অনুচ্ছেদ “প্রাকৃতিক দুর্যোগ”
প্রাকৃতিক দুর্যোগ
প্রাকৃতিক দুর্যোগ হলো এমন ঘটনা, যা সমগ্র পরিবশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিছড়. জলোচ্ছ্বাস, অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, খরার মতো কিছু সাধারণ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের হানা দেয়। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে অনেক ক্ষতি সাধিত হয়। এর ফলে অনেক লোক মারা যায়, অনেকে নিঃস্ব হয়ে যায় এবং অনেকে গৃহহীন হয়ে পড়ে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গবাদি পশু মারা যায়, অনেক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে যায় এবং অনেক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং যোগযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগই মানুষের অবর্ণনীয় দুঃখকষ্ট ডেকে আনে। মূলত প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা অসহায়। দুর্যোগ-পরবর্তী দিনগুলো খুবই দুর্বিষহ। আক্রান্ত এলাকায় দুর্ভিক্ষ বিস্তার লাভ করে। কলেরা, আমাশয়ের মতো অনেক পানিবাহিত রোগ মহামারে আকারে ছাড়িয়ে পড়ে। খাবার পানির অভাব দেখা দেয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকে। আমরা প্রাকৃতিক দুর্যোগ থামাতে পারব না, তবে আমরা দুর্গতদের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমরা জনগণের মধ্যে সচেতনতা জগিয়ে তুলতে পারি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষা করার জর্ন তাদেরকে প্রশিণ দিতে পারি। এভাবে প্রাকৃতিক দুর্যোগকে এড়ানো না গেলেও প্রতিহত করা সম্ভব হবে এবং ক্ষতির পরিমাণও অনেকাংশে হ্র্াস করা যাবে।
Share This Post