কারক ও বিভক্তি - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


কারক ও বিভক্তি অতিগুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক-প্রশ্নোত্তর

১। সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়ে থাকে? 

ক) য়ে, তে

খ) র, এর

গ) এ, এতে

ঘ) থেকে, চেয়ে

উত্তরঃ খ) র, এর

২। নদীতে পানি আছে’-’নদীতে’ কোন কারক?

ক) ঐকদেশিক অধিকরণ

খ) বৈষয়িক অধিকরন

গ) অভিব্যাপক অধিকরন

ঘ) কালাধিকরন

উত্তরঃ গ) অভিব্যাপক অধিকরন


৩। খিলিপান দিয়ে ওষুধ খাবে।-’খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরন তৃতীয়া বিভক্তি

খ) অধিকরণে পঞ্চমী

গ) অপাদানে শূন্য বিভক্তি

ঘ) অপাদানে তৃতীয়া বিভক্তি

উত্তরঃ ক) অধিকরন তৃতীয়া বিভক্তি

৪। ’আকাশ চাঁদ উঠছে’-এ বাক্যে ’আকাশ’ কোন অধিকরন?

ক) ঐক্যদেশিক

খ) অভিব্যাপক

গ) বৈষয়িক

ঘ) স্থানাধিকরণ

উত্তরঃ ক) ঐক্যদেশিক

৫। ডাক্তার ডাক- ‘ডাক্তার’ কোন কারকের কোন বিভক্তি ?

ক) কর্তায় প্রথমা

খ) কর্মে প্রথমা

গ) কর্মে ষষ্ঠী

ঘ) করণে ষষ্ঠী

উত্তরঃ খ) কর্মে প্রথমা

৬। নিচের কোন বাক্যটিতে সমধাতুজ কর্মের উদাহরণ ?

ক) ছেলেটা কানে শোনে না

খ) মা শিশুকে চাঁদ 

গ) বেশ ঘুম দিয়েছি

ঘ) খুব এক ঘুম ঘুমিয়েছি

উত্তরঃ ঘ) খুব এক ঘুম ঘুমিয়েছি

৭। ‘মেঘে বৃষ্টি হয়। ‘মেঘে’ কোন কারকের কোন বিভক্তি ?

ক) অধিকরণে ৭মী খ) কর্মে ৭মী

গ) অপাদানে ৭মী

ঘ) করণে ৭মী

উত্তরঃ গ) অপাদানে ৭মী

৮। ভাবধিকরণে সর্বদা কোন বিভক্তি হয় ?

ক) প্রথমা

খ) দ্বিতীয়া

গ) পঞ্চমী ঘ) সপ্তমী

উত্তরঃ ঘ) সপ্তমী

৯। ‘ঘোড়ায় গাড়ি টানে’ এ বাক্যে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি হবে ?

ক) কর্তৃকারকে প্রথমা

খ) কর্তৃকারকে সপ্তমী

গ) কর্মকারকে সপ্তমী

ঘ) করণকারকে সপ্তমী

উত্তরঃ খ) কর্তৃকারকে সপ্তমী

১০। অধিকরণ কারকে ৭ মী বিভক্তির উদাহরণ কোন বাক্যটি ?

ক) তিলে তৈল হয়

খ) প্রভাতে সূর্য ওঠে

গ) নাসিমা ফুল তুলছে

ঘ) পাপে বিরত হও

উত্তরঃ খ) প্রভাতে সূর্য ওঠে

১১। ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। ’ এখানে ‘গোঁফে ’ কোন কারক ?

ক) কর্ম কারক

খ) অপাদান কারক

গ) করণ কারক

ঘ) অধিকরণ কারক

উত্তরঃ গ) করণ কারক

১২। ‘‘মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন’’ নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?

ক) অপাদানে শূণ্য

খ) কর্মে শূণ্য

গ) করণে শূণ্য

ঘ) করণে ষষ্ঠী

উত্তরঃ ক) অপাদানে শূণ্য

১৩। কোনটি রক্ষিত অর্থে অপাদান কারক ?

ক) মেঘ থেকে বৃষ্টি পড়ে

খ) বিপদ থেকে বাঁচাও

গ) শুক্তি থেকে মুক্তো মেলে

ঘ) দুধ থেকে দই হয়

উত্তরঃ খ) বিপদ থেকে বাঁচাও

১৪। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি ?

ক) রাজার রাজ্য

খ) বাটির দুধ

গ) দেশের লোক

ঘ) শরতের আকাশ

উত্তরঃ ঘ) শরতের আকাশ

১৫। কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি না থাকলে ও কোন কারকে নিদিষ্ট বিভক্তি রয়েছে ?

ক) ভাবাধিকরণ কারকে

খ) কর্তৃকারকে

গ) সম্প্রদান কারকে

ঘ) শরতের আকাশ

উত্তরঃ ক) ভাবাধিকরণ কারকে

১৬। আমাদের সেনারা সাহসে দুর্জয় । এখানে, ‘সাহসে’ কোন অধিকরণ কারক ?

ক) বৈষয়িক

খ) ঐকদেশিক

গ) অভিব্যাপক

ঘ) ভাবাধিকরণ

উত্তরঃ ক) বৈষয়িক

১৭। কোনটি দ্বারা অভেদ সম্বন্ধ বোঝায় ?

ক) রোগের কষ্ট

খ) মাথার চুল

গ) গাছের ফল

ঘ) জ্ঞানের আলোক

উত্তরঃ ঘ) জ্ঞানের আলোক

১৮। খেজুর রসে গুড় হয়। এটি কোন অর্থে অপাদান কারকের উদাহরণ ?

ক) জাত অর্থে

খ) গৃহীত অর্থে

গ) রক্ষিত অর্থে

ঘ) প্রস্তুত অর্থে

উত্তরঃ ক) জাত অর্থে

১৯। ‘তাকে বল’ এই বাক্যে ‘তাকে’ পদটির কারক ও বিভক্তি কী?

ক) কর্মে ২য়া

খ) কর্তৃকারকে ২য়া

গ) কর্মে ৪র্থী

ঘ) কর্তৃকারকে ৭মী

উত্তরঃ ক) কর্মে ২য়া

২০। মুষলধারে বৃষ্টি পড়ছে-বাক্যে ‘বৃষ্টি’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তৃকারকে সপ্তমী

খ) কর্মকারকে শূণ্য

গ) কর্তৃকারকে শূণ্য

ঘ) করণে শূণ্য

উত্তরঃ খ) কর্মকারকে শূণ্য

২১। মুল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে ?

ক) প্রযোজক কর্তা

খ) প্রযোজ্য কর্তা

গ) মুখ্য কর্তা

ঘ) ব্যতিহার কর্তা

উত্তরঃ খ) প্রযোজ্য কর্তা

২২। কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে ?

ক) তাকে আমি চিনি না

খ) জিজ্ঞাসিব জনে জনে

গ) দুধকে মোরা দুগ্ধ বলি

ঘ) লাঙ্গল দ্বারা জমি চাষ হয়

উত্তরঃ গ) দুধকে মোরা দুগ্ধ বলি

২৩। অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি ?

ক) প্রভাবে সূর্য ওঠে

খ) ফুলে ফুলে ঘর ভরেছে

গ) পাপে বিরত হও

ঘ) গরুতে দুধ দেয়

উত্তরঃ গ) পাপে বিরত হও

২৪। ‘ডাক্তার ডাক।’ নিম্নরেখ শব্দটি কোন কারক ?

ক) কর্ম

খ) করণ

গ) অপাদান

ঘ) অধিকরণ

উত্তরঃ ক) কর্ম

২৫। ঘোড়াকে চাবুক মারে- ‘চাবুক’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ২য়া

খ) করণে শূণ্য

গ) কর্তায় ১মা

ঘ) করণে ৩য়া

উত্তরঃ ক) কর্ম

২৬। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি ?

ক) রাজার রাজ্য

খ) দেশের লোক

গ) বাটির দুধ

ঘ) রোজার ছুটি



উত্তরঃ ঘ) রোজার ছুটি।

২৭। উপাদান সম্বন্ধ কোনটি ?

ক) মধুর মিষ্টতা খ) সোনার বাটি

গ) হাতির দাঁত ঘ) রূপের দেমাক

উত্তরঃ খ) সোনার বাটি

২৮। কোনটি কৃতি সম্বন্ধ ?

ক) জ্ঞানের আলোকে

খ) নজরুলের ‘অগ্নিবীণা’

গ) মাথার চুল

ঘ) গাছের ফল

উত্তরঃ খ) নজরুলের ‘অগ্নিবীণা’

২৯। এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন এখানে ‘অধীনে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তৃকারক

খ) কর্মকারকক

গ) করণ কারক

ঘ) অপাদান কারক

উত্তরঃ খ) কর্মকারকক

৩০। এ কলমে ভালো লেখা হয় না-এখানে ‘কলমে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তায় ৭ মী

খ) কর্মে ৭ মী

গ) করণে কারক

ঘ) অপাদানে কারক

উত্তরঃ গ) করণে কারক

৩১। পাপে বিরত হও বাক্যটিতে ‘পাপে’ কী অর্থে অপাদান কারক ?

ক) গৃহীত

খ) ভীত

গ) বিরত

ঘ) রক্ষিত

উত্তরঃ গ) বিরত

৩২। নিচের কোনটি হেতু সম্বন্ধের উদাহরণ?

ক) অগ্নির উওাপ

খ) ধনের অহংকার

গ) হাতির দাঁত

ঘ) আদার ব্যাপারি

উত্তরঃ খ) ধনের অহংকার

৩৩। স্বরান্ত শব্দের উওর ‘এ’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় ?

ক) ‘য়’ বা য়ে’

খ) ‘কে’ বা ‘রে’

গ) ‘গুলি’ বা ‘গুলো’ ঘ) ‘রা’ বা ‘এরা’

উত্তরঃ ক) ‘য়’ বা য়ে’

৩৪। নিমিওার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় ?

ক) দ্বিতীয়া

খ) চতুর্থী

গ) পঞ্চমী

ঘ) ষষ্ঠী উত্তরঃ

খ) চতুর্থী

৩৫। ক্রিয়া সম্প্রাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারকের কর্তা কয় প্রকার ?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তরঃ গ) চার

৩৬। ‘জ্ঞানের আলোকে’ -কোন সম্বন্ধ পদ?

ক) উপাদান

খ) অংশ

গ) কৃতি

ঘ) অভেদ

উত্তরঃ ঘ) অভেদ

৩৭। ‘এ দেহে প্রাণ নেই’ ‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) সম্প্রদানে ৭মী বিভক্তি

খ) কর্তায় ৭মী বিভক্তি

গ) করণে ৭ মী বিভক্তি

ঘ) অধিকরণে ৭ মী বিভক্তি

উত্তরঃ ঘ) অধিকরণে ৭ মী বিভক্তি

৩৮। ‘সুক্তি থেকে মুক্তো মেলে’’- রেখাঙ্গিত পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) বিচ্যুতি

খ) জাত

গ) গৃহীত

ঘ) রক্ষিত

উত্তরঃ গ) গৃহীত

৩৯। ‘লোকটা জাতিতে বৈষ্ণব।’’ রেখাঙ্গিত পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তার ৭ মী

খ) কর্মে ৭ মী

গ) করণে ৭ মী

ঘ) অধিকরণে ৭ মী

উত্তরঃ গ) করণে ৭ মী

৪০। কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে ?

ক) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। 

খ) বাঘে মহিষে একগাটে জল খায়

গ) রাখাল গুরুর পাল লয়ে যায় মাঠে

ঘ) তোমাকে পড়তে হবে

উত্তরঃ খ) বাঘে মহিষে একগাটে জল খায়

৪১। কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ ?

ক) ফুলে ফুলে ঘর ভরেছে

খ) পাগলে কিনা বলে

গ) তিলে তেল হয়

ঘ) সমিতিতে চাঁদা দাও

উত্তরঃ ঘ) সমিতিতে চাঁদা দাও

৪২। ‘ট্রেন ঢাকা ছাড়ল’-এখানে ‘ঢাকা’ কোন কারকে শূণ্য বিভক্তি ?

ক) অধিকরণে খ) করণে

গ) কর্মে ঘ) অপাদানে

উত্তরঃ ঘ) অপাদানে

৪৩। ‘অন্ধজনে দেহ আলো’ বাক্যের ‘অন্ধজনে’ পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ৭মী

খ) সম্প্রদানে ৭ মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ খ) সম্প্রদানে ৭মী

৪৪। ‘পাপে বিরত হও।’ ‘পাপে কোন কারকে কোন বিভক্তি ?

ক) করণে সপ্তমী

খ) কর্মে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী

ঘ) কর্তায় সপ্তমী

উত্তরঃ গ) অপাদানে সপ্তমী

৪৫। ‘কারক’ কৃ + নক শব্দটির অর্থ কী ?

ক) যা পদকে সম্প্রাদন করে

খ) যা সমাসকে সম্প্রদান করে

গ) যা ক্রিয়া সম্প্রদান করে

ঘ) যা পদ ও সমাসকে সম্প্রদান করে

উত্তরঃ গ) যা ক্রিয়া সম্প্রদান করে

৪৬। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সর্র্ম্পকে কী বলে ?

ক) সন্ধি খ)কারক

গ) সমাস ঘ) প্রত্যয়

উত্তরঃ খ) কারক

৪৭। নিচের কোন বাক্য নিমিওার্থে ৪র্থী বিভক্তি ব্যবহার হয়েছে ?

ক) আমাকে ভাত দাও

খ) বেলা যে পড়ে এলো, জলকে চল

গ) ডাক্তারকে ডাক

ঘ) ধোপাকে কাপড় দাও

উত্তরঃ খ) বেলা যে পড়ে এলো, জলকে চল ৪৮। ‘সৎপাত্রে কন্যা দান কর-এখানে ‘সৎপাত্রে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে শূণ্য

খ) করণে ৭ মী

গ) সম্প্রদানে ৭মী

ঘ) অধিকরণে ৭মী


উত্তরঃ  গ) সম্প্রদানে ৭ মী

৪৯। নিচের কোনটিতে অধিকরণ সম্বন্ধ ?

ক) রাজার রাজ্য

খ) ধনের অংকার

গ) হাতির দাঁত

ঘ) মধুর মিষ্টতা

উত্তরঃ ক) রাজার রাজ্য

৫০। গুনহীন চিরদিন থাকে পরধীন । নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তৃকারকে শূণ্য

খ) কর্মকারকে শূণ্য

গ) করণ কারকে শূণ্য

ঘ) অপাদান কারকে শূণ্য

উত্তরঃ ক) কর্তৃকারকে শূণ্য

৫১। কারক নির্ণয় করার সহজ উপায় কী ?

ক) শব্দটিতে ভাঙ্গা

খ) বিশেষ্যকে প্রশ্ন করা

গ) বিশেষণকে প্রশ্ন করা

ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা

উত্তরঃ ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা

৫২। সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে। কারণ-

ক) কর্তার সাথে সর্ম্পক থাকে না

খ) ক্রিয়াকে সাথে সর্ম্পক থাকে না

গ) বিভক্তি যুক্ত হয় না

ঘ) কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করে

উত্তরঃ খ) ক্রিয়াকে সাথে সর্ম্পক থাকে না

৫৩। ‘তিলে তৈল হয়’- এখানে ‘তিলে কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ৭ মী

খ) অপাদানে ৭ মী

গ) করণে ৩য়া

ঘ) অধিকরণে ৫মী

উত্তরঃ খ) অপাদানে ৭ মী

৫৪। ‘‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’’ ‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) অধিকরণে ৭মী

খ)ভাবানিকরণে ৭ মী

গ) কর্মে ২য়া

ঘ) অধিকারণে ৫মী

উত্তরঃ খ)ভাবানিকরণে ৭ মী

৫৫্। রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত-কোন প্রকারের কর্তার উদাহরণ ?

ক) ভাববাচ্যের কর্তা

খ) ব্যতিহার কর্তা

গ) কর্মবাচ্যের কর্তা

ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা

উত্তরঃ খ) ব্যতিহার কর্তা

৫৬। নৌকা ঘাটে বাঁধা ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ২য়া

খ) করণে ৭মী

গ) অধিকরণে ৭ মী

ঘ) অপাদানে ৫ মী

উত্তরঃ গ) অধিকরণে ৭ মী

৫৭। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

ক) সমাস

খ) কারক

গ) বিভক্তি

ঘ) সম্বন্ধ পদ

উত্তরঃ গ) বিভক্তি

৫৮। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয় ?

ক) ঐকদেশিক

খ) অভিব্যাপক

গ) বৈষয়িক

ঘ) ভাবাধিকরণ

উত্তরঃ ক) ঐকদেশিক

৫৯। আমার গানের মালা আমি করব কারে দান। নিম্নরেখ শব্দটি কারক ও বিভক্তি কোনটি ?

ক) করণে সপ্তমী

খ) কর্মে সপ্তমী

গ) কর্তায় সপ্তমী

ঘ) অপাদানে সপ্তমী

উত্তরঃ খ) কর্মে সপ্তমী

৬০। ‘তিনি চট্রগ্রাম থেকে এসেছেন।’ এখানে ‘চট্রগ্রাম’ কোন কারক ?

ক) কর্তৃকারক

খ) কর্মকারক

গ) অধিকরণ

ঘ) অপাদান কারক

উত্তরঃ ঘ) অপাদান কারক

৬১। কোনটি করণ কারকে শূণ্য বিভক্তির উদাহরন ?

ক) পরীক্ষার নকল করা ভালো নয়

খ) ফুল তুলতে এলেম বনে

গ) পাখিকে ঢিল মারলে কেন

ঘ) রাত শেষ হয়ে এল

উত্তরঃ গ) পাখিকে ঢিল মারলে কেন

৬২। বাবাকে বড্ড ভয় পাই-নিম্ন রেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?

ক) কর্মে ২য়া খ) অপাদানে ২য়া

গ) কর্মে ৪র্থী

ঘ) অপদানে ৫মী

উত্তরঃ খ) অপাদানে ২য়া

৬৩। কোনটি করণে সপ্তমী বিভক্তির উদাহরণ ?

ক) তারা বল খেলে

খ) আমার যাওয়া হয় নি

গ) বনে বাঘ আছে

ঘ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

উত্তরঃ ঘ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

৬৪। ‘‘সমিতিতে চাঁদা দাও।’’ এখানে ‘চাঁদা’ কোন কারক ?

ক) অপাদানে কারক

খ) সম্প্রাদান কারক

গ) করণ কারক ঘ) কর্তৃকারক

উত্তরঃ খ) সম্প্রাদান কারক

৬৫। করণে ‘এ’ বিভক্তির উদাহরণ কোনটি ?

ক) পাইলটে কালি নাই

খ) পাইলটের দাম নাই

গ) পাইলটে ভালো লেখা হয়

ঘ) পাইলট কলম হারিয়ে গেছে




উত্তরঃ গ) পাইলটে ভালো লেখা হয়

৬৬। ভাবাধিকরণে ৭মী বিভক্তি কোনটি ?

ক) কান্নায় শোক মন্দীভূত হয়

খ) টাকার টাকা হয়

গ) এ অধীনে দায়িত্বভার অপর্ণ কর

ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ ক) কান্নায় শোক মন্দীভূত হয়

৬৭। বাবা বাড়ি নেই-নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে শূণ্য

খ) কর্তার শূণ্য

গ) অধিকরণে শূণ্য

ঘ) অপাদানে ২য়া

উত্তরঃ গ) অধিকরণে শূণ্য

৬৮। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে বলে-

ক) কর্মকারক

খ) করণকারক

গ) সম্প্রদান কারক

ঘ) কর্তৃকারক

উত্তরঃ ক) কর্মকারক

৬৯। কোনটি কর্ম কারকে শূণ্য বিভক্তির উদাহরণ ?

ক) ডাক্তার ডাক

খ) লোক মুখে শোনা

গ) বিপদে যেন না করি ভয়

ঘ) জলকে চল

উত্তরঃ ক) ডাক্তার ডাক

৭০। ‘রাজার দুয়ারে হাতি বাঁধা ’ এ বাক্যে ‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের অধিকরণ কারক ?

ক) ভাবাধিকরণ

খ) ঐকদেশিক

গ) অভিব্যাপক

ঘ) আধারাধিকরণ

উত্তরঃ খ) ঐকদেশিক

৭১। ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’’ ‘বাঘে মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?

ক) মুখ্য কর্তা

খ) প্রযোজ্য কর্তা

গ) ব্যতিহার কর্তা

ঘ) ভাববাচ্যের কর্তা

উত্তরঃ গ) ব্যতিহার কর্তা

৭২। ‘লাঙ্গলে জমি চাষ করা হয়।’ এখানে ‘লাঙ্গলে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে শূণ্য

খ) করণে শূণ্য

গ) অপাদানে শূন্য

ঘ) করণে ৭ মী

উত্তরঃ ঘ) করণে ৭ মী

৭৩। নিম্নরেখ কোন মব্দটি কর্তার সপ্তমী বিভক্তির উদাহরণ ?

ক) এ জীবনে যদি দীপ জ¦ালাতে নাহি পার

খ) পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

গ) আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ

ঘ) এ জীবনে হয় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি

উত্তরঃ খ) পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

৭৪। ‘‘পুকুরে মাছ আছে।’’ ‘পুকুরে’ কোন অধিকরণ কারক ?

ক) বৈষয়িক অধিকরণ

খ) ভাবাধিকরণ

গ) অভিব্যাপক অধিকরণ

ঘ) ঐকদেশিক অধিকরণ

উত্তরঃ ঘ) ঐকদেশিক অধিকরণ

৭৫। ‘আমি কী ডরাই সখি ভিখারি রাঘবে ?’ এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তৃকারকে সপ্তমী

খ) অধিকরণে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী

ঘ) কর্মে সপ্তমী

উত্তরঃ গ) অপাদানে সপ্তমী

৭৬। সম্বন্ধ পদে কোন বিভক্তি হয় ?

ক) শূন্য খ) ষষ্ঠী

গ) দ্বিতীয়া

ঘ) সপ্তমী

উত্তরঃ খ) ষষ্ঠী

৭৭। বিজ্ঞাসিব জনে জনে নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী ?

ক) বীপ্সায়

খ) ব্যতিহারে

গ) অনুকারে

ঘ) সাধারণ অর্থে

উত্তরঃ ক) বীপ্সায়

৭৮। বাড়ি থেকে নদী দেখা যায়। ‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) অপাদানে পঞ্চমী

খ) কর্মে পঞ্চমী

গ) করণে পঞ্চমী

ঘ) অধিকরণে পঞ্চমী

উত্তরঃ ঘ) অধিকরণে পঞ্চমী

৭৯। বিভক্তি চিহৃ স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয় ?

ক) শূণ্য

খ) দ্বিতীয়া

গ) তৃতীয়

ঘ) চতুর্থী

উত্তরঃ ক) শূণ্য

৮০। বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে ?

ক) মুখ্য কর্তা

খ) গৌণ কর্তা

গ) ব্যতিহার কর্তা

ঘ) প্রযোজ্য কর্তা

উত্তরঃ গ) ব্যতিহার কর্তা

৮১। ‘ফুলে ফুলে ভরেছে বাসর’-এ বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ’

ক) কর্মে ৭ মী

খ) করণে ৭ মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ খ) করণে ৭মী

৮২। নিস্নরেখা চিহিৃত শব্দের কোনটি অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ ?

ক) বাবাকে বড্ড ভয় পাই

খ) বোঁটা আলগা ফল গাছে থাকে না

গ) লোক মুখে শুনেছি

ঘ) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়

উত্তরঃ ক) বাবাকে বড্ড ভয় পাই

৮৩। ‘গুরুতে দুধ দেয়’ ‘গুরুতে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) করণে ৭ মী

খ) কর্তৃকারকে ৭ মী

গ) অপাদানে ৭মী

ঘ) অধিকরণে ৭ মী

উত্তরঃ খ) কর্তৃকারকে ৭ মী

৮৪। ‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি ?

ক) জমি থেকে ফসল পাই

খ) দুধ থেকে দই হয়

গ) মেঘ থেকে বৃষ্টি হয়

ঘ) সুক্তি থেকে মুক্তো মেলে

উত্তরঃ ক) জমি থেকে ফসল পাই

৮৫। ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’ বাক্যে গোঁফে কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ৭মী

খ) সম্প্রদানে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ ঘ) অপাদানে ৭মী

৮৬। ‘মসজিদে টাকা দাও’-বাক্যে ‘মসজিদ’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ৭মী

খ) সম্প্রদানে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ খ) সম্প্রদানে ৭ মী

৮৭। কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না ?

ক) চতুর্থী

খ) পঞ্চমী

গ) ষষ্ঠী ঘ) সপ্তমী

উত্তরঃ গ) ষষ্ঠী

৮৮। ‘দুধ থেকে দই হয়’-এখানে ‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান ?

ক) গৃহীত

খ) জাত

গ) বিচ্যুতি

ঘ) আরম্ভ

উত্তরঃ ক) গৃহীত

৮৯। ‘মৃতজনে দহ প্রাণ’- নিম্নরেখ পদটি কােন কারকের কোন বিভক্তি ?

ক) কর্মে, দ্বিতীয়া .

খ) কর্মে, সপ্তমী

গ) সম্প্রদানে, চতুর্থী

ঘ) সম্প্রদানে, সপ্তমী

উত্তরঃ ঘ) সম্প্রদানে, সপ্তমী

৯০। ‘করণ’ শব্দটির অর্থ-

ক) যা থেকে কিছু বিচ্যুতি হয়

খ) যাকে স্বত্বত্যাগ করে দান

গ) যন্ত্র, সহায়ক বা উপায়

ঘ) ক্রিয়া সম্পাদনের সময়

উত্তরঃ গ) যন্ত্র, সহায়ক বা উপায়

৯১। ‘জমি থেকে ফসল পাই’ বাক্যটিতে কোন অর্থে অপাদান ব্যবহৃত হয়েছে ?

ক) জাত

খ) গৃহীত

গ) রক্ষিত



ঘ) বিচ্যুত

উত্তরঃ ক) জাত

৯২। ‘আমারে তুমি করিবে ত্রাণ’-এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তৃকারকের ৭মী

খ) কর্মকারকে ৭ মী

গ) কর্মকারকে ২য়া

ঘ) সম্প্রদানে ৪র্থী

উত্তরঃ গ) কর্মকারকে ২য়া

৯৩। কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান ?

ক) লোহার শরীর

খ) বাটির দুধ

গ) রূপার থালা

ঘ) গাছের ফল

উত্তরঃ গ) রূপার থালা

৯৪। ব্যক্তি বাচক কর্মকে কী বলে ?

ক) মুখ্য কর্ম

খ) অপ্রধান কর্ম

গ) গৌণ কর্ম

ঘ) বিধেয় কর্ম

উত্তরঃ গ) গৌণ কর্ম

৯৫। সামীপ্য অর্থে কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ ?

ক) আকাশ চাঁদ উঠেছে

খ) বনে বাঘ আছে

গ) রাজার দুয়ারে হাতি বাঁধা

উত্তরঃ গ) রাজার দুয়ারে হাতি বাঁধা

৯৬। অপাদান সম্বন্ধ কোনটি ?

ক) রাজার হুকুম

খ) চোখের দেখা

গ) প্রভুর সেবা

ঘ) সাপের ভয়

উত্তরঃ ঘ) সাপের ভয়

৯৭। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন আধারাদিকরণ বলে ?

ক) ঐকদেশিক

খ) অভিব্যাপক

গ) বৈষয়িক

ঘ) সামীপ্য অর্থে ঐকদেশিক

উত্তরঃ খ) অভিব্যাপক

৯৮।অপাদান কারকে ৭ মী বিভক্তির ব্যবহার কোনটি ?

ক) সবুজ ঘাসে ছেঁয়ে গেছে

খ) পাখিতে বাস বেঁধেছে

গ) এই মেঘে বৃষ্টি হবে

ঘ) নদীতে অনেক ঢেউ

উত্তরঃ গ) এই মেঘে বৃষ্টি হবে

৯৯। অধিকরণ কারক কত প্রকার ?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তরঃ খ) তিন

১০০। করণ কারকে ৭ মী বিভাক্তির উদাহরণ কোনটি ?

) মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা

খ) ঠান্ডা জলে বাষ্প হয় না

গ) আকাশ মেঘে আচ্ছন্ন

ঘ) দুঃখে যেন করতে পারি জয়

উত্তরঃ গ) আকাশ মেঘে আচ্ছন্ন

১০১। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি ?

ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি

গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়

ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

উত্তরঃ গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়

১০২। ‘কান্নায় শোক মন্দীভূত হয়’-‘কান্নায়’ কোন কারক ?

ক) অপাদান কারক

খ) কালধিকরণ

গ) ভাবাধিকরণ

ঘ) আধারাধিকরণ

উত্তরঃ গ) ভাবাধিকরণ

১০৩। ‘এক থালাতে খাব মোরা’ বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) অধিকরণে

৭ মী খ) কর্মে প্রথমে

গ) করণে ৭ মী

ঘ) অপাদানে ৭ মী

উত্তরঃ ক) অধিকরণে ৭ মী

১০৪। কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ ?

ক) কোন বনেতে ফুটল যে ফুল

খ) পরাজয়ে ডরে না বীর

গ) সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়

ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল

উত্তরঃ খ) পরাজয়ে ডরে না বীর

১০৫। করণ কারকে ৭মী বিভক্তি কোনটি ?

ক) নতুন ধান্যে হবে নবান্ন

খ) কাচের জিনিস সহজে ভাঙে

গ) ছেলেরা বল খেলে

ঘ) টাকায় কিনা হয়

উত্তরঃ ঘ) টাকায় কিনা হয়

১০৬। কোন বাক্যটিতে করণ কারকে শূণ্য বিভক্তির উদাহরণ আছে ?

ক) আমি স্কুলে যাচ্ছি

খ) তাড়াতাড়ি রিকশা ডাক

গ) ছেলেরা মাঠে বল খেলে

ঘ) সে রাঙামাটি যাবে

উত্তরঃ গ) ছেলেরা মাঠে বল খেলে

১০৭। ‘জিজ্ঞাসিব জনে জনে’-এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি ?

ক) করণে ৭মী

খ) কর্মে ৭মী

গ) অধিকরণে ৭মী

ঘ) অপাদানে ৭ মী

উত্তরঃ খ) কর্মে ৭ মী

১০৮। প্রভাবে উঠিল রবি লোহিত বরণ। এখানে ‘প্রভাতে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ৭ মী


খ) করণে ৭মী


গ) অধিকরণে ৭মী

ঘ) কর্তায় ৭মী

উত্তরঃ গ) অধিকরণে ৭ মী

১০৯। রাজার হুকুম কোন ধরনের সম্বন্ধ ?

ক) কর্ম সম্বন্ধ

খ) কর্তৃ সম্বন্ধ

গ) করণ সম্বন্ধ

ঘ) অপাদানে সম্বন্ধ

উত্তরঃ খ) কর্তৃ সম্বন্ধ

১১০। চেষ্ঠার সব হয়। এখানে ‘চেষ্ঠায়’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) করণ কারকে সপ্তমী

খ) কর্মকারকে সপ্তমী

গ) অধিকরণে সপ্তমী

ঘ) কর্তৃকারকে সপ্তমী

উত্তরঃ ক) করণ কারকে সপ্তমী

১১১। র-এর কোন প্রকারের বিভক্তি ?

ক) ২য়া

খ) ৩য়া

গ) ৫ মী

ঘ) ৬ষ্ঠী

উত্তরঃ ঘ) ৬ষ্ঠী

১১২। ‘বোঁটা আলগা ফল গাছে থাকে না’ এখানে বোঁটা- আলগা ’কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মকারকে প্রার্থনা

খ) অধিকরণে প্রাথমা

গ) অপাদানে প্রথমা

ঘ) কর্তৃকারকে প্রথমা

উত্তরঃ গ) অপাদানে প্রথমা

১১৩। বেলা যে পড়ে এল, জলকে চল।-‘জলকে’কোন কারকে কোন বিভক্তি ?

ক) করণে চতুর্থী

খ) কর্মে চতুর্থী

গ) নিমিওার্থে চতুর্থী

ঘ) সম্প্রদানে দ্বিতীয়

উত্তরঃ গ) নিমিওার্থে চতুর্থী

১১৪। ‘দুঃখের দহন’ কোন প্রকার সম্বন্ধ পদ ?

ক) অভেদ সম্বন্ধ

খ) অধিকার সম্বন্ধ গ) জন্ম জনক সম্বন্ধ

ঘ) হেতু সম্বন্ধ

উত্তরঃ ক) অভেদ সম্বন্ধ

১১৫। নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত ?

ক) অব্যয় খ) কারক

গ) বিভক্তি

ঘ) পদ

উত্তরঃ খ) কারক

১১৬। কোন বাক্যে ভাবে সপ্তমী র-প্রয়োগ রয়েছে?

ক) সূর্যাস্তে চারদিকে অন্ধকারে আবৃত হয় খ) লোকে কত কথা বলে

গ) ‘বিপদ মোরে রক্ষা কর’

ঘ) ‘অন্ধজনে দেহ আলো’

উত্তরঃ ক) সূর্যাস্তে চারদিকে অন্ধকারে আবৃত হয়

১১৭। কোন বাক্যে করণ কারকে শূণ্য বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে ?

ক) আমি স্কুলে যাচ্ছি

খ) সে ঢাকা যাবে

গ) ছেলেরা মাঠে বল খেলে

ঘ) তাড়াতাড়ি ডাক্তার ডাক

উত্তরঃ গ) ছেলেরা মাঠে বল খেলে

১১৮। কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে ?

ক) সে গ্রামে যাবে

খ) তাকে গ্রামে যেতে হবে

গ) ছুটি হলে ঘন্টা বাজে

ঘ) আমার যাওয়া হবে না

উত্তরঃ ঘ) আমার যাওয়া হবে না

১১৯। কোন বাক্যে কর্তার এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে ?

ক) পাগলে কী না বলে

খ) বনে বাঘ আছে

গ) ফুলে ফুলে বাগান ভরেছে

ঘ) ‘অন্ধজনে দেহ আলো’

উত্তরঃ ক) পাগলে কী না বলে

প্রকৃতি ও প্রত্যয় - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
অনুসর্গ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম