অনুসর্গ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


অনুসর্গ

১। ‘সীমার মাঝে অসীম তুমি । ’ এখানে মাঝে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) বাইরে

খ) ব্যপ্তি

গ) জন্যে

ঘ) মধ্যে

উত্তরঃ ঘ) মধ্যে

২। অনুসর্গ কী ?

ক) শব্দ বিভক্তি

খ) শব্দাংশ

গ) ক্রিয়াবিভক্তি

ঘ) অব্যয় শব্দ

উত্তরঃ ঘ) অব্যয় শব্দ

৩।অনুসর্গের অপর নাম কী ?

ক) বিভক্তি খ) অনম্বয়ী

গ) কর্মপ্রচনীয়

ঘ) অনুগামী সমু"চয়ী অব্যয়

উত্তরঃ গ) কর্মপ্রচনীয়

৪। অনুসর্গ কী কাজ করে ?

ক) বিভক্তির কাজ করে

খ) শব্দের অর্থ স্পষ্টতর করে

গ) শব্দের অর্থের পরিবর্তন

ঘ) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

উত্তরঃ ঘ) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

৫। অনুসর্গ সাধারণত কোথায় বসে ?

ক) শব্দের পূর্বে

খ) শব্দের পরে

গ) বাক্যের পূর্বে

ঘ) বাক্যের শেষে

উত্তরঃ খ) শব্দের পরে

৬। ‘আছ তুমি প্রভু জগত মাঝারে’- এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) বাইরে

খ) মধ্যে

গ) ব্যপ্তি

ঘ) সঙ্গে

উত্তরঃ গ) ব্যপ্তি

৭। ‘বিনে স্বদেশি ভাষা মিটে কি আশা ? ’’ এই বাক্যে ‘বিনে’ অনুসর্গটি কী অর্থে প্রকাশ করছে ?

ক) সঙ্গে

খ) প্রয়োজনে

গ) নিমিওে

ঘ) ব্যতিক্রম

উত্তরঃ ঘ) ব্যতিক্রম

৮। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? এখানে বিনা-

ক) উপসর্গ

খ) অনুসর্গ

গ) বিভক্তি

ঘ) কারক

উত্তরঃ খ) অনুসর্গ

৯। ‘‘দুঃখ’’ বিনা সুখ লাভ হয় কি মহীতে’’ বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে-

ক) প্রাতিপদিকের আগে

খ) প্রাতিপাদিকের পরে

গ) বিশেষণের পরে

ঘ) বিভক্তিযুক্ত শব্দের আগে

উত্তরঃ খ) প্রাতিপাদিকের পরে

১০। ‘সীমার মাঝে অসীম তুমি’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) ব্যপ্তি অর্থে

খ) একদেশিক অর্থে

গ) মধ্য অর্থে

ঘ) নিকট অর্থে

উত্তরঃ গ) মধ্য অর্থে

১১। ‘তোমার তরে এসেছি মালা গাঁথিয়া ’ এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে ?

ক) মত

খ) মধ্যে

গ) নিকট

ঘ) নিমিও

উত্তরঃ ঘ) নিমিও

১২। ‘আসামীর পক্ষে উকিল কে’’-এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) সক্ষমতা

খ) হেতু

গ) নিমিও

ঘ) সহায়

উত্তরঃ ঘ) সহায়

১৩। সন্ধ্যা অবধি অপেক্ষা করব-অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?

ক) সাথে

খ) নিকট

গ) নিমিও

ঘ) পযর্ন্ত

উত্তরঃ ঘ) পযর্ন্ত

১৪। অনুসর্গ অব্যয় কত প্রকার ?

ক) দুই প্রকার

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) পাঁচ প্রকার

উত্তরঃ ক) দুই প্রকার

১৫। অনুসর্গ রূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে ?

ক) তোমার কি চাইতে ই"ছা করে

খ) সে আমার দিকে চাইতে থাকে

গ) এমন চাওয়া চাইতে নেই

ঘ) কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল

উত্তরঃ ঘ) কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল

১৬। ‘রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।’ এখানে কোনটি বোঝাতে অনুসর্গের ব্যবহার হয়েছে ?

ক) দিকে অর্থে

খ) সহগামিতা অর্থে

গ) কর্মকারকে ‘কে’ বোঝাতে

ঘ) নিমিও অর্থে

উত্তরঃ গ) কর্মকারকে ‘কে’ বোঝাতে

১৭। নিমেষ তরে ই"ছা করে নিকট উল্লাসে। বাক্যে অনুসর্গ কোনটি ?

ক) নিমেষ

খ) বিকট

গ) তরে

ঘ) ই"ছা

উত্তরঃ গ) তরে

১৮। ‘‘শত্রুর সহিত সন্ধি চাই না’’ সহিত অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) অবধি অর্থে

খ) সমাগামিতা অর্থে

গ) বিনা অর্থে

ঘ) সমসূত্রে অর্থে

উত্তরঃ ঘ) সমসূত্রে অর্থে

১৯। সমসূত্রে অর্থে কোনটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক) তিনি পুত্রসহ উপস্থিত হলেন

খ) শত্রুর সাথে সন্ধি চাই না

গ) দংশনক্ষত শ্যেণ বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে

ঘ) নিমেষ মাঝেই সব শেষ

উত্তরঃ খ) শত্রুর সাথে সন্ধি চাই না

২০। কোনটিতে ব্যাপ্তি অর্থে অনুসর্গের প্রয়োগ হয়েছে ?

ক) সীমার মাঝে অসীম তুমি

খ) নিমেষ মাঝেই সব শেষ

গ) আছ তুমি প্রভু, জগৎ মাঝারে

ঘ) এ দেশের মাঝে একদিন সব ছিল

উত্তরঃ গ) আছ তুমি প্রভু, জগৎ মাঝারে

২১। নিচের কোন বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি ‘মধ্যে’ অর্থে ব্যবহার হয়েছে ?

ক) সীমার মাঝে অসীম তুুমি

খ) আছ তুমি প্রভু, জগৎ মাঝারে

গ) এ দেশের মাঝে একদিন সব ছিল

ঘ) নিমেষ মাঝেই সব শেষ

উত্তরঃ ক) সীমার মাঝে অসীম তুুমি

২২। সাধারণত অনুসর্গগুলো কোন কোন বিভক্তিযুক্ত শব্দের পরে বসে ?

ক) র, এর

খ) কে, রে

গ) কে, র

ঘ) রে, এ

উত্তরঃ খ) কে, রে

২৩। যে সব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে কী বলে ?

ক) নাম প্রকৃতি

খ) কৃৎ প্রত্যয়

গ) উপসর্গ

ঘ) অনুসর্গ

উত্তরঃ ঘ) অনুসর্গ

২৪। ‘কী হেতু এসেছে তুমি কহ বিস্তারিয়া ।’- এখানে ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে ?

ক) ব্যাপার

খ) প্রার্থনা

গ) নিমিও

ঘ) প্রসঙ্গ

উত্তরঃ গ) নিমিও

২৫। ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কিরূপে ব্যবহৃত হয়েছে ?

ক) ক্রিয়াবাচক বিশেষ্যরূপে

খ) প্রক"তি ও প্রত্যয়রূপে

গ) উপসর্গরূপে ঘ) অনুসর্গরূপে

উত্তরঃ ঘ) অনুসর্গরূপে

২৬। ‘শরতের পরে আসে বসন্ত’ বাক্যটিতে ‘পরে’ অনুসর্গট্ িযে অর্থ প্রকাশ করছে

ক) বিরতি

খ) অবধি


গ) স্বল্প বিরতি

ঘ) দীর্ঘ বিরতি

উত্তরঃ ঘ) দীর্ঘ বিরতি

২৭। ‘শত্রুর সহিত সন্ধি চাই না’- ‘সহিত’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) অবধি অর্থে খ) সমগামিতা অর্থে

গ) বিনা অর্থে ঘ) সমসূত্রে অর্থে

উত্তরঃ ঘ) সমসূত্রে অর্থে

২৮। ‘এদেশের মাঝে একদিন সব ছিল’ এ বাক্যে ‘মাঝে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক)। একদেশিক

খ) মধ্যে

গ) ব্যপ্তি অর্থে

ঘ) নির্মিত

উত্তরঃ ঘ) সমসূত্রে অর্থে

২৯। প্রতি, বিনে, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ ?

ক) অনুসর্গ

খ) উপসর্গ

গ) প্রত্যয়

ঘ) বচন

উত্তরঃ ক) অনুসর্গ

৩০। কোন বাক্যে সক্ষমতা অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক) আসামির পক্ষে উকিল কে

খ) রাজার পক্ষে সবকিছুই সম্ভব

গ) তুমি কোন পক্ষে

ঘ) শুকপক্ষের দ্বিতীয়া তিথির চাদঁ উঠেছে

উত্তরঃ খ) রাজার পক্ষে সবকিছুই সম্ভব

৩১। ‘‘তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা’’ বাক্যে কোনটি অনুসর্গ ?

ক) লজ্জা

খ) সুখ

গ) কাছে

ঘ) তোমার

উত্তরঃ গ) কাছে

৩২। ‘রাজার পক্ষে সব কিছুই সম্ভব’’- এখানে পক্ষে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) সহায় অর্থে

খ) ন্যায় অর্থে

গ) নিকটে অর্থে

ঘ) সক্ষমতা অর্থে

উত্তরঃ ঘ। ঘ) সক্ষমতা অর্থে

৩৩। প্রত্যয় খ) অনুসর্গ

গ) উপসর্গ

ঘ) প্রকৃতি

ক) প্রত্যয়

খ) অনুসর্গ

গ) উপসর্গ

ঘ) প্রকৃতি

উত্তরঃ খ) অনুসর্গ

৩৪। দংশন ক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে। বাক্যটিতে ‘সনে’ অনুসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে ?

ক) সাথে অর্থে

খ) সমান অর্থে

গ) সমসূত্রে

ঘ) বিরুদ্ধগামিতা অর্থে

উত্তরঃ ঘ) বিরুদ্ধগামিতা অর্থে

কারক ও বিভক্তি - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
উপসর্গ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম