অনুচ্ছেদ “একজন রিকশাচালক”
একজন রিকশাচালক
রিকশাচালক হলো একজন গরিব দিনমজুর, যে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমাদের দেশে সে একজন পরিচিত ব্যক্তি। সাধারণত সে বস্তি এলাকায় বাস করে। সে ভাড়ার বিনিময়ে একস্থানে রিকশাযোগে যাত্রী ও মালামাল বহন করে। খুব কম রিকশাচালকেরই নিজস্ব রিকশা রয়েছে। সাধারণত একজন রিকশাচালক দৈনিক ভিত্তিতে মালিকের কাছ থেকে রিকশা ভাড়া করে থাকে। সে ভোরে রিকশা নিয়ে রাস্তায় বের হয় এবং গভীর রাত পর্যন্ত কাজ করে। সাধারণত সে শান্ত প্রকৃতির মানুষ। তাকে ভালো-মন্দ সব আবহাওয়ার কাজ করতে হয। মাঝে মাঝে সে ক্লান্তিবোধ করে কিন্তু বিশ্রাম নিতে পারে না। একজন রিকশাচালক দিনে মাত্র ৩০০-৪০০ টাকা উপার্জন করে থাকে। মাঝেমধ্যে তা ২০০ টাকার নিচেও নেমে আসে। তখন পরিবারের ভরণপোষণ করা তার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সে দিন এনে দিন খায়। সে তার পরিবারকে যথাযথভাবে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা দিতে পারে না। এমনকি মাঝে মাঝে তাদের উপোস থাকতে হয়। এসব বিরুপ অবস্থা সত্ত্বেও নিজের ঘামের বিনিময়ে অর্জিত সৎ আয়ের দ্বারা জীবন নির্বাহ করে বলে সে গর্ববোধ করে। মানুষকে ন্যূনতম মূল্যে সেবাদান করে সে অত্যন্ত আনন্দ পায়। কেউ কেউ অনেকসময় রিকশাচালকের সাথে রূঢ় ব্যবহার করে, যা মোটেও উচিত নয়। মনে রাখতে হবে, তারা আমাদের প্রকৃত সেবা করে থাকে। তাই তাদের সাথে সদয় আচরণ করতে হবে। সত্যিকার অর্থেই তার সেবা অত্যন্ত মহৎ। সে সকলের বন্ধু।
Share This Post