অপাদান কারক (বিস্তারিত)
অপাদান কারক
যা হতে বা থেকে কোন কিছু পতিত ,গৃহীত, রক্ষিত, চলিত, তীত, উৎপন্ন, ইত্যাদি সম্পন্ন হয়, তাকে অপাদান কারক বলে। অপাদান কারকে সাধারণত হতে, থেকে, চেয়ে , পঞ্চমী বিভক্তি চিহৃ ব্যতীত র, এর এ তে ইত্যাদি বিভক্তি চিহৃ ও ব্যবহৃত হয় । যেমন- গাছ থেকে পড়ে।
এখানে ‘গাছ’ অপাদান কারক।
ক্রিয়াকে ‘কোথা থেকে’ প্রশ্ন করলে সাধারণত অপাদান কারক পাওয়া যায়।
বিভিন্ন অর্থে অপাদান কারকের উদাহরণঃ
বিচ্যুতিঃ গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীতঃ শক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
বিরতঃ পাপে বিরত হও।
দূরীভূতঃ দেশ থেকে বাচাঁও।
রক্ষিতঃ বিপদ থেকে বাঁচাও।
আরম্ভঃ সোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীতঃ বাঘকে ভয় পায় না কে ?
অন্যান্য অর্থে অপাদান কারকের উদাহরণ
ক) স্থান বাচকঃ তিনি চট্রগ্রাম থেকে এসেছেন।
খ) দূরত্বজ্ঞাপকঃ ঢাকা থেকে চট্রগ্রাম দু শ কিলোমিটারের ও বেশি।
গ) নিক্ষেপঃ বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়, তবে অন্যান্য বিভক্তির ব্যবহার ও হয়। যেমন-
ক. প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি ঃ বোঁটা আলগা ফল গাছে থাকে না। ‘মনে পড়ে সেই জৈষ্ঠ্য দুপুওে পাঠশালা পলায়ন।
’ খ. দ্বিতীয় বা কে বিভক্তিঃ বাবাকে বড্ড ভয় পাই।
গ. ষষ্ঠী বা এর বিভক্তিঃ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।
ঘ. সপ্তমী বা এর বিভক্তিঃ বিপদে মোওে করিবে ত্রাণ, এ নেহ মোর প্রার্থনা। লোকমুখে শুনেছি । তিলে তৈল হয়। টাকায় টাকা হয়।
বিভক্তি সহ অপাদান কারকের কিছু উদাহরণঃ
কুকর্মে বিরত হও - অপাদানে ৭মী।
গাড়ি ঢাকা ছাড়ল - অপাদানে শূণ্য।
ছাদে পানি পড়ে - অপাদানে ৭মী।
ট্রেন ঢাকা ছাড়ল - অপাদানে শূণ্য।
তিলে তৈল হয় - অপাদানে ৭মী।
তোমাকে আমার ভয় হয় - অপাদানে ২য়া।
দুধে ছানা হয় - অপাদানে ৭মী।
পরাজয়ের ডরে না বীর - অপাদানে ৭মী।
পাপে বিরত হও - অপাদানে ৭মী।
বিপদে মোরে রক্ষা কর - অপাদানে ৭মী।
মেঘে বৃষ্টি হয় - অপাদানে ৭মী। লোভে পাপ পাপে মৃত্যু - অপাদানে ৭মী।
যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয় - অপাদানে ৬ষ্ঠী।
কত ধানে কত চাল, সে আমি জানি - অপাদানে ৭মী।
স্কুল পালাইও না - অপাদানে শূণ্য।
সাদা মেঘে বৃষ্টি হয় না - অপাদানে ৭মী।
Share This Post