সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র
সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র
বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, ঢাকা-১২১৫। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নিম্ন লিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ
নিরাপদ সড়ক চাই
সড়ক দুর্ঘটনা বর্তমান আমাদের দেশের একটি জাতীয় সমস্যা। দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা মুহুর্তেই মধ্যে ছিনিয়ে নিচ্ছে মানুষের অমূল্য জীবন, ভেঙে দিচ্ছে তাদের সজানো সংসার। প্রতিনিয়ত সংঘটিত দুর্ঘটনা মানুষকে শঙ্কিত করে তুলছে। তাই আজ সর্বমহল থেকে দাবি উঠেছে, ‘নিরাপদ সড়ক চাই’। আমিও এ দাবি সমর্থন করে সড়ক দুর্ঘটনা কিছু কারণ উল্লেখের পাশাপাশি তা রোধের ব্যাপারে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে অদক্ষ অযোগ্য ও লাইসেন্সবিহীন চালকের কারণে। তাই লাইসেন্স প্রদানের পূর্বে চালকের দক্ষতা ও যোগ্যতা ভালোভাবে যাচাই -বাছাই করতে হবে। লাইসেন্সবিহীন কেউ যেন গাড়ি চালাতে না পারে। সে দিকে লক্ষ রাখতে হবে। ত্রুটিপূর্ণ যানবাহন প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। তাই গাড়ি রাস্তায় বের করা পূর্বে যান্ত্রিক কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। প্রতিটি গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তাও দেখতে হবে। ট্রাফিক আইন ভঙ্গের কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তাই এ আইনের প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে, সেজন্য একে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে হবে। ওভারটেকিংয়ের কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তাই বিধিবহির্ভূত ওভারটেকিংয়ের অসম অনেকংশে দায়ী। অতিরিক্ত মাল ও যাত্রী বহন কঠোর আইন প্রণয়নের মাধ্যমে বন্ধ করতে হবে। প্রস্তাবিত সুপারিশগুলোর আশু বাস্তবয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের সুদৃর্ষ্টি কামনা করছি। নিবেদক গাজী শরীফ রামগঞ্জ, লক্ষ্মীপুর।
Previus
Next
Share This Post