিখুনঃ
জলে না নামিলে কেহ কেখ শিখেনা সাঁতার
হাঁটতে শিখে না কেহ, না খেলে আছাড়,
সাঁতার শিখতে হলে
আগে তবে নাম জলে,
আছাড়ে করিয়া হেলা হাঁট বার বার
পারিব বলিয়া সুখে হও আগুসার !
৪. বাংলায় অনুবাদ কর:
Rivers come to our use in  many ways. We bath in the water of the river. We drink it and use it in many ways. Rivers help us in various ways in respect of trade and commerce. The things we produce in excess are exported to forewing Countries  to foreign Countries through river ways.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখ:
ক. শব্দ বলতে কী বোঝায়? গঠনগত ভাবে বাংলা শব্দের প্রকারভেদ উদাহরণসহ লিখুন!
খ. 'ষ-ত্ব' বিধানের পাচঁটি নিয়ম লিখুন;
গ. 'চন্দ্র' অথবা 'পাহাড়' শব্দের পাচঁটি সমার্থক শ্বাদ লিখুন।
ঘ. বানান শুদ্ধ করুনঃ
ঙ.অর্থ উল্লেখ পূর্বক নিচের বাগধারাগুলো দিয়ে বাক্য তৈরি কর;
সাপের-নেউলে, পুকুর চুরি, তুষের আগুন, পান করবার ইচ্ছা।

English

Marks: 50.       Subject code: 102

1. Write an essay on any one of the Following:
a. Life of a slum boy.
b. A popular festival you enjoyed.
2. Write a letter to the editor of a newspaper on the adverse effect of water logging in your locality.
3. Read the following passage carefully and answer the questions given below:

10 With the recent growth of mass media technology, advertising has begun to play a significant role in national economy. Thousands of people are working to promote the sale of each new product or to boost the sale of a product already in the market. In fact, advertising as an industry now enjoys a respectable state and is regarded by many as a service to society. The avowed purpose of advertising is to inform the audience and to influence it to buy a particular product. The customer is made aware of goods and services available, their merits, uses and value. Advertising thus helps us in choosing that we actually need or what we should have to add into our comfort and improve our standard of living. But the sale of a product does not depend on advertisement alone. The quality of a product must be good and its price within the reach of those for whom it is intended. If exaggerated claims are made or the price is too high, advertising however powerful, will not prove effective.

Answer the following Questions:
a. What is the main function of the advertising?
b. What factors have contributed to the growth of advertising as an industry?
c. Why is advertising considered as important activity of modern society?
d. Under what conditions can advertising prove effective?
e. Give a suitable title of the passage.
4. Fill in the blanks with appropriate words (any five):
a. It is quarter ___ ten now.
b. Would you mind ___ a cup of tea?
c. The teacher left the institution__.
d. Everybody desires ____ happy?
e. Have you started ____ English well?
f. Walk fast ___ you should miss the train.
5. Complete the sentence (any five):
a. If I were a millionaire___.
b. A rolling stone ____.
c. On the way to office I walked as ___.
d. I had hardly done my duties ___.
e. It is high time __.
f. Each of the boy ____.
6. Make sentences with any five of the following:
a. Put up with ___
b. In reference to ____
c. In black and white ___
d. Salt of the earth ___
e. In view of ____
f. Dig one’s own grave___
g. A blessing in disguise____

বাংলাদেশ বিষয়াবলি

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন]  

১. বাংলাদেশের সংবিধান কী কী ভাষায় রচিত হয়েছিল? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানকে সকল আইনের উপর প্রাধান্য দেয়া হয়েছে?

  1. ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল কোথায়? গঙ্গানদীর (যা বাংলাদেশের মধ্যে পদ্মা নামে প্রবাহিত) উসস্থল কোথায়? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোন জেলায় অবস্থিত?

৩. প্রাচীনকালে নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের নাম কী ছিল? পাল বংশের রাজত্ব অবসানে কোন বংশ বাংলা শাসন করেন? কবি আলাওল কোন রাজ্যের সভাকবি ছিলেন?
৪. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটি কার লেখা? ‘শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি ....." এ গানটির রচয়িতা কে এবং কোন বেতার কেন্দ্র থেকে এটির প্রথম সম্প্রচার হয়েছিল?
৫. ১৯৪৭ সালে ভারত বিভাগের পরে আমাদের এ ভূখণ্ডের নাম কী ছিল? কোন সালের নির্বাচনে যুক্তফ্রন্ট' জয়যুক্ত হয়? কোন সালে বাংলাদেশে (তষ্কালীন পূর্ব পাকিস্তানে) প্রথম সামরিক শাসন জারী হয়?
৬. বাংলাদেশের রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর?
রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে তাঁর স্থলে কে রাষ্ট্রপতির ১ দায়িত্ব পালন করবেন?
৭. ‘শঙ্খনীল কারাগার’ কার লেখা গ্রন্থ? ‘চিত্রাঙ্গদা' নৃত্যনাট্যের রচয়িতা কে? ‘অগ্নিবীণা' কার রচিত কাব্যগ্রন্থ?

আন্তর্জাতিক বিষয়াবলি

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন] ৫x৩ = ১৫

৮. কোন দেশকে নীল নদীর দান বলা হয়? হরপ্পা ও মহেনজোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ভারতের যে অঞ্চলে দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল তাকে। কী বলা হয়?
৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন। NATO এর পূর্ণরূপ কী?
১০. ইউক্রেনের যে ভূখণ্ড নিয়ে রাশিয়ার সাথে EU-র বিরোধ সেটির নাম কী? সেন্ট পিটার্সবুর্গের পূর্ব নাম কী? দ্বিতীয় মহাযুদ্ধকালে ভলগোগ্রাভ শহর কী নামে অভিহিত ছিল?
১১. মালয়েশিয়ার ‘মালয় সম্প্রদায়ের লোকদের যে নামে অভিহিত করে বিশেষ মর্যাদা দেয়া হয় সেটা কী? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কী? ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের সাথে সংযোগকারী যে প্রণালীটির তট অঞ্চলে মালয়েশিয়া অবস্থিত তার নাম কী?
১২. ভিয়েতনাম স্বাধীন হওয়ার পূর্বে কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? নেদারল্যান্ডস দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশকে ১৯৪৯ সাল পর্যন্ত উপনিবেশ হিসেবে শাসন করেছে? হোচিমিন সিটির পূর্ব নাম কী?
১৩, সম্প্রতি কুর্দিস্থানে অনুষ্ঠিত গণভোটের উদ্দেশ্য কী তা একটি সম্পূর্ণ বাক্যে লিখুন। সেপ্টেম্বর ২০১৭ সালে স্পেনের সাথে তার প্রদেশ ক্যাটালোনিয়ার কী বিষয়ে বিরোধ হয়? কুর্দি সম্প্রদায়ের সবচেয়ে বড় অংশ কোন দেশে বসবাস করে?
১৪. বাইবেল প্রথম কোন ভাষায় লিখিত হয়? রামাল্লা শহর কোথায়? শাত-ইল-আরব কোন দুটি দেশের সীমানা। নির্দেশক?

গ. বিজ্ঞান ও প্রযুক্তি
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন] ৫x২ = ১০

১৫. অগ্ন্যাশয় থেকে নিঃসরিত চিনির বিপাককারী হরমোনের নাম কী? বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়কারী একটি গ্যাস যা গৃহস্থালী সামগ্রীতে ব্যবহৃত হয় তার নাম ও ব্যবহৃত সামগ্রীটির নাম কী? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রটির নাম । কী? সমুদ্রে কোন এককে দূরত্ব মাপা হয়?
১৬. RAM, ROM, WWW, http ও DOs কী?
১৭. বিমান উড্ডয়ন ও চলার জন্য সাধারণত যে ধরনের ইঞ্জিন ব্যবহৃত হয় তাদের নাম কী? রকেট ইঞ্জিন কোন বিজ্ঞানীর তত্ত্বের ভিত্তিতে তৈরি? পুনঃব্যবহারযোগ্য (renewable) দুটি জ্বালানি/শক্তির নাম লিখুন।

তখ্য মন্ত্রণালয়ের সহকারী রক্ষণাবেক্ষণ,বিগত বছরের প্রশ্ন-2018
Previus
Transformation- SSC Board Question analysis with answer- Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম