অনুচ্ছেদ “আমাদের জাতীয় পতাকা”


আমাদের জাতীয় পতাকা

জাতীয় পতাকা একটি দেশের প্রতীক। বিশ্বের প্রতিটি দেশের একটি নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। এটি দেশভেদে ভিন্ন হয়। একটি দেশের জাতীয় পতাকা দেখে ঐ দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমাদের বাংলাদেশিদেরও একটি জাতীয় পতাকা রয়েছে। আমাদের এ জাতীয় পতাকা ১৯৭০ সালে প্রথম অঙ্কন করেছিলেন বুয়েটের ছাত্র শিব নারায়ণ। তাঁর অঙ্কিত জাতীয় পতাকায় সবুজ জমিনের আয়তক্ষেত্রের মধ্যে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত ছিল। তৎকালীন ছাত্র নেতাদের উদ্যোগে অঙ্কিত এ পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের ২ মার্চ পল্টন ময়দানে। তবে বর্তমানে প্রচলিত জাতীয় পতাকার ডিজাইনার হলেন চারুশিল্পী পটুয়া কামরুল হাসান। তাঁর ডিজাইনকৃত পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ১০ঃ৬ । মাঝখানে একটি লাল বৃত্তসহ আমাদের জাতীয় পতাকার রং সবুজ। আমাদের জাতীয় পতাকার সবুজ পটভুমি আমাদের মনোমগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকে নির্দেশ করে। আর পতাকার লাল বৃত্ত আমাদের জাতীয় বীরদের পতাকা বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীকে এ বার্তা পৌঁছে দেয় যে, এক সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা এ পাতাকা অর্জন করেছি। আমরা প্রতিটি বাংলাদেশি আমাদের এ জাতীয় পতাকাকে খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি। আমরা এটির জন্য গর্বিত। আমরা জীবন দিয়ে হলেও এ পতাকার মান ও মর্যাদা অক্ষুন্ন রাখব।

অনুচ্ছেদ “একটি বর্ষণমুখর দিন”
Previus
অনুচ্ছেদ “অতিথি পাখি”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম