সন্ধি (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)


সন্ধি

১। তৎসম সন্ধি মূলত কী সংযোগের নিয়ম?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) অর্থ

উত্তরঃ খ) বর্ণ

২। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?

ক) আয়াসের লাঘব হলে

খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে

গ) শ্রুতিমধুর হলে ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে

উত্তরঃ খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে

৩। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক) সন্তাপ

খ) পরিচ্ছদ

গ) পদ্ধতি

ঘ) পৌঢ়

উত্তরঃ ঘ) পৌঢ়

৪। কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না ?

ক) গায়ক

খ) কুলটা

গ) পশ্চাধম

ঘ) ণিজন্ত

উত্তরঃ খ) কুলটা

৫। কোন সন্ধির উদ্দেশ্য ?

ক) শব্দের মিলন

খ) বর্ণের মিলন

গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন

ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন

উত্তরঃ গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন

৬। যে ক্ষেত্রে উচ্চারণের আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধূর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?

ক) সমাসের

খ) প্রত্যয়ের

গ) সন্ধির

ঘ) বচনের

উত্তরঃ গ) সন্ধির

৭। ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেন কোনটি ?

ক) পরী + ঈক্ষা

খ) পরি + ঈক্ষা

গ) সতী + ইক্ষা

ঘ) সতী + ঈক্ষা

উত্তরঃ খ) পরি + ঈক্ষা

৮। ‘সতীশ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) সতি + ইশ

খ) সতি + ঈশ

গ) সতী + ইশ

ঘ) সতী + ঈশ

উত্তরঃ ক) সতি + ইশ ।

৯।‘রূপালি’ এর সন্ধি বি”্ছদে কোনটি?

ক) রূপ + আলি

খ) রূপ + আলি

গ) রূপা + আলি

ঘ) রূপ + আলী

উত্তরঃ গ) রূপা + আলি

১০। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) সংস্কৃত

খ) পরিচ্ছদ

গ) পরিষ্কার

ঘ) বৃহস্পতি

উত্তরঃ ঘ) বৃহস্পতি

১১। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক) পবন

খ) পরস্পর

গ) পরিচ্ছদ

ঘ) পরিষ্কার

উত্তরঃ খ) পরস্পর

১২। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) পরিষ্কার

খ) ষড়ানন

গ) সংস্কার

ঘ) আশ্চর্য

উত্তরঃ ঘ) আশ্চর্য

১৩) নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক) পরিষ্কৃত

খ) পতঞ্জলি

গ) উত্থান

ঘ) সংস্কৃতি

উত্তরঃ খ) পতঞ্জলি

১৪। বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?

ক) গবাদি

খ) উত্থাপন

গ) একাদশ

ঘ) বনস্পতি

উত্তরঃ খ) উত্থাপন

১৫। বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?

ক) সংস্কৃত

খ) পরস্পর

গ) মর্ণীষা

ঘ) সম্রাট

উত্তরঃ ক) সংস্কৃত

১৬। বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি ?

ক) পরি + কার = পরিষ্কার

খ) নৌ + ইক = নাবিক

গ) নমঃ + কার = নমস্কার

ঘ) বাক্ + দান = বাগদান

উত্তরঃ ক) পরি + কার = পরিষ্কার

১৭। নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত?

ক) মহা + ঈশ = মহেশ

খ) হিমা + আলয় = হিমালয়

গ) পরি + ইক্ষা = পরীক্ষা

ঘ) বাগ্ + দান = বাগদান

উত্তরঃ ক) মহা + ঈশ = মহেশ

১৮। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি ?

ক) নমস্কার

খ) পুনরায়

গ) ষোড়শ

ঘ) সংস্কৃত

উত্তরঃ গ) ষোড়শ

১৯। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) পাবক

খ) গবাক্ষ

গ) সুবন্ত

ঘ) তন্বী

উত্তরঃ খ) গবাক্ষ

২০। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) প্রত্যেক্ষ

খ) মার্তন্ড

গ) স্বল্প

ঘ) তন্বী

উত্তরঃ খ) মার্তন্ড

২১। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক) ষোড়শ/ পৌঢ়

খ) তৎকাল

গ) রাজ্ঞী

ঘ) ষষ্ঠ

উত্তরঃ ক) ষোড়শ/ পৌঢ়

২২। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

ক) পরস্পর

খ) সংরক্ষণ

গ) পরিষ্কার

ঘ) উল্লাস

উত্তরঃ গ) পরিষ্কার

২৩। ‘শীতার্ত’ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) শীত + ঋত

খ) শীত + আর্ত

গ) শিত + ঋত

ঘ) শীত + অর্ত

উত্তরঃ ক) শীত + ঋত

২৪। ‘অন্বেষণ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) অন্ব + এষণ

খ) অনু + এষণ

গ) অন্বে + ষণ

ঘ) অনু + ঐষণ

উত্তরঃ খ) অনু + এষণ

২৫। অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে কী হয় ?

ক) ও-কার

খ) ঔ-কার

গ) এ-কার

ঘ) ঐ-কার

উত্তরঃ ক) ও-কার

২৬। ‘অতন্ত’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) অতি + অন্ত

খ) অতি + অন্ত্য

গ) অত্য + অন্ত

ঘ) অত্য + স্ত্য

উত্তরঃ ক) অতি + অন্ত ২৭। ‘ ঈ + ই = ঈ’ এ সূত্রের সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) অতীত

খ) পরীক্ষা

গ) সতীন্দ্র

ঘ) সতীশ

উত্তরঃ গ) সতীন্দ।

২৮। ‘‘নীরব’’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) নী+রব

খ) নি+রব

গ) নিঃ+রব

ঘ) র্নি+ অব

উত্তরঃ গ) নিঃ+রব

২৯। অহর্নিশ- সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) অহ + নিশ

খ) অহো + নিশা

গ) অহঃ + নিশ

ঘ) অহর+ নিশা

উত্তরঃ গ) অহঃ + নিশ

৩০। ‘পুনরায়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) পুন + রায়

খ) পুন ঃ রায়

গ) পুনঃ +আয়

ঘ) পুন + আয়

উত্তরঃ গ) পুনঃ +আয়।

৩১। ‘কুড়িক’ সন্ধি সাধিত এই শব্দটিতে কোন ধ্বনির বিলুপ্তি ঘটেছে ?

ক) ‘ই’

খ) ‘এ’

গ) ‘অ’

ঘ) ‘উ’

উত্তরঃ খ) ‘এ’

৩২। ‘কুজ্জ্বটিকা শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?

ক) ত্ + জ

খ) দ্ + জ

গ) দ্ + ঝ

ঘ) ত্ + ঝ

উত্তরঃ ঘ) ত্ + ঝ।

৩৩। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি ?

ক) পরস্পর/ একাদশ/ গবাক্ষ

খ) পুনরায়

গ) পরিষ্কার

ঘ) মনোহর

উত্তরঃ খ) পুনরায় ।

৩৪। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত কোন নিয়মে হয়ে থাকে?

ক) সমীভবন

খ) বিষমীভবন

গ) অসমীকরণ

ঘ) অপনিহিত

উত্তরঃ ক) সমীভবন

৩৫। কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না ?

ক) চ বর্গীয়

খ) ট বর্গীয়

গ) ব্যঞ্জনধ্বনি

ঘ) হলন্ত ধ্বনি

উত্তরঃ ঘ) হলন্ত ধ্বনি

৩৬। ‘যথার্থ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো-

ক) যথা + অর্থ

খ) যাথা + অর্থ

গ) যথা + আর্থ

ঘ) যথঃ অর্থ

উত্তরঃ ক) যথা + অর্থ

৩৭। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ ?

ক) বনস্পতি

খ) বাচস্পতি

গ) পরস্পর

ঘ) বৃহস্পতি

উত্তরঃ খ) বাচস্পতি

৩৮। সন্ধির নিয়মে অ-কারে অ-কারে আ-কারে হয়েছে কোনটিতে?

ক) হিমাচল

খ) রত্নাকর

গ) মহার্ঘ

ঘ) বিদ্যালয়

উত্তরঃ ক) হিমাচল

৩৯। নিচের কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ ?

ক) ঘোড়দৌড়

খ) তিলেক

গ) কাঁচামাল

ঘ) নিন্দুক

উত্তরঃ ঘ) নিন্দুক

৪০। বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে কী হয় ?

ক) মূর্ধন্য শিশ

খ) তালব্য শিশ

গ) দন্ত শিশ

ঘ) ঘোষ মহাপ্রাণ

উত্তরঃ খ) তালব্য শিশ

৪১্ কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?

ক) ভাস্কর

খ) দুষ্কর

গ) নিস্পন্দ

ঘ) নমস্কার

উত্তরঃ ক) ভাস্কর

৪২। ‘কাঁচকলা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?

ক) কাঁচ + কলা

খ) কাচ + কলা

গ) কাঁচা + কলা

ঘ) কাচা + কলা

উত্তরঃ গ) কাঁচা + কলা

৪৩। বাংলা সন্ধি কত প্রকার ?

ক) দুই প্রকার

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) পাঁচ প্রকার

উত্তরঃ ক) দুই প্রকার

৪৪। তৎসম সন্ধি কত প্রকার ?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তরঃ খ) তিন

৪৫। ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) গা+অক

খ) গৈ + অক

গ) গায় + ক

ঘ) গা + য়ক

উত্তরঃ খ) গৈ + অক

৪৬। দিগন্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) দিগ + অন্ত

খ) দিক্ + অন্ত

গ) দিক + অন্ত

ঘ) দিগ্ + অন্ত

উত্তরঃ খ) দিক্ + অন্ত

৪৭। ‘কষ্টি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ-

ক) কৃ + ক্তি

খ) কৃষ্ + তি

গ) কৃঃ + তি

ঘ) কৃষ + টি

উত্তরঃ খ) কৃষ্ + তি

৪৮। ঔ + উ = আব্ + উ এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির ?

ক) পাচক

খ) নাবিক

গ) ভাবুক

ঘ) গায়ক

উত্তরঃ গ) ভাবুক

৪৯। ‘মনীষা’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) মনস + ঈষা

খ) মনঃ + ঈষা

গ) মনশ + ইষা

ঘ) মনি + ঈষা

উত্তরঃ ক) মনস + ঈষা

৫০। ‘দ্যুলোক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?

ক) দ্যুল + অক

খ) দ্যুল + ওক

গ) দীব্ + লোক

ঘ) দিব্ + লোক

উত্তরঃ ক) মনস + ঈষা

৫১। ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) ষড় + যন্ত্র

খ) ষট্ + যন্ত্র

গ) সৎ + যন্ত্র

ঘ) স্বত + যন্ত্র

উত্তরঃ খ) ষট্ + যন্ত্র

৫২। সন্ধির প্রধান সুবিধা কী ?

ক) পড়ার সুবিধা

খ) লেখার সুবিধা

গ) উচ্চরণের সুবিধা

ঘ) শোনার সুবিধা

উত্তরঃ খ) লেখার সুবিধা

৫৩। ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ই বা ঈ কী হয় ?

ক) ব

খ) য

গ) ঃ

ঘ) এ

উত্তরঃ খ) য।

৫৪।মস্যাধার ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) মৎস + আধার

খ) মৎস্য + আধার

গ) মসী + আধার

ঘ) মসি + আধার

উত্তরঃ গ) মসী + আধার

৫৫) বৃষ্টি,র সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) বৃস + তি

খ) বৃশ + টি

গ) বৃষ্ + তি

ঘ) বৃষ + টি

উত্তরঃ গ) বৃষ্ + তি

৫৬। ‘মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে ?

ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

খ) ব্যঞ্জনধ্বনি

গ) ব্যঞ্জনধ্বনি

ঘ) ব্যঞ্জনধ্বনি

উত্তরঃ ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

৫৭। ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে ?

ক) ত + ঝ

খ) ত + জ

গ) দ + জ

ঘ) দ + ঝ

উত্তরঃ খ) ত + জ

৫৮। গোস্পদ- এর সন্ধি বিচ্ছেদ কী হবে?

ক) গোর + পদ

খ) গো + পদ

গ) গৌ + পদ

ঘ) গৌ + পদ

উত্তরঃ খ) গো + পদ

৫৯। ‘নাবিক’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ? ক) না + ইক

খ) নো + ইক

গ) না + বিক

ঘ) নৌ + ইক

উত্তরঃ ঘ) নৌ + ইক ৬০। পশু + অধম এর সঠিক সন্ধি কোনটি ?.

ক) পশ্বাধম খ) পশ্বাধাম

গ) পশুধম ঘ) পশাধম

উত্তরঃ খ) পশ্বাধাম

৬১। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ ?

ক) সংস্কার

খ) অতএব

গ) সংশয়

ঘ) মনোহর

উত্তরঃ ক) সংস্কার

৬২। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই ?

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) বাংলা সন্ধি

উত্তরঃ গ) বিসর্গ সন্ধি

৬৩। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) পৌ + অক = পবক

খ) রাজ্ + নী = রাজ্ঞী

গ) সৎ + চিন্তা = সচ্চিন্তা

ঘ) বৃহৎ + পতি = বৃহস্পতি

উত্তরঃ ঘ) বৃহৎ + পতি = বৃহস্পতি

৬৪। ‘নিস্কর’ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) নিষ্ + কর

খ) নিস্ + কর

গ) নিঃ + কর

ঘ) নীঃ + কর

উত্তরঃ গ) নিঃ + কর

৬৫। ‘দুর্যোগ’ এর সন্ধিবিচ্ছেদ কী ?

ক) দুহঃ + যোগ

খ) দুঃ + যোগ

গ) দুর + যোগ

ঘ) দুহ + যোগ

উত্তরঃ খ) দুঃ + যোগ

৬৬। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক) বাক্ + দান = বাকদান

খ) উৎ + ছেদ = উচ্ছেদ

গ) র্প + পর = পরস্পর

ঘ) সম + সার = সংসার

উত্তরঃ গ) র্প + পর = পরস্পর

৬৭। আ + ও = ঔ-এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি ?

ক) মহৌষধি

খ) মহৌষধ

গ) বনৌষধি

ঘ) পরমৌষধ

উত্তরঃ ক) মহৌষধি

৬৮। ‘বিদ্যালয়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) বিদ্য + আলয়

খ) বিদ্যা + অলয়

গ) বিদ + আলয়

ঘ) বিদ্যা + আলয়

উত্তরঃ ঘ) বিদ্যা + আলয়

৬৯। ‘সম + দর্শন’ এর সঠিক সন্ধি কোনটি ?

ক) সুন্দর

খ) সুদর্শন

গ) সন্দর্শন

ঘ) সৌন্দর্য

উত্তরঃ গ) সন্দর্শন

৭০। ত এর পরে ল থাকলে সন্ধিতে ত এবং ল মিলে কোনটি হয়?

ক) ড

খ) দ্ধ

গ) ল্ব

ঘ) ল্ল

উত্তরঃ ঘ) ল্ল

৭১। ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি কোনটি ?

ক) সন্ + চয়

খ) সম্ + চয়

গ) সঙ্ + চয়

ঘ) সং + চয়

উত্তরঃ খ) সম্ + চয়

৭২। ‘সদা’ + এব’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) সর্বদা

খ) সর্বত্র

গ) সদৈব

ঘ) সর্বৈব

উত্তরঃ গ) সদৈব

৭৩। ‘পর্যন্ত’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) পর্য + ন্ত

খ) পরি অন্ত

গ) পর্য + অন্ত

ঘ) প + যন্ত্র

উত্তরঃ খ) পরি অন্ত

৭৪। ‘বনস্পতি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) বনঃ + পতি

খ) বন + স্পতি

গ) বনস্ + পতি

ঘ) বন্ + পতি

উত্তরঃ ক) বনঃ + পতি

৭৫। উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?

ক) উপর্যুপরি

খ) উপর্যপরি

গ) উপরিউপার

ঘ) পুনরপি

উত্তরঃ ক) উপর্যুপরি

৭৬। ‘নাতজামাই’ শব্দটির সন্ধিবি”্ছদে হবে-

ক) নাতি+ জামাই

খ) নাতিন + জামাই

গ) নাজ + জামাই

ঘ) নাত + জামাই

উত্তরঃ ক) নাতি+ জামাই

৭৭। ‘রাজ্ঞী’ – এর সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি ?

ক) রাজ্ + নী

খ) রাগ + নী

গ) রাজন + নী

ঘ) রাজা + গি

উত্তরঃ ক) রাজ্ + নী

৭৮। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) গব + এষণা

খ) গো + এষণা

গ) গো- ষণা

ঘ) গ + বেষণা

উত্তরঃ খ) গো + এষণা।

৭৯। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তগর্ত ?

ক) ব্যঞ্জনসন্ধির

খ) স্বরধ্বনি

গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির

ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির

উত্তরঃ ক) ব্যঞ্জনসন্ধির

৮০। যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে সন্ধি বলে?

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

উত্তরঃ ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

৮১। ‘তদবধি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) তত + বধি

খ) তদ্ + অবধি

গ) তৎ + বধি

ঘ) অতীত

উত্তরঃ ঘ) অতীত

৮২। কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

ক) উদ্ধার

খ) পুরষ্কার

গ) সজ্জন

ঘ) অতীত

উত্তরঃ ঘ) অতীত ৮৩। ‘অ + ঈ = এ’ এ নিয়মের বাইরে কোনটি ?

ক) মহেশ

খ) রমেশ

গ) ঢাকেশ্বরী

ঘ) গণেশ

উত্তরঃ গ) ঢাকেশ্বরী

৮৪। ‘অহরহ’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) অহঃ + রহ

খ) অহঃ + অহ

গ) অহ ঃ + অহঃ

ঘ) অহ + রহ

উত্তরঃ খ) অহঃ + অহ

৮৫। মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি ?

ক) খাঁটি বাংলা ব্যঞ্জনসন্ধি

খ) খাঁটি বাংলা স্বরসন্ধি

গ) তৎসম স্বরসন্ধি

ঘ) তৎসম ব্যঞ্জনসন্ধি

উত্তরঃ খ) খাঁটি বাংলা স্বরসন্ধি

৮৬। আ + আ = আ হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?

ক) প্রাণাধিক

খ) কথামৃত

গ) রত্নাকার

ঘ) মহাশয়

উত্তরঃ ঘ) মহাশয়

৮৭। ‘‘সংবাদ’’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী ?

ক) সম্ + বাদ

খ) সঃ বাদ

গ) সং + বাদ

ঘ) সৎ + বাদ

উত্তরঃ ক) সম্ + বাদ

৮৮। ই+ ঈ= ঈএর উদাহরণ কোনটি ?

ক) পরীক্ষা

খ) অতীত

গ) সতীন্দ্র

ঘ) সতীশ

উত্তরঃ ক) পরীক্ষা

৮৯। ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?

ক) তনু + ঈ

খ) তনু + ই

গ) তন্বী + ঈ

ঘ) তনী + ব

উত্তরঃ ক) তনু + ঈ

৯০। উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জন ধ্বনি বসে?

ক) স

খ) ষ

গ) শ

ঘ) য

উত্তরঃ খ) ষ

৯১। কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

ক) উদ্ধার

খ) সংবাদ

গ) একাদশ

ঘ) লবণ

উত্তরঃ ঘ) লবণ

৯২। ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী ?

ক) শুভ + আচ্ছা

খ) শুভ ঃ+ এচ্ছা

গ) শুভ + ইচ্ছা

ঘ) শুভে + ইচ্ছা

উত্তরঃ গ) শুভ + ইচ্ছা

৯৩। অন্বেষণ’ শব্দটির কোন সন্ধি ?

ক) স্বরধ্বনি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

উত্তরঃ ক) স্বরধ্বনি

৯৪। কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ ?

ক) উন্নত

খ) কতেক

গ) শতেক

ঘ) নিন্দুক

উত্তরঃ ক) উন্নত

৯৫। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক) সংস্কার

খ) তস্কর

গ) সংস্কৃত

ঘ) তন্ময়

উত্তরঃ খ) তস্কর

৯৬। উপরি + উক্ত এর সঠিক সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

ক) উপর্যুক্ত

খ) উপরোক্ত

গ) উপরিউক্ত

ঘ) উপযুক্ত

উত্তরঃ ক) উপর্যুক্ত

৯৭। ‘লবণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ

ক) লো + অন

খ) লব + ণ

গ) লব + অন

ঘ) লো + বণ

উত্তরঃ ক) লো + অন

৯৮। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) অন্যান্য

খ) প্রত্যেক

গ) স্বল্প

ঘ) তন্বী

উত্তরঃ ক) অন্যান্য

৯৯। ‘ষষ্ঠ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) ষষ্ + থ

খ) ষষ্ + ট

গ) ষ্ট + থ

ঘ) ষষ্ + ঠ

উত্তরঃ ক) ষষ্ + থ

১০০। কোনটি বিশেষ নিয়মে সাধিথ সন্ধির উদাহরণ?

ক) সদানন্দ

খ) উত্থান

গ) অত্যাচার

ঘ) দিগন্ত

উত্তরঃ খ) উত্থান

১০১। বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি ?

ক) জনৈক

খ) নিন্দুক

গ) ঘোড়দৌড়

ঘ) ষড়ানন

উত্তরঃ গ) ঘোড়দৌড়

১০২। নিচের কোনটি বাংলা সন্ধি ?

ক) মিথ্যুক

খ) কথামৃত

গ) মহার্ঘ

ঘ) সদানন্দ

উত্তরঃ ক) মিথ্যুক

১০৩। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক) গোষ্পদ

খ) সংস্কৃত

গ) পরিষ্কার

ঘ) উত্থান

উত্তরঃ ক) গোষ্পদ

১০৪। ‘সুবন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) সুব + অন্ত

খ) সু + অন্ত

গ) সুপ্ + অন্ত

ঘ) সুপ + অন্ত

উত্তরঃ ক) গোষ্পদ

১০৫। সন্ধি কী ?

ক) পদের মিলন

খ) শব্দের মিলন

গ) ধ্বনির মিলন

ঘ) বাক্যের মিলন

উত্তরঃ গ) ধ্বনির মিলন

১০৬। ‘জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) জন + ঐক

খ) জন + নৈক

গ) জন + ঔক

ঘ) জন + এক

উত্তরঃ ঘ) জন + এক ১০৭। আ + আ = আ-এই সূত্রের প্রয়োগ ঘটেছে কোনটিতে ?

ক) সদানন্দ

খ) কথামৃত

গ) দেবালয়

ঘ) প্রাণাধিক

উত্তরঃ ক) সদানন্দ

১০৮। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) শাঁখ + আরি = শাঁখারি

খ) মহে + ঈশ = মহেশ

গ) অনু + ঈত = অন্বিত

ঘ) সম্ + তাপ = সন্তাপ

উত্তরঃ ঘ) সম্ + তাপ = সন্তাপ

১০৯। ত্ ও দ্ এর পর চ্ ও ছ্ থাকলে সন্ধিতে ত্ ও দ্ স্থলে কীহয় ?

ক) চ্ হয়

খ) জ্ হয়

গ) ছ্ হয়

ঘ) ল্ হয়

উত্তরঃ ক) চ্ হয়

শব্দ (উৎপওি অনুসারে) নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান- গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম-দশম ও এসএসসি
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম