অনুচ্ছেদ “মোবাইল ফোন”
মোবাইল ফোন
মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার । মার্কিন বিজ্ঞানী মার্টিন কুপার ১৯৭০ সালে সর্বপ্রথম এ য›ত্রটি আবিষ্কার করেন। এটি সেলফোন, সেলুলার ফোন, মুঠোফোন ইত্যাদি নামে পরিচিত। এটি আকারে ছোট এবং সহজে পকেটে বহন করা যায়। মোবইল ফোন হচ্ছে ল্যান্ড ফোনের উন্নত সংস্করণ। বর্তমানে ল্যান্ড ফোনের জায়গা দখল করে নিয়েছে এটি। ল্যান্ড ফোন একটি নির্দিষ্ট জায়গায় স্থির রাখতে হয়। অন্যদিকে আকারে ক্ষুদ্র ও সহজেই বহনযোগ্য মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কেউ একস্থান থেকে অন্যস্থানে কল দিতে ও গ্রহণ করতে পারে। পূর্বে কেবল অল্পসংখ্যক মানুষ মোবাইল ফোন ব্যবহার করত। কারণ এটির দাম ছিল বেশি। তবে এখন এর দাম অনেক কমেছে। বর্তমানে সকল শ্রেণীর মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এটি যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করেছে। বর্তমান সময়ের অত্যাধুনিক মোবাইল ফোনগুলো স্মার্ট ফোন নামে পরিচিত। এগুলোর সাহায্যে কথা বলার পাশাপাশি গান শোনা, ছবি তোলা , তথ্য সংরক্ষণ, হিসাব-নিকাশ ইত্যাদি কাজ করা যায়। এ ছাড়া বিশ্বের প্রতিটি দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তি চালু হয়। বর্তমানে দেশের ৯৭% এলাকা মোবাইল ফোন নেটওয়ার্কের আওতাধীন । সর্বোপরি, তথ্য-প্রযুক্তির এ যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের দৈনন্দিক জীবন কল্পনা করা যায় না।
Share This Post