অনুচ্ছেদ “যানজট সমস্যা”


যানজট সমস্যা

যদি কোনো কারনে বেশ কিছু যানবাহন রাস্তায় প্রায় অচল অবস্থায় পড়ে থাকে, তখন এটিকে যানজট বলে। আমাদের দেশের বগড় বড় শহরে এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। সাধারণত এটি শহরের ব্যস্ততম এলাকায় সংঘটিত হয়ে থাকে। নগর জীবনের নাগরিক সম্যাগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতিদিন শহরের জনগণকে এই অসহনীয় সমস্যার সম্মুখীন হতে হয়। জনসংখ্যার ঘনত্ব যানজটের প্রধান কারণ। বাস,ট্রাক, অটোরিকশা, রিকশা প্রভৃতির সংখ্যার বিপুল বৃদ্ধিই এর জন্য দায়ী। এ ছাড়াও আমাদের দেশের যান চলাচল ব্যবস্থা ততটা উন্নত নয়। যানবহনের চালকেরা তাদের ইচ্ছামতো যানবাহন চালাতে চায়। অবৈধভাবে যত্রতত্র যানবাহন পার্কিং করাও যানজটের জন্য দায়ী। এটি যাত্রী ও পথচারী উভয়ের জন্যই অবর্ণনীয় দুঃখ- কষ্ট বয়ে আনে। এটি আমাদের মূল্যবান সময় নষ্ট করে এবং আমাদের কাজের ব্যাঘাত ঘটে। গবেষণায় দেখা দেছে, যানজটের ফলে গড়ে প্রতিদিন আমাদের যে পরিমাণ কর্মঘন্টা ন®ট হয়, তার আর্থিক মূল্য প্রায় শক কোটি টাকা। কিছু কার্যকর পদক্ষেপ গ্রহন করে এ সমস্যা সমাধান করা সম্ভব। ট্রাফিক আইন কঠোর ভাবে প্রয়োগ করতে হবে। চলাচলের অনুপযোগী গাড়ি রাস্তায় চলাচল নিষিদ্ধ করতে হবে। প্রাইভেট কারের উপর অধিক শুষ্ক আরোপ করে এ সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে। পাবলিক পরিবহন যেমন- বাসের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। সুপরিকল্পিতভাবে প্রশস্ত রাস্তা নের্মাণ করতে হবে। গাড়িচালকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এর জন্য গণসচেতনতাও প্রয়োজন।

অনুচ্ছেদ “অতিথি পাখি”
Previus
অনুচ্ছেদ “বই পড়া ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম