সারাংশঃ অপরের জন্য তুমি প্রাণ দাও,আমি তা বলতে চাই নে ................. গৌরববোধ করেন।
অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাই নে ................. গৌরববোধ করেন।
অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাই নে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরের একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটু খানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটি দিকে একটু করুণ চাহনি নিক্ষেপ কর, তাহলেই অনেক হবে। চরিত্রবান, মানবতাসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশী অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন।
সারাংশঃ প্রাণ দিয়ে নয় ক্ষুদ্র ক্ষুদ্র কাজ , ভালোবাস ও সহযোগিতা মাধ্যমে মানুষের উপকার করা যায়: দূর করা যায় মানুষের জীবনের অসহায়ত্ব । একজন চরিত্র বান ও মহৎ হৃদয়ের অধিকারী পরোপকারের মাঝেই জীবনের সার্থকতা খুঁজে পান।
Previus
Next
Share This Post