প্রকৃতি ও প্রত্যয় - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রকৃতি ও প্রত্যয়
১। ‘দাতা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?ক) √দা + অক্
খ) √দা + তৃচ্
গ) √দাত + আ
ঘ) √দা + ণক্
উত্তরঃ খ) √দা + তৃচ্
২। ‘দোলনা’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) দোল্ + না
খ) দীল + অনা
গ) দুল্ + আ
ঘ) দিল + না
উত্তরঃ গ) দুল্ + আ
৩। ‘নীলিমা’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) নীল + তৃচ
খ) নীল + ইমা
গ) নীল + ইমন
ঘ) নীলি + ইমা
উত্তরঃ গ) নীল + ইমন
৪। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ ?
ক) কাব্য
খ) সৌর
গ) শীতল
ঘ) শ্রীমান
উত্তরঃ খ) সৌর
৫। ‘ছিন্ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় সাধিত কোনটি ?
ক) √ছিদ্ + ক্ত
খ) √ছিদ্ + ত
গ) √ছিদ্ + ক্ত
ঘ) √ছিন্ + ত
উত্তরঃ ক) √ছিদ্ + ক্ত
৬। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক) বাংলা প্রত্যয়
খ) সংস্কৃত প্রত্যয়
গ) তদ্ধিত প্রত্যয়
ঘ) কৃৎ প্রত্যয়
উত্তরঃ ঘ) কৃৎ প্রত্যয়
৭। ‘হত’ এর সঠিক প্রকৃতি কোনটি ?
ক) √হম্ + ক্ত
খ) √হন্ + ক্ত
গ) √হত্ + ক্ত
ঘ√হষ্ + ক্ত
উত্তরঃ খ) √হন্ + ক্ত
৮। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তন হয়। এ পরিবর্তনকে কী বলে ?
ক) উপধা ও গুন
খ) ইৎ ও টি
গ) গুন ও বৃদ্ধি
ঘ) টি ও উপধা
উত্তরঃ গ) গুন ও বৃদ্ধি
৯। নিচের কোনটি বেওা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ ?
ক) সাহিত্যিক
খ) ধার্মিক
গ) নাগরিক
ঘ) সামরিক
উত্তরঃ ক) সাহিত্যিক
১০। নিচের কোন তদ্ধিত প্রত্যয়টি উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়েছে ?
ক) কুসুমিত
খ) সুখিন
গ) কুলীন
ঘ) নবীন
উত্তরঃ ক) কুসুমিত
১১। ‘জয়’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) জি+ অল
খ) জয় + অ
গ) জি + অয়
ঘ) জ + অয়
উত্তরঃ ক) জি+ অল
১২। ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায় ?
ক) শ্রদ্ধা
খ) সাদৃশ্য
গ) অবজ্ঞা
ঘ) সামীপ্য
উত্তরঃ গ) অবজ্ঞা
১৩। কোনটি নিপাতনে সিদ্ধ কৃৎপ্রত্যয় ?
ক) দও
খ) রুদ্ধি
গ) যুদ্ধ
ঘ) শ্রান্তি
উত্তরঃ খ) রুদ্ধি
১৪। ‘নৈপুণ্য’ বোঝাতে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে কোনটিতে ?
ক) জেলে
খ) বেলে
গ) মেছো
ঘ) খুনে
উত্তরঃ ঘ) খুনে
১৫। কোনটিতে ‘উপজীবিকা’ অর্থে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে ?
ক) ভাদুরে
খ) পাথুরে
গ) বেলে
ঘ) জেলে
উত্তরঃ ঘ) জেলে
১৬। ‘ভেদ’ শব্দটির সঠিক প্রকৃতির ও প্রত্যয় কোনটি ?
ক) √ভদ + ঘঞ্
খ) √ভিদ্+ ঘঞ্
গ) √ভেদ্ + ঘঞ্
ঘ) √ভিদ + ঘ
উত্তরঃ খ) √ভিদ্+ ঘঞ্
১৭। ‘বেওা’ অর্থে ‘ষিক’ প্রত্যয়যুক্ত শব্দ কোনটি ?
ক) সামুদ্রিক
খ) মাসিক
গ) বৈদিক
ঘ) হৈমন্তিক
উত্তরঃ গ) বৈদিক
১৮। নিচের কোনটি সঠিক প্রত্যয় ?
ক) √খা + অন = খাওন
খ) √খা + ওন = খাওন
গ) √খা + উন = খাওন
ঘ) √খা + অণ = খাওন
উত্তরঃ ক) √খা + অন = খাওন
১৯। ‘সুন্দন + ষ্ণ্য = সৌন্দর্য’ কোন অর্থে প্রত্যয় ?
ক) ভাবার্থে
খ) অপত্য অর্থে
গ) নিপুণ অর্থে
ঘ) রূপকার্থে
উত্তরঃ ক) ভাবার্থে
২০। ‘অনট’ প্রত্যয় যোগে গঠিত কৃদন্ত পদ কোনটি ?
ক) দাতা
খ) দর্শন
গ) বিদ্রোহী
ঘ) ভ্রমণ
উত্তরঃ খ) দর্শন
২১। কোনটি অপত্য ’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক) আগ্নেয়
খ) দাশরথি
গ) হৈমন্তিক
ঘ) সৌর
উত্তরঃ খ) দাশরথি
২২। ‘বধ’ শব্দের সঠিক ক্রিয়া প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) হণ্ + অল্
খ) বধ্ + অল
গ) বধ্ + অ
ঘ) হন্ + ণিন
উত্তরঃ ক) হণ্ + অল্
২৩। ‘সদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি ?
ক) ঢোরা
খ) ডিঙ্গা
গ) বাঘা
ঘ) চাকা
উত্তরঃ গ) বাঘা
২৪। ‘সদৃশ্য’ অর্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে ?
ক) চোরা
খ) জলা
গ) হাতা
ঘ) ডিঙ্গা
উত্তরঃ গ) হাতা
২৫। কেবল ভাববাচ্যে
কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক) চোরা
খ) জলা
গ) হাতা
ঘ) ডিঙ্গা
উত্তরঃ ক) চোরা
২৬। আ-কারান্ত ধাতুর পর ণক প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে কী আসে ?
ক) য
খ) য়
গ) র
ঘ) ষ
উত্তরঃ খ) য়
২৭। ‘পূজক’ শব্দের সঠিক প্রকৃতি কোনটি ?
ক) √পূঁজি + অক
খ) √পূঁজি + ণক
গ) √পূঁজী + অক
ঘ) √পূঁজী + ণক
উত্তরঃ খ) √পূঁজি + ণক
২৮। নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?
ক) মনু + ষ্ণ = মানব
খ) জিত্ + অ = জিত
গ) বহ্ + তা = বহতা
ঘ) লভ্ + য = লভ্য
উত্তরঃ ক) মনু + ষ্ণ = মানব
২৯। ‘একলা’ শব্দের ‘লা’ প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) জাত
খ) যুক্ত
গ) সদৃশ্য
ঘ) স্বার্থে
উত্তরঃ ঘ) স্বার্থে
৩০। ‘অপত্য’অর্থে নিচের কোনটিতে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে ?
ক) সৌন্দর্য
খ) যাদব
গ) গৌরব
ঘ) বৈদ্য
উত্তরঃ খ) যাদব
৩১। নিচের কোনটি প্রত্যয়যুক্ত শব্দ নয় ?
ক) সৌন্দর্য
খ) যাদব
গ) গৌরব
ঘ) বৈদ্য
উত্তরঃ ক) সৌন্দর্য
৩২। আ-কারান্ত ধাতুর সঙ্গে অন্ প্রত্যয় যোগ হলে, অন এর স্থলে কী হয় ?
ক) আ
খ) অনা
গ) ওন
ঘ) ওনা
উত্তরঃ গ) ওন
৩৩। ‘সুপ্ত’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) √সৃজ্ + ক্ত
খ) √সুপ্ ক্ত
গ) √স্বপ্ + ক্ত
ঘ) স্বাপ্ + ক্ত
উত্তরঃ গ) √স্বপ্ + ক্ত
৩৪। ‘উমেদারি’ শব্দে ‘ই’ প্রত্যয় কোনটি ?
ক) বৃওি বা ব্যবসা
খ) ভাব
গ) মালিক
ঘ) জাত
উত্তরঃ খ) ভাব
৩৫। ‘আ’ প্রত্যয়যোগে সমষ্টি অর্থে কোনটি ব্যবহৃত ?
ক) চোর
খ) বাঘা
গ) চোখা
ঘ) বিশা
উত্তরঃ ঘ) বিশা
৩৬। ‘মুক্তি’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি ?
ক) √মুচ্ + ক্তি
খ) √মুক্ + তি
গ) √মুচ্ + তি
ঘ) √মু + ক্তি
উত্তরঃ ক) √মুচ্ + ক্তি
৩৭। ‘ক্রেতা’ শব্দের সঠিক প্রকৃতি কোনটি ?
ক) √ক্রে + তা
খ) √ক্রি + ইন্
গ) √ক্রি + ত্ ৃ
ঘ) √ক্রী + তৃচ্
উত্তরঃ ঘ) √ক্রী + তৃচ্
৩৮। কানু + আই = কানাই শব্দে ‘আই’ প্রত্যয় কী অর্থে যুক্ত হয়েছে ?
ক) আদরার্থে
খ) অবজ্ঞার্থে
গ) স্বার্থে
ঘ) নিন্দার্থে
উত্তরঃ ক) আদরার্থে
৩৯। কোন শব্দটি ‘অনট’ প্রত্যয়যোগে গঠিত ?
ক) শুনানি
খ) নয়ন
গ) ডুবন্ত
ঘ) কদিন
উত্তরঃ খ) নয়ন
৪০। আ-প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি ?
ক) রোগা
খ) হাজিরা
গ) চাকা
ঘ) কানা
উত্তরঃ ক) রোগা
৪১। ভাববাচক বিশেষ্যপদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক) আন
খ) আই
গ) আল
ঘ) আও
উত্তরঃ খ) আই
৪২। বাংলা ভাষার তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তরঃ খ) তিন
৪৩। বৃহদার্থে প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ?
ক) ডিঙা
খ) ডিঙি
গ) ভাঙা
ঘ) ডোঙা
উত্তরঃ ক) ডিঙা
৪৪। কৃৎ-প্রত্যয় সাধিত পদটাকে কী বলা হয় ?
ক) বিভক্তিযুক্ত
খ) সমাসবদ্ধ
গ) কৃদন্ত পদ
ঘ) সমস্ত পদ
উত্তরঃ গ) কৃদন্ত পদ
৪৫। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে অথবা শব্দমূল বা শব্দ প্রকৃতির সাথে যুক্ত হয়-
ক) তদ্ধিত প্রত্যয়
খ) অন্ত প্রত্যয়
গ) কৃৎ প্রত্যয়
ঘ) আন প্রত্যয়
উত্তরঃ ক) তদ্ধিত প্রত্যয়
৪৬। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী ?
ক) ভাষা সংক্ষেপে
খ) শব্দের মিলন
গ) নতুন শব্দ গঠন
ঘ) বাক্যে অলঙ্করণ
উত্তরঃ গ) নতুন শব্দ গঠন
৪৭। প্রকৃতি, ধাতু কিংবা পাতিপদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তার নাম কী ?
ক) উপধা
খ) গুন
গ) হৃৎ
ঘ) ইৎ
উত্তরঃ ঘ) ইৎ
৪৮। ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) মু + ক্ত
খ) মুক + ত
গ) মুহ্ + ক্ত
ঘ) মুচ্ + ক্ত
উত্তরঃ ঘ) মুচ্ + ক্ত
৪৯। ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী
ক) উপধা
খ) অনুধা
গ) ব্যবধা
ঘ) শতধা
উত্তরঃ ক) উপধা
৫০। বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি ?
ক) পাওনাদার
খ) যাচাই/ঝরণা
গ) একঘরে
ঘ) ফুলদানি
উত্তরঃ খ) যাচাই/ঝরণা
৫১। ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) মহি + মা
খ) মহা + ইমা
গ) মহা + ইমন
ঘ) মহৎ + ইমন
উত্তরঃ ঘ। ঘ) মহৎ + ইমন
৫২। শ্রবণ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) শ্রবণ + অ
খ) শ্রী + অন
গ) শ্রব + অন
ঘ) শ্রু + অন
উত্তরঃ ঘ) শ্রু + অন
৫৩। সদৃশ্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন পদে ?
ক) কেষ্টা
খ) লোনা
গ) চাকা
ঘ) বাঘা
উত্তরঃ ঘ) বাঘা
৫৪। গরিষ্ঠ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) গরি + ইষ্ঠ
খ) গুরু + ইষ্ঠ
গ) গরি + ষ্ঠ
ঘ) গুরু + ষ্ঠ
উত্তরঃ খ) গুরু + ইষ্ঠ
৫৫। জাত অর্থে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে ?
ক) জমিদারি
খ) রেশমি
গ) দোকানি
ঘ) চাষি
উত্তরঃ খ) রেশমি
৫৬। ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো-
ক) মোড় + অক
খ) মোড়া + অক
গ) মুড়ি + অক
ঘ) মুড় + অক
উত্তরঃ ঘ) মুড় + অক
৫৭। ‘মাতা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) মা + তৃচ্
খ) মা + ক্তা
গ) মাত্ + আ
ঘ) মাতা + য
উত্তরঃ ক) মা + তৃচ্
৫৮। কোনটিতে বিশেষ্য গঠনে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক) ভাজি
খ) শুনানি
গ) সিলাই
ঘ) আঁটুনি
উত্তরঃ ক) ভাজি
৫৯। ‘উপ্ত’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) √বপ্ + ক্ত
খ) উপ + ক্ত
গ) উপ + ক্তি
ঘ) √বপ্ + ক্তি
উত্তরঃ ক) √বপ্ + ক্ত
৬০। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী ?
ক) প্রত্যয়ান্ত শব্দ
খ) কৃদন্ত শব্দ
গ) তদ্ধিতান্ত শব্দ
ঘ) সাধিত শব্দ
উত্তরঃ গ) তদ্ধিতান্ত শব্দ
৬১। ‘বৈজ্ঞানিক’ শব্দটিতে কী অর্থে ‘ষ্ণিক’ প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক) দক্ষ বা বেওা
খ) বিষয়ক
গ) ভাবার্থে
ঘ) বিশেষণ গঠনে
উত্তরঃ ক) দক্ষ বা বেওা
৬২। নিচের কোনটিতে ‘সই’ প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি ?
ক) জুতসই
খ) মানানসই
গ) চলনসই
ঘ) নামসই
উত্তরঃ ঘ) নামসই
৬৩। কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি ?
ক) পাথুরে
খ) মেছো
গ) গেঁয়ো
ঘ) নেয়ে
উত্তরঃ ক) পাথুরে
৬৪। কোনটিতে উপজীবিকা অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে ?
ক) ভাদুরে
খ) পাথুরে
গ) বেলে ঘ) জেলে
উত্তরঃ ঘ) জেলে
৬৫। নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত ?
ক) কুসুমিত
খ) মাধুর্য
গ) পঙ্কিল
ঘ) নীলিমা
উত্তরঃ ঘ) নীলিমা
৬৬। প্রত্যয় সাধিত শব্দ কোনটি ?
ক) সুখী খ) সফল
গ) জেলে
ঘ) মহাত্ম
উত্তরঃ গ) জেলে
৬৭। বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ?
ক) মিশুক
খ) মেঘলা
গ) বড়াই
ঘ) পানসে
উত্তরঃ ঘ) পানসে
৬৮। উক্ত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) √বপ + ক্ত
খ) √বচ্ + ক্ত
গ) উচ্ + ক্ত
ঘ) উপ্ + ক্ত
উত্তরঃ খ) √বচ্ + ক্ত
৬৯। ‘মেধাবী’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) মেধা + বিন্
খ) মেধা + ইন
গ) মেধ + বিন
ঘ) মেধ + আবী
উত্তরঃ ক) মেধা + বিন্
৭০। শব্দগঠনে উদ্দেশ্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কী বলা হয় ?
ক) প্রত্যয়
খ) সন্ধি
গ) কারক
ঘ) সমাস
উত্তরঃ ক) প্রত্যয়
৭১। ‘শান্তি’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) শান্ত + ঈ
খ) √শাম্ + তি
গ) √শম্ + ক্তি
ঘ) শম্ + ন্তি
উত্তরঃ গ) √শম্ + ক্তি
৭২। নৈপুণ্য বুঝাতে ইয়া / এ প্রত্যয়ের উদাহরণ কোনটি ?
ক) সুটে
খ) জেলে
গ) খুনে
ঘ) বেলে
উত্তরঃ গ) খুনে
৭৩। ‘সই’ কোন প্রত্যয় ?
ক) বাংলা কৃৎ
খ) বাংলা তদ্ধিত
গ) বিদেশি তদ্ধিত
ঘ) সংস্কৃত তদ্ধিত
উত্তরঃ গ) বিদেশি তদ্ধিত
৭৪। কৃদন্ত বিশেষণ গঠনে কৃৎ প্রত্যয় কোনটি ?
ক) শ্রমী
খ) চলিষ্ণু
গ) আত্মঘাতী
ঘ) ভোজ্য
উত্তরঃ খ) চলিষ্ণু
৭৫। শানচ্ প্রত্যয়ের ‘আন’ বিকল্পে কী হয় ?
ক) আনো
খ) আনা
গ) কান
ঘ) মান
উত্তরঃ ঘ) মান
৭৬। ওয়ান-আন কোন ভাষায় প্রত্যয় ?
ক) হিন্দি
খ) ফারসি
গ) আরবি
ঘ) ইংরেজী
উত্তরঃ ক) হিন্দি
৭৭। √লিখ্ + ইয়ে এর সঠিক প্রত্যয় সাধিত শব্দ কী ?
ক) লেখক খ) লেখা
গ) লিখিত
ঘ) লিখিয়ে
উত্তরঃ ঘ) লিখিয়ে
৭৮। কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে ?
ক) নিমাই
খ) কেষ্টা
গ) মুটে
ঘ) কানাই
উত্তরঃ খ) কেষ্টা
৭৯। প্রকৃতির আগে কোন চিহৃ ব্যবহৃত হয় ?
ক) +
খ) -
গ) ›
ঘ) .
উত্তরঃ ঘ) .
৮০। কোনটিতে বিশেষ নিয়মের প্রত্যয়যোগে গঠিত শব্দ ?
ক) মতি
খ) সিক্ত
গ) গতি
ঘ) দুগ্ধ
উত্তরঃ ক) মতি
৮১। ‘পাকড়াও’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) পাক্ + ড়াও
খ) পা + কড়াও
গ) পাকড়া + আও
ঘ) পাকড়া + ও
উত্তরঃ গ) পাকড়া + আও
৮২। বিশেষ্য পদ গঠনে ‘র’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে ?
ক) মধুর
খ) চামড়া
গ) ডাক্তার
ঘ) আমার
উত্তরঃ ক) মধুর
৮৩। ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) কৃত + ব্য
খ) কৃ + তৃচ
গ) √কৃ + তব্য
ঘ) √কৃৎ + তব্য
উত্তরঃ গ) √কৃ + তব্য
৮৪। ‘জাত’ অর্থে কোনটিতে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক) ঢাকাই
খ) মোগলাই
গ) মিঠাই
ঘ) চড়াই
উত্তরঃ ক) ঢাকাই
৮৫। কাঁদ + অন-কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত ?
ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়
গ) বাংলা কৃৎ প্রত্যয়
ঘ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ গ) বাংলা কৃৎ প্রত্যয়
৮৬। শব্দমূল কোনটি ?
ক) নাম প্রকৃতি
খ) প্রত্যয়
গ) বিভক্তি
ঘ) ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ ক) নাম প্রকৃতি
৮৭। শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) শিশু + ষ্ণ
খ) শিশু + ষ্ণ্য
গ) শিশু + শব
ঘ) শৈ + শব
উত্তরঃ ক) শিশু + ষ্ণ
৮৮। টাক + উয়া = টেকো-কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ ?
ক) বাংলা
খ) বিদেশি
গ) সংস্কৃত
ঘ) বিসর্গ
উত্তরঃ ক) বাংলা
৮৯ । ‘উক্তি’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) √বচ্ + ক্তি
খ) √বচ্ + উক্তি
গ) √বচ্ + ক্তি
ঘ) √বচ্ + তি
উত্তরঃ গ) √বচ্ + ক্তি
৯০। বাংলা ভাষার প্রত্যয় কত প্রকার ?
ক) দুই প্রকার
খ) চার প্রকার
গ) তিন প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তরঃ ক) দুই প্রকার
৯১। দার ও বাজ প্রত্যয় দু’টি কোন ভাষায় ?
ক) হিন্দি
খ) আরবি
গ) ফারসি
ঘ) উর্দু
উত্তরঃ গ) ফারসি
৯২। কোনটি ‘ইন্’ প্রত্যয় দুটি কোন ভাষার ?
ক) শ্রমী
খ) গ্রাহী
গ) স্থায়ী
ঘ) শান্তি
উত্তরঃ ক) শ্রমী
৯৩। বিশেষ নিয়মে গঠিত কৃদন্ত শব্দ কোনটি ?
ক) উড়–উড়–
খ) খাওন
গ) নাচন
ঘ) ঝলক
উত্তরঃ খ) খাওন
৯৪। ‘ডিঙ্গা’ শব্দে ‘আ’ প্রত্যয়যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয় ?
ক) বৃহদার্থে
খ) ক্ষুদ্রার্থে
গ) সমার্থে
ঘ) ভিন্নার্থে
উত্তরঃ ক) বৃহদার্থে
৯৫। কর্ম ও ভাববাচ্যের ধাতুর পর কোন প্রত্যয় হয় ?
ক) তব্য ও অনীয়
খ) তব্য ও তুচ
গ) তব্য ও ইন
ঘ) ধ্যন ও অন
উত্তরঃ ক) তব্য ও অনীয়
৯৬। ‘করণীয়’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) √কর + নীয়
খ) ক + রনীয়
গ) কিঃ + নীয়
ঘ) √কৃ + অনীয়
উত্তরঃ ঘ) √কৃ + অনীয়
৯৭। নিচের কোনটি দক্ষ বা বেওা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ ?
ক) ধার্মিক
খ) রাবনি
গ) হৈমন্তিক
ঘ) বৈদিক
উত্তরঃ ঘ) বৈদিক ৯
৮। ‘নয়ন’ এর প্রকৃতি প্রত্যয় কী ?
ক) নী + অনট
খ) নে + অনট
গ) নী + অট
ঘ) নে + অট
উত্তরঃ ক) নী + অনট
৯৯। ‘রাধুনি’-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক) √রাঁধ + অনি
খ) √রাঁধ + উনি
গ) √রাঁধু + ওনি
ঘ) √রাঁধ + আনি
উত্তরঃ ক) √রাঁধ + অনি
১০০। কোন শব্দে ‘বৃওি’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক) পোদ্দারি
খ) জমিদারি
গ) সরকারি
ঘ) রেশমি
উত্তরঃ ক) পোদ্দারি
১০১। কোনটিতে অবজ্ঞার্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক) বাঘা
খ) চোরা
গ) চোখা
ঘ) চাষা
উত্তরঃ খ) চোরা
১০২। √কৃ + ঘ্যণ = কার্য, কোন সূত্রে কৃদন্ত পদটি সাধিত হয়েছে ?
ক) উপধা
খ) আগম
গ) গুন
ঘ) বৃদ্ধি
উত্তরঃ ঘ) বৃদ্ধি
১০৩। ‘ঘরামি’ শব্দটির প্রকৃতি প্রত্যয় কী ?
ক) ঘর + আমি
খ) ঘরা + মি
গ) ঘর + মি
ঘ) ঘরা + আমি
উত্তরঃ ক) ঘর + আমি
১০৪। কোনটিতে মালিক অর্থে ই/ ঈ প্রত্যয় হয়েছে ?
ক) জমিদারি
খ) বাহাদুরি
গ) চাষি
ঘ) রেশমি
উত্তরঃ ক) জমিদারি
১০৫। বিষয়ক অর্থে ‘ষ্ণিক’ (ইক) প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে ?
ক) বৈদিক
খ) ধার্মিক
গ) আকস্মিক
ঘ) ঐতিহাসিক
উত্তরঃ খ) ধার্মিক
১০৬। ‘আদরার্থে’ আই প্রত্যয় যোগ হয়েছে কোন শব্দে ?
ক) শান্তি
খ) শ্রমী
গ) শ্রান্তি
ঘ) শ্রুতি
উত্তরঃ ক) শান্তি
Share This Post