অনুচ্ছেদ “আমার দৈনন্দিন কর্মসূচি (রুটিন)”


আমার দৈনন্দিন কর্মসূচি (রুটিন)

প্রতিটি মানুষকেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে প্রত্যহ একটি নির্দিষ্ট কর্মসূচি মেনে চলতে হয়। অর্থাৎ তার দৈনন্দিন কর্মসূটি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, যা তাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। আমিও একটি দৈনন্দিন কর্মসূচি মেনে চলি। আমি প্রতিদিন সকাল ৬টায় বিছানা থেকে উঠে পড়ি। সকাল ৭টায় আমি নাস্তা খাই। তারপর আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। আমি সকাল ৮.৩০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুলে থাকি। বাড়ি ফিরে আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। তারপর আমি কিছু হালকা খাবার খাই এবং খেলাধুলা করার জন্য বাইরে বেরিয়ে যাই। এটি আমার অবসর সময়। আমি ৫টা বাজার পূর্বেই বাড়ি ফিরে আসি। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি আমার বিজ্ঞান বা গণিত শিক্ষকের কাছে পড়াশোনা করি। ৬.১৫টা থেকে ৭.১৫টা পর্যন্ত আমি ইংরেজি বা বাংলা শিক্ষকের কাছে পড়াশোনা করি। আমি বাড়ির কাজের জন্য এক ঘন্টা সময় হাতে রাখি। রাত ৮.৩০টায় আমি আমার রাতের খাবার খাই। আমি রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত টিভি দেখি। রাত ১০.৩০টায় আমি বিছানায় যাই। অবশ্য শুক্রবার ছুটির দিন হওয়ায় আমার রুটিনের কিছুটা পরিবর্তন হয়। এ দিন নিজে নিজে আমার স্কুলের বিষয়গুলো পড়ি। প্রায়ই আমি আমার বাবা-মায়ের সাথে আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাই। আর প্রতিদিন আমি সময়মতো নামাজ আদায় করি। এভাবে আমি আমার দৈনন্দিন কর্মসূচি মেনে চলি, যা আমাকে সমনিষ্ঠ ও কর্মঠ রাখে।

অনুচ্ছেদ “আমার শৈশবকাল”
Previus
অনুচ্ছেদ “প্রত্যুষে উঠা/ সকালে ঘুম থেকে উঠা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম