উপসর্গ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
উপসর্গ
১। কোনটি অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে ?ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) প্রত্যয়
ঘ) ক্রিয়া বিভক্তি
উত্তরঃ ক) উপসগ।
২। উপসর্গের কাজ কী ?
ক) বর্ণ সংস্করণ
খ) যতি সংস্থাপনদিনা
গ) নতুন শব্দ গঠন
ঘ) ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ গ) নতুন শব্দ গঠন।
৩। খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?
ক) ২০টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৫টি
উত্তরঃ খ) ২১টি
৪। ‘অঘারাম বাস করে অজপোড়া গাঁয়ে’-‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি
খ) তৎসম
গ) ‘অ’ উপসর্গ
ঘ) খাঁটি বাংলা
উত্তরঃ ঘ) খাঁটি বাংলা
৫। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
ক) ফারসি
খ) উর্দু
গ) আরবি
ঘ) হিন্দি
উত্তরঃ গ) আরবি
৬। নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায় ?
ক) অ, অঘা, অজ, অনা
খ) সু, বি, নি, আ
গ) আ, উপ, অপ, অপি
ঘ) অনা, ইতি, কু, সম
উত্তরঃ খ) সু, বি, নি, আ
৭। বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে ?
ক) উপকূল
খ) উপভোগ
গ) উপবন
ঘ) উপকন্ঠ
উত্তরঃ খ) উপভোগ
৮। ‘গরমিল’ শব্দটিতে ‘গর’ কোন উপসর্গ ?
ক) বাংলা
খ) ফারসি
গ) আরবি
ঘ) তৎসম
উত্তরঃ গ) আরবি
৯। অঘা, অজ, অনা কোন উপসর্গ ?
ক) আরবি উপসর্গ
খ) বাংলা উপসর্গ
গ) ফরাসি উপসর্গ
ঘ) সংস্কৃত উপসর্গ
উত্তরঃ খ) বাংলা উপসগ
১০। কোনটি আরবি উপসর্গ গঠিত শব্দ ?
ক) নিমরাজি
খ) কারখানা
গ) খাস খবর
ঘ) হরহামেশা
উত্তরঃ গ) খাস খবর
১১। নিচের কোনটি শব্দের শুরুতে বসে ?
ক) বিভক্তি
খ) অনুসর্গ
গ) উপসর্গ
ঘ) প্রত্যয়
উত্তরঃ গ) উপসর্গ
১২। ‘পরিপূর্ণ’ শব্দটিতে উপসর্গ ‘পূণ’ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে ?
ক) নতুন অর্থবোধক শব্দ তৈরি
খ) শব্দের অর্থের পূর্ণতা সাধন
গ) শব্দের অর্থের সম্প্রসারণ
ঘ) শব্দের অর্থের সংকোচন
উত্তরঃ গ) শব্দের অর্থের সম্প্রসারণ
১৩। নিচের কোনটি ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ ?
ক) গরমিল
খ) বরবাদ
গ) হররোজ
ঘ) খাসকামরা
উত্তরঃ খ) বরবাদ
১৪। ‘উওম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি ?
ক) সুতীক্ষ্ন
খ) সুনীল
গ) সুলভ
ঘ) সুচতুর
উত্তরঃ খ) সুনীল
১৫। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?
ক) ইতিকথা
খ) অনুবাদ
গ) অভিযান
ঘ) উপবন
উত্তরঃ ক) ইতিকথা
১৬। অভি কোন ভাষার উপসর্গ ?
ক) বাংলা
খ) তৎসম
গ) আরবি
ঘ) ফারসি
উত্তরঃ খ) তৎসম
১৭। ‘পরীক্ষা’ শব্দের উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) পরিপূর্ণ
খ) বিশেষ
গ) যাচাই
ঘ) সম্যক রূপে
উত্তরঃ ঘ) সম্যক রূপে
১৮। উপসর্গের প্রভাবে শব্দের কয় ধরনের পরিবর্তন হয় ?
ক) ৩ ধরনের
খ) ৪ ধরনের
গ) ৬ ধরনের
ঘ) ৫ ধরনের
উত্তরঃ ঘ) ৫ ধরনের
১৯। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে ?
ক) সুনীল
খ) সুকন্ঠ
গ) সুনিপুন
ঘ) সুখবর
উত্তরঃ ঘ) সুখবর
২০‘অনাচার’ শব্দটিতে ‘অনা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক) অভাব
খ) অশুভ
গ) ছাড়া
ঘ) নিকৃষ্ট
উত্তরঃ গ) ছাড়া
২১। ‘খাসমহুল’ শব্দের ‘খাস’ উপসর্গটি কোন ভাষা থেকে আগত ?
ক) আরবি
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) উর্দু
উত্তরঃ ক) আরবি
২২। বাংলা উপসর্গ কোনটি ?
ক) রাম
খ) অতি
গ) কার
ঘ) র্গ
উত্তরঃ ক) রাম
২৩। ‘নিমরাজি’ শব্দটিতে ব্যবহৃত ‘নিম’ কোন উপসর্গ ?
ক) আরবি
খ) বাংলা
গ) তৎসম
ঘ) ফারসি
উত্তরঃ ঘ) ফারসি
২৪। ‘কদাকার’ শব্দের ‘কদ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) নিন্দিত
খ) পূর্ণতা
গ) ক্রমাগত
ঘ) উৎকৃষ্ট
উত্তরঃ ক) নিন্দিত
২৫। ‘আতিশয্য ’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে ?
ক) সুগম
খ) সাসাধ্য
গ) সুচরিত্র
ঘ) সুনিপুন
উত্তরঃ ঘ) সুনিপুন
২৬। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে ?
ক) সুনজর
খ) কুকঠিন
গ) সুচতুর
ঘ) সুনিপুণ
উত্তরঃ ক) সুনজর
২৭। হিসেবে গরমিল থাকলে খাসমহুল লাটে উঠবে- এ বাক্যের উপসর্গগুলো হলো –
ক) তৎসম
খ) বাংলা
গ) ফরাসি
ঘ) আরবি
উত্তরঃ ঘ) আরবি
২৮। নিচের কোন শব্দে ‘সু’ উপসর্গ ‘আতিশয্য’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) সুধীর
খ) সুসাধ্য
গ) সুকৃতি
ঘ) সুলভ
উত্তরঃ ক) সুধীর
২৯। ‘রামছাগল’ শব্দে ব্যবহৃত ‘রাম’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) নিন্দনীয়
খ) উৎকৃষ্ট
গ) কম
ঘ) নিকৃষ্ট
উত্তরঃ খ) উৎকৃষ্ট
৩০। ‘অনুবাদ’ শব্দে অনু উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে ?ৎ
ক) সাদৃশ্য
খ) সঙ্গে
গ) নিশ্চয়
ঘ) সহজ
উত্তরঃ ক) সাদৃশ্য
৩১। ‘বেকসুর’ শব্দের উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) অধীন
খ) আধা
গ) মন্দ
ঘ) না
উত্তরঃ ঘ) না
৩২। উপসর্গ কী ?
ক) ভাষার ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
খ) ভাষার ব্যবহৃত সর্বনাম
গ) ভাষার ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ) ভাষার ব্যবহৃত অব্যয়
উত্তরঃ গ) ভাষার ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
৩৩। কোন শব্দে উপসর্গটি ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) অপমান
খ) আগাছা
গ) আনমনা
ঘ) অনাদর
উত্তরঃ ঘ) অনাদর
৩৪। কোন শব্দগুলোকে সংস্কৃত উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
ক) নিবৃওি, নিখুঁজ খ) প্রচলন, আগমন
গ) আগাছা, আমরণ
ঘ) সুনাম, সুলতা
উত্তরঃ খ) প্রচলন, আগমন
৩৫। ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ সাধিত শব্দ ?
ক) সংস্কৃত
খ) আরবি
গ) ফারসি ঘ) বাংলা
উত্তরঃ ক) সংস্কৃত ৩৬। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?
ক) ইতিহাস
খ) অনুবাদ
গ) অভিযান ঘ) গরমিল
উত্তরঃ ক) ইতিহাস
৩৭। ‘নিখুঁত’ শব্দে নি উপসর্গটি কোন প্রকার ?
ক) অর্ধ তৎসম
খ) বিদেশি
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা
উত্তরঃ ঘ) খাঁটি বাংলা
৩৮। শব্দের আগে বসে কোনটি ?
ক) অনুসর্গ
খ) উপসর্গ
গ) প্রত্যয়
ঘ) বিভক্তি
উত্তরঃ খ) উপসর্গ
৩৯। ‘নিম’ কোন ভাষার উপসর্গ ?
ক) আরবি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) উর্দু
উত্তরঃ গ) ফারসি
৪০। তৎসম উপসর্গ কোনটি ?
ক) অজ
খ) গর
গ) পরা/সম্
ঘ) পাতি
উত্তরঃ গ) পরা/সম্
৪১। ‘সু’ উপসর্র্গ যোগে গঠিত তৎসম শব্দ কোনটি ?
ক) সুনজর
খ) সুদিন
গ) সুনাম
ঘ) সুকন্ঠ
উত্তরঃ ঘ) সুকন্ঠ
৪২। ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে ?
ক) সাধারণ
খ) বিশেষ
গ) অভাব
ঘ) স্বল্প উত্তরঃ
খ) বিশেষ
৪৩। কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা ?
ক) আ, সু অব আড়
খ) ফি, নি, বি, সু
গ) অজ, আন, ইতি, পাতি
ঘ) কু, বি, প্র, নি
উত্তরঃ গ) অজ, আন, ইতি, পাতি
৪৪। পরাকাষ্ঠা শব্দে ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) সম্যক
খ) অভাব
গ) অল্পতা
ঘ) আতিশয্য
উত্তরঃ ঘ) আতিশয্য
৪৫। ‘অজমুর্খ’ শব্দের অজ’ কোন জাতের উপসর্গ ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) দেশি
ঘ) বিদেশি
উত্তরঃ ঘ) আতিশয্য
৪৬। নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত ?
ক) বাজে খরচ
খ) কারখানা
গ) আকন্ঠ
ঘ) অবগোহন
উত্তরঃ খ) কারখানা
৪৭। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে ?
ক) অকাজ
খ) পরিশেষ
গ) নিষেধ
ঘ) বিবর্ণ
উত্তরঃ ক) অকাজ
৪৮। ফারসি উপসর্গ কোনটি ?
ক) খাস
খ) সাব
গ) আম
ঘ) নিম
উত্তরঃ ঘ) নিম
৪৯। আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সাগরে এখানে ‘অ’ কোন উপসর্গ?
ক) সংস্কৃত
খ) খাঁটি বাংলা
গ) বিদেশী
ঘ) খাঁটি বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ) খাঁটি বাংলা
৫০। ‘বিজ্ঞানে’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থৈ ব্যবহৃত হয়েছে ?
ক) বিশেষ
খ) অভাব
গ) গতি
ঘ) সাধারণ
উত্তরঃ ক) বিশেষ
৫১। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি ?
ক) প্রহার
খ) আগ্রহ
গ) খাসকামরা
ঘ) উপকার
উত্তরঃ গ) খাসকামরা
৫২। তৎসম উপসর্গ কয়টি ?
ক) ১৯টি
খ) ২০টি
গ) ২১টি
ঘ) ২২টি উত্তরঃ
খ) ২০টি
৫৩। নিচের কোন দু’টি খাঁটি বাংলা উপসর্গ ?
ক) অনা, হেড
খ) সম, গর
গ) কু, নি
ঘ) অজ, অভি
উত্তরঃ গ) কু, নি
৫৪। কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি ?
ক) এত অত্যাচার আর সহ্য হয়না
খ) এটি একটি অতিপ্রকৃত গল্প
গ) অতিকায় হস্তী লোপ পেয়েছে
ঘ) অতি চালাকের গলায় দড়ি
উত্তরঃ ঘ) অতি চালাকের গলায় দড়ি
৫৫। ‘সুনিপুণ’ শব্দে ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) আতিশয্য
খ) বিশেষ
গ) অতিশয়
ঘ) নিশ্চয়
উত্তরঃ ক) আতিশয্য
৫৬। কোনটিতে বিদেশি উপসর্গ আছে ?
ক) চোরটি বমাল ধরা পড়েছে
খ) অনুকরণ কারো না
গ) সমাগত সুধী
ঘ) কুজনে কুরব করে
উত্তরঃ ক) চোরটি বমাল ধরা পড়েছে
৫৭। ‘নিদাঘ’ শব্দের ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার স"ষ্টি করেছে ?
ক) গভীর
খ) না
গ) অল্পতা
ঘ) আতিশয্য
উত্তরঃ ঘ) আতিশয্য
৫৮। ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক ?
ক) উপকন্ঠ
খ) উপকূল
গ) উপস্থিত
ঘ) উপনেতা
উত্তরঃ ঘ) উপনেতা
৫৯। খাঁটি বাংলা উপসর্গ কোনটি ?
ক) আম
খ) রাম/অযা
গ) সম
ঘ) নিম
উত্তরঃ খ) রাম/অযা
৬০। বিপরীতর্থে ‘পরা’ উপসর্গ কোনটি ?
ক) পরাকাষ্ঠা
খ) পরাভব
গ) পরাক্রান্ত
ঘ) পরায়ন
উত্তরঃ খ) পরাভব
৬১। ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে ?
ক) উৎকৃষ্ট
খ) আক"ষ্ট
গ) নিকৃষ্ট
ঘ) বিশিষ্ট
উত্তরঃ গ) নিকৃষ্ট
৬২। ‘সুকন্ঠ’ শব্দের ‘সু’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) সহজ
খ) আতিশয্য
গ) আধিক্য
ঘ) উওম
উত্তরঃ ঘ) উওম
৬৩। সাজিরা, সাজোরান শব্দগুলো ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) সঙ্গে
খ) উৎকৃষ্ট
গ) উওম
ঘ) অভাব
উত্তরঃ খ) উৎকৃষ্ট
৬৪। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়ছে ?
ক) সুনীল
খ) সুখবর
গ) সুকন্ঠ
ঘ) সুনিপুন
উত্তরঃ খ) সুখবর
৬৫। গরমিল শব্দের ‘পর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক) বিশেষ
খ) মন্দ
গ) না
ঘ) অভাব
উত্তরঃ ঘ) অভাব
৬৬। ‘মা বলিতে করে আনচান’ চোখে আসে জল ভয়ে’’ এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) বিদেশি
উত্তরঃ ক) বাংলা
৬৭। কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়কেই পাওয়া যায় ?
ক) সাতটি
খ) ছয়টি
গ) পাঁচটি
ঘ) চারটি
উত্তরঃ ঘ) চারটি
৬৮। সুনাম শব্দের ‘সু’ কোন উপসর্গ ?
ক) আরবি
খ) ফারসি
গ) ইংরেজী
ঘ) বাংলা
উত্তরঃ ঘ) বাংলা
৬৯। ‘পাতি’ ও ‘ইতি’ কোন উপসর্গ ?
ক) খাঁটি বাংলা উপসর্গ
খ) তৎসম উপসর্গ
গ) বিদেশি উপসর্গ
ঘ) ফারসি উপসর্গ
উত্তরঃ ক) খাঁটি বাংলা উপসর্গ
৭০। ‘নি’ উপসর্গযোগে নিব"ওি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) গতি অর্থে
খ) উওম অর্থে
গ) নিষেধ অর্থে
ঘ) নিশায় অর্থে
উত্তরঃ গ) নিষেধ অর্থে
৭১। কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত ?
ক) লাপাওা
খ) বকলম
গ) আমদরবার
ঘ) হককিসিম
উত্তরঃ খ) বকলম
৭২। ‘অকাজ’ শব্দের ‘অ’ উপসর্গ যুক্ত শব্দ ?
ক) পরিবর্তন
খ) পরিবর্ধন
গ) সংকোচন
ঘ) সম্প্রাসারণ
উত্তরঃ গ) সংকোচন
৭৩। কোনটি বাংলা উপসর্গ য্ক্তু শব্দ ?
ক) আকন্ঠ
খ) নিদাঘ
গ) বিপক্ষ
ঘ) আকাশ
উত্তরঃ ক) আকন্ঠ
৭৪। ‘লা’ কোন ভাষার উপসর্গ ?
ক) বাংলা
খ) বিদেশি
গ) সংস্কৃত
ঘ) অর্ধ-তৎসম
উত্তরঃ খ) বিদেশি
৭৫। নিচের কোনটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?
ক) প্রভাব
খ) পরাজয়
গ) প্রণাম
ঘ) সুকাজ
উত্তরঃ ঘ) সুকাজ
৭৬। কোনটি বিদেশি উপসর্গ সহযোগে গঠিত শব্দ ?
ক) আহার
খ) লাপাওা
গ) অকাজ
ঘ) উপহার
উত্তরঃ খ) লাপাওা
৭৭। কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
ক) অতি
খ) প্রতি
গ) অঘা
ঘ) অধি
উত্তরঃ গ) অঘা
৭৮। কোনটি বিদেশি উপসর্গ ?
ক) আব্
খ) রাম্
গ) অনু
ঘ) নিম
উত্তরঃ ঘ) নিম
Share This Post