অনুচ্ছেদ “বাংলাদেশের জনসংখ্যা সমস্যা”
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র এবং জনাকীর্ণ দেশ। প্রতিবছর আমাদের জনসংখ্যার সাথে ২২ লাখেরও অধিক লোক যোগ হচ্ছে। জনসংখ্যার এই অতিরিক্ত বৃদ্ধি জনসংখ্যা বিস্ফোরণে পরিণত হয়েছে। বাংলাদেশে ভূমির পরিমাণ এত কম যে, সে তার বিশাল জনসংখ্যার ভার বাইতে পারছে না। এদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। জনসংখ্যা বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা একটি দেশের মূল সম্পদ। কিন্তু আমাদের বিপুল মানবসম্পদ থাকা সত্ত্বেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে আমরা এ সম্পদের যথাযথ ব্যবহার করতে পারছি না। বাংলাদেশে উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের প্রধান কারণ গুলো হচ্ছে অজ্ঞতা, কুসংস্কার, বাল্যবিবাহ এবং নারীশিক্ষার অভাব। অতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন ধরণের সমস্যা ঘটায় যেমন- খাদ্য সমস্যা, যোগাযোগ সমস্যা ইত্যাদি। সুতরাং এ মৌলিক সমস্যার ব্যাপারে আমাদের মাথা ঘামানো উচিত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সাংঘাতিক ফলাফল আমাদের অনুধাবন করতে হবে। প্রতিটি পরিবারের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে এবং বাল্যবিবাহ বন্ধে কার্যকরী আইন প্রণয়ণ করতে হবে। নবদম্পতিকে দুটির বেশি সন্তান জন্মদানে নিরুৎসাহিত করতে হবে। আমাদের নারীদেরকেও শিক্ষিত করে তোলা উচিত। রেডিও, টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে উচ্চ জন্মহারের কুফল সম্পর্কে ব্যাপক প্রচারণার ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। অন্যথায় সমগ্র জাতি অন্ধকারে বৃথা পথ সাাঁতারে বেড়াবে।
Share This Post