সাধু ও চলিত রীতি/রুপ


সাধু ও চলিত রীতি/রুপ

সাধু ও চলিত রীতির মধ্যে গঠনগত কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন- ১। বিশেষ্য পদের সাধু ও চলিত রূপঃ 
সাধু রুপ/চলিত রুপ সাধু রুপ/চলিত রুপ

প্রভাত = ভোর

দ্বিপ্রহর = দুপুর

স্বর্ণ = সোনা

বৃক্ষ = গাছ

ছত্র = ছাতা

হস্ত = হাত

পত্র = পাতা

দধি = দই

মস্তক = মাথা

তুলা = তুলো

জুতা = জুতো

অগ্নি = আগুন

দন্ত = দাঁত

মৎস্য = মাছ

মুলা = মুলো

ক্ষুধা = খিদে

তারকা = তারা

লম্ফ = লাফ

জ্যোৎস্না -- জোছনা

রাত্রি -- রাত

নৌকা --নৌকো

কাস্তে -- কাঁচি

মৃত্তিকা -- মাটি

চন্দ্র -- চাঁদ

ক্ষেত -- খেত

মাতা -- মা

কুলা -- কুলো

কর্ণ -- কান

ব্যাঘ্র -- বাঘ

হস্তী -- হাতি

ইচ্ছা -- ইচ্ছে

পক্ষী -- পাখি

বৈকাল -- বিকেল

কর্ম -- কাজ

বৎসর -- বছর

মনুষ্য -- মানুষ


২। বিশেষণ পদের সাধু ও চলিত রূপঃ 


সাধু রুপ/চলিত রুপ সাধু রুপ/চলিত রুপ

শুষ্ক/শুকনা ------------ শুকনো

বন্য ---------------বুনো 

অধিক ----------- বেশি

অবিলম্বে ------- শিগগির

সম্পন্ন ------------- শেষ

মাতৃহীন ----------- মা-হারা

বৃদ্ধ ----------- বুড়ো

মাঠুয়া ----------- মেঠো

নূতন -------------- নতুন

সাতাইশ -------------- সাতাশ

অপেক্ষা -------------- চেয়ে

সম্প্রতি ----------- আজকাল

বাম ------------ বাঁ

অদ্য --------------- আজ

অপরিচিত ---------------- অচেনা

অবিচ্ছিন্ন -------------- একটানা

এরূপ ---------------- এমন

হলুদ ---------------- হলদে

অতি ------------ খুব

শুভ্র ---------------- সাদা

নিকটে ------------ কাছে


৩। ক্রিয়াপদের সাধু ও চলিত রূপঃ


সাধু রুপ/চলিত রুপ সাধু রুপ/চলিত রুপ
করিয়া - করে

ভাঙিয়া যাইতে লাগিল - ভেঙে যেতে লাগল

ফুটিয়া রহিয়াছে - ফুটে রয়েছে

করিয়াছে - করেছে

খাইতেছে - খাচ্ছিল

ঘুমাইতেছে - ঘুমাচ্ছে

করিবার - করার/করবার

পাইয়াছিলেন - পেয়েছিলেন

হইলেন - হলেন

আসিয়া - এসে

হইল - হল/ হলো

দেখিয়া - দেখে

করিলেন - করলেন

দেন নাই - দেননি

পার হইয়া - পেরিয়া

 পড়িল - পড়ল

চাহিয়া - চেয়ে

ডাকিতেছে - ডাকছে

বলিয়াছিলেন - বলেছিলেন

শুনিয়াছিল - শুনেছিল

গিয়াছিল - গিয়েছিল

চলিল - চলল

জ্বালাইয়া ----  জেলে

পড়িব - পড়ব

শুনিল - শুনব

লাগিয়া - লেগে

লইয়াছে - নিয়েছে

সহিব - সইব

হইতেছে - হচ্ছে

যাইয়া - গিয়ে

উঠিয়া - উঠে

আসিতেছে - আসছে

চিনা - চেনা

খাইয়া - খেয়ে

হইলে - হলে

পড়িল - পড়ল

ক্ষিপ্ত হইয়া উঠিল - ক্ষেপে উঠল

অগ্রসর হইলাম - এগিয়ে গেলাম

বলিয়া - বলে


৪। সর্বনাম পদের সাধু ও চতি রূপঃ


সাধু রুপ/চলিত রুপ

তাঁহারা / উঁহারা  = তাঁরা / ওঁরা

তাহাকে / উহাকে  = তাকে / ওকে

তাহার / তাঁহার = তার / তাঁর

এই =  এ

ইহাকে = একে

উহা  = ও

কাহাকে = কাকে

তাহা = তা

যাহা = যা

ইহা = এ

ইহাদের = এদের

উহাদিগকে = ওদের

কেহ = কেউ

যাহাদের = যাদের

৫। অব্যয় পদের সাধু ও চলিত রূপঃ
সাধু রুপ/চলিত রুপ

পূর্বেই =  আগেই

সহিত  = সঙ্গে / সাথে

কাদাচ = কখনো

নতুবা = নইলে

তদুপরি = তার উপর

অথচ কিন্তু, = তবুও

নচেৎ = নইলে

তথাপি = তবুও

ধ্বনি ও বর্ণ প্রকরণ , বাংলা ব্যাকরণ (গুরুত্বপূর্ণ আলোচনা)
Previus
বাংলা ব্যাকরণ-প্রাথমিক আলোচনা
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম