শব্দ (অর্থানুসারে) নৈর্ব্যক্তিক প্রশ্ন
শব্দ (অর্থানুসারে)
১। ‘মহাযাত্রা’-এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে ?ক) মহাসমারোহে যাত্র
খ) বিরাট আকারের যাত্রা
গ) মৃত্যুযাত্রা
ঘ) জাঁকজমকপূর্ণ যাত্রা
উত্তরঃ গ) মৃত্যুযাত্রা
২। কোন দুটি যৌগিক শব্দ ?
ক) দৌহিত্র, গায়ক
খ) হস্ত, গবেষণা
গ) গরমিল, ডুবুরি
ঘ) রাজপুত্র, মহাযাত্র
উত্তরঃ ক) দৌহিত্র, গায়ক ৩। কোনটি রূঢ়ি শব্দ?
ক) সন্দেশ
খ) মধুর
গ) চিকামারা
ঘ) মহাযাত্রা
উত্তরঃ ক) সন্দেশ
৪। যে সব শবদ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে, অন্য কোনো বিবিশষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে?
ক) যৌগিক শব্দ
খ) মৌলিক শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ়
উত্তরঃ গ) রূঢ়ি শব্দ
৫। কোনটি রূঢ়ি শব্দ ?
ক) প্রবীণ
খ) মহাযাত্রা
গ) চিকামারা
ঘ) কর্তব্য
উত্তরঃ ক) প্রবীণ
৬। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তরঃ খ) তিন
৭। কোনটি রূঢ়ি শব্দ ?
ক) কর্তব্য
খ) হস্তী
গ) জলধি
ঘ) দৌহিত্র
উত্তরঃ খ) হস্তী
৮। যে সকল শব্দের ব্যুৎপওিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই সে সকল শব্দকে কী বলে ?
ক) রূঢ় শব্দ
খ) যোগরূঢ় শব্দ
গ) মৌলিক শব্দ
ঘ) যৌগিক শব্দ
উত্তরঃ ঘ) যৌগিক শব্দ
৯। কর্তব্য, চিকামারা-এগুলো কী জাতীয় শব্দ ?
ক) মৌলিক শব্দ
খ) যৌগিক শব্দ
গ) রূঢ়িশব্দ
ঘ) যোগরূঢ়ি শব্দ
উত্তরঃ ঘ) যৌগিক শব্দ
১০। ‘জলধি’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
ক) জলাশয়
খ) জল রাখার পাত্র
গ) সমুদ্র
ঘ) কলসি
উত্তরঃ গ) সমুদ্র
১১। যোগরূঢ় শব্দ কোনটি ?
ক) বাঁশি
খ) রাজপুত্র
গ) বাবুয়ানা
ঘ) দৌহিত্র
উত্তরঃ খ) রাজপুত্র
১২। কোনটি যৌগিক শব্দ ?
ক) প্রবীণ
খ) রাজপুত
গ) জলধি
ঘ) চিকামারা
উত্তরঃ ঘ) চিকামারা
১৩। কোন ধরনের শব্দ ভাষার মূল উপকরণ ?
ক) মৌলিক শব্দ
খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
উত্তরঃ ক) মৌলিক শব্দ
১৪। কোনটি যৌগিক শব্দ ?
ক) হরিণ
খ) পঙ্কজ
গ) মহাযাত্রা
ঘ) পানীয়
উত্তরঃ ঘ) পানীয়
১৫। ‘মহাযাত্রা’ কোন ধরনের শব্দ ?
ক) যৌগিক
খ) রূঢ়ি
গ) মৌলিক
ঘ) যোগরূঢ়
উত্তরঃ ঘ) যোগরূঢ়
ঘ। ১৬। নিচের কোনটি যোগরূঢ় শব্দ ?
ক) প্রবীণ
খ) গায়ক
গ) তৈল
ঘ) জলধি
উত্তরঃ ঘ) জলধি
১৭। ‘তৈল’ কোন ধরনের শব্দ ?
ক) রূঢ়ি শব্দ
খ) যৌগিক শব্দ
গ) যোগরূঢ়
ঘ) পারিভাষিক
উত্তরঃ ক) রূঢ়ি শব্দ
১৮। প্রত্যয় নিষ্পন্ন শব্দের ব্যুৎপওিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হলে, তাকে কী বলে?
ক) যৌগিক
খ) মৌলিক শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যোগরূঢ় শব্দ
উত্তরঃ গ) রূঢ়ি শব্দ
১৯। নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ ?
ক) মধুর
খ) গবেষণ
গ) প্রবীণ
ঘ) মহাযাত্র
উত্তরঃ ক) মধুর
২০। শব্দের ব্যুৎপওিগত অর্থ হলো-
ক) পরিবর্তন অর্থ
খ) ব্যবহারিক অর্থ
গ) আদি অর্থ
ঘ) বিশেষ অর্থ
উত্তরঃ গ) আদি অর্থ
২১। যোগরূঢ় শব্দ কোনটি ?
ক) বাঁশি
খ) পাঞ্জাবি
গ) পঙ্কজ/রাজপুত/মহাযাত্রা/জলধি
ঘ) বাবুয়ানা
উত্তরঃ গ) পঙ্কজ/রাজপুত/মহাযাত্রা/জলধি
২২। যৌগিক শব্দ কোনটি ?
ক) চিকামারা/দৌহিত্র/নায়ক/কর্তব্য
খ) প্রবীণ
গ) তৈল
ঘ) জলধি
উত্তরঃ ক) চিকামারা/দৌহিত্র/নায়ক/কর্তব্য
২৩। ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ ?
ক) যৌগিক
খ) রূঢ় বা রূঢ়ি
গ) দেশি
ঘ) যোগরূঢ়
উত্তরঃ খ) রূঢ় বা রূঢ়ি
২৪। ‘জলধি’ কোন শব্দ ?
ক) রূঢ়ি শব্দ
খ) যৌগিক শব্দ
গ) মৌলিক শব্দ
ঘ) যোগরূঢ়
উত্তরঃ খ) রূঢ় বা রূঢ়ি
২৫। কোনটি যোগরূঢ় শব্দ নয় ?
ক) মহাযাত্রা
খ) পঙ্কজ
গ) রাজপুত
ঘ) ধানক্ষেত
উত্তরঃ ঘ) ধানক্ষেত
২৬। কোনটি যৌগিক শব্দ ?
ক) বাঁশি
খ) পাঞ্জাবি
গ) পঙ্কজ
ঘ) বাবুয়ানা
উত্তরঃ ঘ) বাবুয়ানা
২৭। পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়।
ক) বিভক্তিযুক্ত শব্দ
খ) বিদেশি শব্দ
গ) প্রাতিপদিক শব্দ
ঘ) যোড়রূঢ় শব্দ
উত্তরঃ ঘ) যোড়রূঢ় শব্দ
২৮। যৌগিক শব্দের উদাহরণ কোনটি ?
ক) মধুর
খ) হস্তী
গ) বাঁশি
ঘ) জলদি
উত্তরঃ ক) মধুর
২৯। কোন শব্দটি উসর্গ যোগে গঠিত হয়েছে ?
ক) বাঁশি
খ) তৈল
গ) প্রবীণ
ঘ) পাঞ্জাবি
উত্তরঃ গ) প্রবীণ
৩০। ‘সন্দেশ’শব্দটির শব্দ ও প্রত্যায়গত অর্থ কী ?
ক) অন্যদেশ
খ) সুস্বাদু খাবার
গ) সংবাদ
ঘ) মিষ্টান্ন
উত্তরঃ গ) সংবাদ
৩১। ব্যুৎপওিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকে না কোনো প্রকার শব্দে ?
ক) যৌগিক
খ) যোগরূঢ়
গ) রূঢ়
ঘ) নবসৃষ্ট
উত্তরঃ গ) রূঢ়
৩২। কোনটি রূঢ় শব্দ ?
ক) রাজপুত্র
খ) কর্তব্য
গ) প্রবীণ/বাঁশি/সন্দেশ
ঘ) গোলাপ
উত্তরঃ গ) প্রবীণ/বাঁশি/সন্দেশ
৩৩। গায়ক = গৈ + ণক (অক)অর্থ-গান করে যে, কোন শব্দের উদাহরণ ?
ক) যোগরূঢ় শব্দের
খ) নবসৃষ্ট
গ) যোগিক শব্দের
ঘ) রূঢ়ি শব্দের
উত্তরঃ গ) যোগিক শব্দের
৩৪। অর্থগত ‘গবেষণা’ কোন ধরনের শব্দ ?
ক) যৌগিক
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) নবসৃষ্ট
উত্তরঃ খ) রূঢ়ি
৩৫। ‘বাঁশি’ কোন ধরনের শব্দ ?
ক) রূঢ়ি শব্দ
খ) যোগরূঢ় শব্দ
গ) যৌগিক শব্দের
ঘ) পারিভাষিক শব্দ
উত্তরঃ ক) রূঢ়ি শব্দ
৩৬। ‘রাজপুত’ কোন ধরনের উদাহরণ ?
ক) যোগরূঢ়
খ) মৌলিক শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) যৌগিক শব্দ
উত্তরঃ ক) যোগরূঢ়
৩৭। কোনটি রূঢ় শব্দ ?
ক) গবেষণা
খ) পঙ্কজ
গ) গায়ক
ঘ) জলধি
উত্তরঃ ক) গবেষণা
৩৮। ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে ?
ক) পদ্মফুল
খ) যা পঙ্কে অন্মে
গ) শৈবাল
ঘ) কেঁচো
উত্তরঃ ক) পদ্মফুল
৩৯। ‘দৌহিত্র’ কোন শব্দ ?
ক) রূঢ়ি শব্দ
খ) যৌগিক শব্দ
গ) যোগরূঢ় শব্দ
ঘ) দেশি শব্দ
উত্তরঃ খ) যৌগিক শব্দ
৪০। ‘রাজপুত’ শব্দের ব্যুৎপওি গত অর্থ কোনটি ?
ক) পুত্রের রাজা
খ) রাজা যে পুত্র
গ) রাজার পুত্র
ঘ) জাতিবিশেষ
উত্তরঃ গ) রাজার পুত্র
৪১। প্রবীণ কোন ধরনের শব্দ ?
ক) যৌগিক
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) সাধিত
উত্তরঃ খ) রূঢ়ি
৪২। ‘হস্তী’ অর্র্থগতভাবে কোন শব্দ ?
ক) যৌগিক
খ) তৎসম
গ) রূঢ়ি
গ) যোগরূঢ়
উত্তরঃ গ) রূঢ়ি ৪৩। ‘সন্দেশ’ এর প্রত্যায়গত অর্থ-
ক) মিষ্টান্ন বিশেষ
খ) সংবাদ
গ) বাহন
ঘ) সমাহার
উত্তরঃ খ) সংবাদ
৪৪। ‘জলধি’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে ?
ক) জলাশয়
খ) জল রাখার পাত্র
গ) সমুদ্র
ঘ) কলসি
উত্তরঃ গ) সমুদ
Previus
Next
Share This Post