অনুচ্ছেদ “রেলস্টেশন”


রেলস্টেশন

রেলস্টেশন এমন একটি স্থান যেখানে ট্রেন এসে থামে ও যেখান থেকে ছেড়ে যায়। যাত্রীরা সেখানে ট্রেনে উঠে এবং ট্রেন থেকে নামে। যাত্রীদের জন্য এখানে একটি প্লাটফর্ম থাকে। বড় রেলস্টেশনগুলোতে প্লাটফর্মের উপরে ছাউনি থাকে কিন্তু ছোট স্টেশনগুলো উন্মুক্ত থাকে। রেলস্টেশনে স্টেশন মাস্টারের অফিস, বুকিং অফিস এবং পুরুষ ও মহিলাদের জন্য বিশ্রামাগার থাকে। সেখানে রেস্তোরা , বইয়ের দোকান ও মনিহারি দোকান থাকে। রেলস্টেশন সব সময় একটি জনাকীর্ণ স্থান। হকার, কুলি ও যাত্রীদের চেচামেচিতে রেলস্টেশন সরগরম থাকে। আমাদের দেশের রেলযাত্রীদের লম্বা লাইনে দাড়িঁয়ে টিকিট কিনতে দেখা যায়। রেলস্টেশনে ঈদ বা যেকোনো উৎসবে যাত্রীদের ভিড় অনেক বেড়ে যায়। যখন ট্রেন পৌঁছায় তখন রেলস্টেশন কোলাহলপূর্ণ হয়ে উঠে, কিন্তু যখন ট্রেন বাঁশি বাজিয়ে চলে যায় তখন এটি নির্জন ও শান্ত হয়ে পড়ে। পতাকাবাহি সিগন্যালম্যান লাল ও সবুজ পতাকা নিয়ে ঘোরাফেরা করে। হকাররা চিৎকার করে, বিক্রেতারা একস্থান থেকে অন্যস্থানে যায়, কুলিরা এদিক-ওদিক হাঁটাহাঁটি করে এবং ভিক্ষুকরা ধর্মীয় সংগীত গেয়ে ভিক্ষা করে। রেলস্টেশনে ছিঁচকে চোরের উপদ্রব পরিলক্ষিত হয়। এরা অনেক যাত্রীর সর্বস্ব খুইয়ে নেয়। এক কথায় বলা যায়, রেলস্টেশন হলো একটি কোলাহলপূর্ণ স্থান।

অনুচ্ছেদ “প্রত্যুষে উঠা/ সকালে ঘুম থেকে উঠা”
Previus
অনুচ্ছেদ “কম্পিউটার”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম