ভাবসম্প্রসারণ “আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। “
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
মূলভাবঃ আত্মশক্তি মানষের একটি মহৎ গুণ। এর অভাবে মানুষ পরনির্ভরশীল হয়ে পড়ে। আর শিক্ষা মানুষকে আত্ম শক্তিতে বলীয়ান করে তোলে। সম্প্রসারিত ভাবঃ আত্মশক্তি মানুষের মহৎ গুণগুলোর মধ্যে অন্যতম। আত্মশক্তির বলে বলীয়ান মানুষ নিজের শক্তির ওপর নির্ভরশীল হয়ে স্বধীনভঅবে মাতামত প্রকাশ করতে ও কাজকর্ম করতে পারে। আত্মশক্তি না থাকলে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তখন সামান্য কাজেও তাকে অন্যের সাহায্যো জন্য অপেক্ষা করতে হয়। সব কিছুতেই তাদের যেন সংশয় কাজ করে। অন্যদিকে শিক্ষার আলোয় আলোকিত ব্যাক্তিদের দৃষ্টি বহুদূর প্রসারিত থাকে। তাদেরকে জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পরমুখাপেক্ষী হতে হয় না। নিজের শক্তিকেই তারা সবচেয়ে বড় হাতিয়ার মনে করে। আর এ সব কিছুই সম্ভব প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মশক্তি অর্জনের মাধ্যমে। কিন্তু এ আত্মশক্তি মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় বিরাজ করে। তাকে সঠিকভাবে সঠিক সময়ে আবিষ্কার করে নিতে হয়। যারা উপযুক্ত শিক্ষা অর্জন করে , তারা তা পারে। আর যারা মূর্খ তারা তার সন্ধান পায় না। পানির্ভরশী ল না হয়ে স্বাধীনভাবে কাজ করার জন্য মানুষ শিক্ষা অর্জন করে থাকে। শিক্ষা তাকে কাজের যোগ্য করে তোলে এবং যোগ্যতা থাকলে সে দৃঢ় মনেবলের অধিকারী হয়। হাদিসে আছে, যে শিক্ষা গ্রহন করে তার মৃত্যু নেই। মন্তব্যঃ শিক্ষা মানুষকে যে কোনো ভালো ও সৎকর্মের যোগ্য করে তোলে। এর জন্য সর্বাগ্রে যে জিনিসটি প্রয়োজন তা হলো দৃঢ় মনোবল আর সুকঠিন একাগ্রতা।
Previus
Next
Share This Post