অনুচ্ছেদ “বইমেলা”
বইমেলা
বইমেলা হচ্ছে একটি আকর্ষনীয় মেলা, যেখানে বিভিন্ন ধরণের বই প্রদর্শিত ও বিক্রি হয়। বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে প্রতিবছর বিভিন্ন স্থানে অনেক বইমেলার আয়োজন করা হয়। আমাদের দেশে যে দুটি প্রধান বইমেলা অনুষ্ঠিত হয় সেগুলো হলো- অমর একুশে গ্রন্থমেলা এবং ঢাকা আন্তর্জাতিক বই মেলা। এ ছাড়া নববর্ষের দিনসহ অন্যান্য দিবস উপলক্ষেও দেশব্যাপি ছোটখাটো অনেক বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বইমেলা অনুষ্ঠানে প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা । বইমেলা অনেক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে । বইমেলায় শত শত প্রকাশক এবং বই ব্যবসায়ী অংশগ্রহণ করে । দোকানগুলোতে সুন্দরভাবে বই সাজানো হয়। বিভিন্ন ধরণের বই এখানে বিক্রি হয়। বইমেলায় প্রচুর বইপ্রেমী নারী-পুরুষ সমবেত হয়। নতুন লেখকরা তাদের নতুন বইয়ের উপর আলোচনা সভার আয়োজন করেন। এরূপ মেলায় সেমিনার এবং সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয় বইমেলায় গান, আবৃত্তির ক্যাসেট, ভিউকার্ড, ক্যালেন্ডার , পোস্টার ইত্যাদিসহ অন্যান্য সামগ্রীও বিক্রি করা হয। তাই সেখানেই বইমেলার আয়োজন করা হয় বইপ্রেমীরা সেখানে ছুটে যায়। এটি আমাদের চিন্তাভাবনাকে উন্নত করে এবং জ্ঞানের সীমাকে বিস্তৃত করে। বস্তুত বইমেলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে , বই আমাদের সর্বোত্তম বন্ধু। আমরা এই সর্বোত্তম বন্ধুদের বইমেলা থেকে স্বল্প দামে সংগ্রহ করা সুযোগ পাই।
Share This Post