সারাংশঃ শ্রমকে শ্র্দ্ধার সঙ্গে গ্রহন কর .............................সাধিত হয় সংসারে কর্মক্ষেত্রে ।


শ্রমকে শ্র্দ্ধার সঙ্গে গ্রহন কর .........................সাধিত হয় সংসারে কর্মক্ষেত্রে ।

শ্রমকে শ্র্দ্ধার সঙ্গে গ্রহন কর। কালি ধুলোর মাঝে রৌদ্রে বৃষ্টিতে কাজে ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়ার পাখার তলে থাকবার কোনো দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভিতর কুবুদ্ধি, কুমতলব মানবচিত্রে বাসা বাঁধাতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে স্বাথ্যে শক্তি, আনন্দ, স্ফ’তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ । তখন কৃত্রিম আয়োজনে করে আনন্দ করবার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিত সাধন হয় না। মানব সমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তার , কারখানায়, মানুষকে সঙ্গে ব্যবহার মানুষ নিজেকে পূর্ণ করে। চিন্তার ও পুস্তক মানব মনের পাঁপড়ি খুুলে দেয় মাত্র। বাকি কাজ সাধিত হয় সংসারে কর্মক্ষেত্রে ।

সারাংশঃ  কর্মের মাঝেই জীবনের সার্থকতা নিহিত। কাজে আছে কল্যাণে প্রচেষ্ঠা, কাজে আছে আনন্দ এবং জীবনের সাফল্য । চিন্তার নয়, কাজের মাধ্যমেই মানব কল্যাণেই সুযোগ আসে। কাজের সময় বিচিত্র মানুষের সান্নিধ্য জীবনে পরিপূর্ণতা এনে দেয়।

সারাংশঃ আজকের দুনিয়াটা আর্শ্চযভাবে.......................................সিড়িঁটা না খুঁজলেই নয়
Previus
সারাংশঃ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ................... প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম