অনুচ্ছেদ “ধূমপান এবং এর কুপ্রভাবসমূহ”
ধূমপান এবং এর কুপ্রভাবসমূহ
ধূমপান একটি কুঅভ্যাস। লোকজন সিগারেটের মাধমেই ধূমটান করে থাকে। এ ছাড়াও কিছু লোক ধুমপানের উদ্দেশ্যে চুরুট , বিড়ি , পাইপ বা নল ইত্যাদি ব্যবহার করে। সাধারণত মানুষ কৌতূহলের বশবর্তী হয়ে বন্ধুদের অথবা সহকর্মীদের সাথে ধূমপানস শুরু করে। কিন্তু পরবর্তীতে তারা এতে প্রচন্ড আসক্ত হয়ে পড়ে। দেহের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, পরিবেশের প্রতি এবং অর্থনীতির প্রতি ধূমপানের অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। প্রতিটি সিগারেটেই নিকোিিটন নামক ক্ষতিকর পদার্থ রয়েছে। নিকোটিনে রয়েছে হাজার হাজার বিষাক্ত রাসায়নিক দ্রব্য। যখন একজন ধূমপায়ঢ শ্বাস গ্রহণ করে তখন এসব ক্ষতিকর যৌতিক মিশ্রণ সে তার দেহের ভিতর টেনে নেয়, যা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে। ফুসফুসের ক্যান্সার, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ ইত্যাদির মতো অনেক ক্ষতিকর রোগের কারণ এই ধূমপান। শ্বাস-প্রশ্বাসজনিত বিভিন্ন রোগও এই ধূমপানের কারনেই হয়ে থাকে। ধূমপায়ীরই ক্ষতি করে না বরং তার চারপাশের লোকদেরও ক্ষতি করে থাকে। আর এ সকল ক্ষতিকর দিক চিন্তা করে প্রত্যেক ধূমপায়ীর উচিত ধূমপানের বদ-অভ্যাস ত্যাগ করা। সরকারের উচিত প্রকাশ্যে ধূমপান এবং যে কোনো প্রকার তামাকের র্ববহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ সুনিশ্চিত করা।
Share This Post