সারাংশঃ খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়...............প্রকাশ ঘটে।
খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়...............প্রকাশ ঘটে।
খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ছোট ছোট কাজের ভেতরে দিয়ে ও কোনো ব্যক্তির চরিত্রের পরিচয় ফুটে উঠে। বস্তুত মর্যাদাপূর্ণভাবে ও সুচারুরূপে সম্পন্ন ছোট ছোট কাজেই মানবচরিত্রের পরিচয় ফুটে ওঠে। অন্যের প্রতি আমাদের ব্যবহার কিরুপ তাই হচ্ছে আমাদের চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরীক্ষা। বড়, ছোট ও সমবয়স্কদের প্রতি শোভন ব্যবহার করার মাধ্যমে আনন্দের ও প্রকাশ ঘটে।
সারাংশঃ ছোট ছোট কাজ বা ছোট ছোট আচরণের মধ্য দিয়ে মানুষের স্বভাব, প্রকৃতি বা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠে। তাই আমাদের প্রত্যেকের শোভনীয় আচরণ করা বাঞ্ছনীয়।
Previus
Next
Share This Post