অনুচ্ছেদ “বই পড়া ”
বই পড়া
বই হলো জ্ঞানের আধার। বই মানেই জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার প্রতিচ্ছবি। মানবজীবনের চিন্তা-চেতনার বাস্তব প্রতিফলন কালিন অক্ষরে মুদ্রিত হয় বইয়ের পাতায়। তাই বই মানুষের চিরন্তর বিশ্বস্ত সঙ্গী। বই মানুষের জীবনকে করে তোলে আধুনিক ও বিজ্ঞানমনস্ক। মানুষের অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে বই পড়া। মানুষ তাদের বিচিত্র মুহুর্তেই পরিচিত হতে পারি সেই জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে। আর যুগে যুগে আবির্ভূত মহামানব ও মনীষীদের স্বপ্ন ও আদর্শের কথা জানতে পারি।
তাঁদের পথ অনুসরণ করে নিজের মধ্যে শুভ্র চেতনার উন্মেষ ঘাটাতে পারি। সেই সাথে তৈরি করে নিতে পারি আমাদের ভবিষ্যৎ চলার পথ। বই পড়ার অভ্যাস মানুষকে যথার্থ শিক্ষিত করে তোলে। কারণ সুশিক্ষিত হতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষাই যথেষ্ট নয়। এর জন্য মনের প্রসার ঘটানো চাই। আর একমাত্র বই পড়ার মাধ্যমেই তা অর্জন সম্ভব। তা ছাড়া একটি ভালো বই মানুষের নিঃসঙ্গতা ঘোচনোর এবং নির্মল আনন্দলাভের শ্রেষ্ঠ উপায়। একটি মানবসম্মত বই আমাদের আলোর পথ দেখাতে পারে, দূর করতে পারে আমাদের অজ্ঞতার অন্ধকার। তদুপরি, বই পড়ার মাধ্যমেই বিকাশ ঘটে সভ্যতা ও সংস্কৃতির । বই মানুষকে সৃষ্টিশীল ও আনন্দপ্রিয় করে তোলে। উন্নতি জাতি গঠনে তাই বই পড়ার বিকল্প নেই।
Share This Post