অনুচ্ছেদ “বিদ্যালয়ে আমার প্রথম দিন”


বিদ্যালয়ে আমার প্রথম দিন

আমার স্কুলজীবনের প্রথম দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমি তখন ছয় বছরের বালক। আমার বাব-মা আমাকে মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা শহরে এটি একটি স্বনামধন্য স্কুল। স্কুলে ভর্তি হয়ে পড়াশুনা করব, তাই আমি খুব উত্তেজনা অনুভব করছিলাম। একটি সুন্দর সকালে আমার মা আমাকে ¯কুলের জন্য প্রস্তুত করলেন। তিনি আমাকে আমার সবচেয়ে ভালো জামাটি পরিয়ে দেন। স্কুলের উদ্দেশে রওয়ানা হওয়ার পূর্বে আমি নতুন স্থান ও নতুন মানুষগুলোর কথা ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। স্কুলের আমাদের বাসা থেকে ছিল সামান্য দূরে। আমি আমার বাবার হাত ধরে হেঁটে গিয়েছিলাম। কয়েক মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছে যাই। আামার বাবা আমাকে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি আমাকে কিছু প্রশ্ন করেন এবং আমার উত্তর শুনে খুব খুশি হন। এরপর আমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। একজন শিক্ষক আমাকে শ্রেণিকক্ষে নিয়ে যান এবং আমার সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দেন। এতগুলো নতুন মুখ দেখে আমি প্রথমে কিছুটা ঘাবড়ে যাই। তবে শ্রেণীকক্ষের সবাই খুব বন্ধুভাবাপন্ন ছিল। তাই দ্রুতই আমার ভয় কেটে যায়। প্রথম দিনেই কয়েকজন সহপাঠীর সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। স্কুলের গেটে বাবা আমার জন্য ততক্ষণ অপেক্ষা করছিলেন। ছুটির ঘন্টা বাজতেই আমি খুশিমনে বের হয়ে তার কাছে চলে যাই্ বাড়ি ফিরলে মা আমাকে বুকে জড়িয়ে ধরেন। স্কুলের এ দিনটি আমার জীবনে অবিস্মরণীয় হয়ে রয়েছে।

অনুচ্ছেদ “বিদ্যালয়ের শেষ দিন”
Previus
অনুচ্ছেদ “সড়ক দুর্ঘটনা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম