সারমর্মঃ সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে..............মুদবো নয়ন শেষে।
সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে..............মুদবো নয়ন শেষে।
সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জনিনে তোর ধন রতন আছে কি না রানির মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানিনে ফুল, গন্ধ এমন করে আকুল, কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। ঐ আলোতেই নয়ন রেখে মুদবো নয়ন শেষে।
সারমর্মঃ ধনরত্ন পূর্ণ না থাকলেও মাতৃভূমি তার প্রতিটি মানুষের কাছেই প্রিয়। স্বদেশ তাকে বিভিন্ন ভাবে পূর্ণতা দান করে। তাই মাতৃভূমিতে মৃত্যুবরণ প্রতিটি মানুষেরই কাম্য।
Previus
Next
Share This Post