এককথায় প্রকাশ (বাক্য সংকোচন) -অতি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
এককথায় প্রকাশ (বাক্য সংকোচন)
১। যা দমন কা কষ্টকর - এক কথায় কী বলে?
ক) অদম্য
খ) দুর্দমনীয়
গ) দুর্নিবার
ঘ) অনির্বায
উত্তরঃ খ) দুর্দমনীয়
২। ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ - এক কথায় কী হবে?
ক) অবিমৃষ্যকারী
খ) অপরিণামদর্শী
গ) অবিসংবাদী
ঘ) অনভিজ্ঞ উত্তরঃ ক) অবিমৃষ্যকারী
৩। ‘মৃতের মতো অবস্থা যার’- এক কথায় কী হবে?
ক) মুমূর্হু
খ) মুমুক্ষু
গ) মৃতবৎ
ঘ) মুমূর্ষু
উত্তরঃ ঘ) মুমূর্ষু
৪। “ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি”- এর বাক্য সংক্ষেপণ কোনটি?
ক) ঐতিহাসিক
খ) ইতিহাসবেত্তা
গ) প্রত্যুৎপন্নমতি
ঘ) নাস্তিক
উত্তরঃ খ) ইতিহাসবেত্তা
৫। ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এক কথায় কী বলে?
ক) বিপদসংকুল
খ) শ্বাপদসংকুল
গ) ভীতিসংকুল
ঘ) অরণ্য জনপদ
উত্তরঃ খ) শ্বাপদসংকুল
৬। “সকলের জন্য প্রযোজ্য ”- এক কথায় কী বলে?
ক) সর্বজনিন
খ) সার্বজনিন
গ) সার্বজনীন
ঘ) সর্বজনীন
উত্তরঃ ঘ) সর্বজনীন
৭। যে রোগ নির্ণয় করতে গিয়ে হাতড়ে মরে, তাকে কথায় কী বলে?
ক) আনাড়ি
খ) হাভাতে
গ) হাতুড়ে
ঘ) হাতুড়ি
উত্তরঃ গ) হাতুড়ে
৮। ‘যা পূর্বে দেখা যায়নি এমন’ এক কথায় কী বলে?
ক) দৃষ্টপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অদেখা
ঘ) ভূতপূর্ব
উত্তরঃ
খ) অদৃষ্টপূব
৯। “আপনাকে কেন্দ্র করে যার চিন্তা।” বাক্যটিকে সংক্ষেপ রূপ হলো-
ক) আত্মকেন্দ্রিক
খ) আত্মচিন্তা
গ) আত্মচেতনা
ঘ) ভূতবান
উত্তরঃ ক) আত্মকেন্দ্রিক
১০। ‘যার অন্য উপায় নেই’- এক কথায় কী হবে?
ক) নিরুপায়
খ) অনন্যেপায়
গ) অন্যনোপায়
ঘ) অন্যোনপায়
উত্তরঃ খ) অনন্যেপায়
১১। ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না” - এর এককথায় প্রকাশ কোনটিতে?
ক) অনন্যরকম
খ) অসাধারণ
গ) সাধারণ
ঘ) অনন্যসাধারণ
উত্তরঃ ঘ) অনন্যসাধারণ
১২। যে ব্যক্তি উপাকারীর অপকার করে, তাকে কী বলে?
ক) কৃতঘ্ন
খ) কৃতজ্ঞ
গ) অকৃতজ্ঞ
ঘ) নমস্য উত্তরঃ
ক) কৃতঘ্ন
১৩। যে উপকারীর উপকার করে- এ বাক্যের সংকুচিত রূপ কোনটি?
ক) কৃতজ্ঞ
খ) কৃতঘ্ন
গ) উপকারী
ঘ) প্রত্যুপকারী
উত্তরঃ ঘ) প্রত্যুপকারী
১৪। ‘যে সকল অত্যাচারই সয়ে যায়”- এর সংক্ষেপণ কী হবে?
ক) সর্বংসহা
খ) সর্বসহ্যকারী
গ) সহনশীল
ঘ) সহ্যশীল উত্তরঃ
ক) সর্বংসহা
১৫। “ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি”-এক কথায় প্রকাশ কোনটি?
ক) জিতেন্দ্রিয়
খ) ইন্দ্রেজিৎ
গ) জীবন্মৃত
ঘ) কৃতদার উত্তরঃ
ক) জিতেন্দ্রিয়
১৬। ‘যা দমন করা যায় না- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক) অনিবার্য
খ) দুর্দমনীয়
গ) দুর্নিবার
ঘ) অদম্য ‘
উত্তরঃ ঘ) অদম্য
১৭। ‘যা ভাষায় প্রকাশ করা যায় না’- তাকে এককথায় কী বলে?
ক) অব্যক্ত
খ) অবর্ণনীয়
গ) অনুদ্বর্য
ঘ) অনির্বচনীয়
উত্তরঃ ঘ) অনির্বচনীয়
১৮। “বিদেশে থাকে যে” এর এককথায় প্রকাশ-
ক) বিদেশি
খ) স্বদেশি-বিদেশি
গ) প্রবাসী
ঘ) প্রোষিতভর্তৃকা
উত্তরঃ গ) প্রবাসী
১৯। ‘যা নিবারণ করা কষ্টকর’- এর বাক্য সংকোচন কোনটি?
ক) অদম্য
খ) দুর্দম্য
গ) দুর্দমনীয়
ঘ) দেদিপ্যমান
উত্তরঃ ঘ) দেদিপ্যমান
২০। যা দীপ্তি পাচ্ছে- এককথায় কী বলে?
ক) দেদীপ্যমান
খ) দীপ্তিময়
গ) দীপ্যমান
ঘ) দেদিপ্যমান
উত্তরঃ ক) দেদীপ্যমান
২১। যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এককথায় কী বলে?
ক) পরগাছা
খ) আগাছা
গ) বর্ণচোরা
ঘ) বনস্পতি
উত্তরঃ ঘ) বনস্পতি
২২। ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ - বাক্যটির এককথায় প্রকাশ কী হবে?
ক) প্রত্যুদগমন
খ) প্রত্যুপকার
গ) অগ্রগামী
ঘ) অগ্রগামি
উত্তরঃ ক) প্রত্যুদগমন
২৩। যে কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে এককথায় কী বলে?
ক) পরিশ্রমী
খ) কৃতজ্ঞতাশীল
গ) বীরপ্রসূ
ঘ) কর্মঠ
উত্তরঃ ঘ) কর্মঠ
২৪। কোনোভাবেই যা নিবারণ করা যায় না- এর এককথায় প্রকাশ কোনটি?
ক) অনিবর্য
খ) দুর্নিবার
গ) দুর্জয়
ঘ) দুর্লভ
উত্তরঃ ক) অনিবয
২৫। যে নারীর হাসি পবিত্র-তাকে সংক্ষেপে কী বলে?
ক) সুম্মিতা
খ) সুহাসিনী
গ) মুচিম্মিত
ঘ) শুচিস্মিতা
উত্তরঃ ঘ) শুচিস্মিতা
২৬। যা বলার যোগ্য নয় তাকে এককথায় কী বলে?
ক) অকথ্য
খ) অব্যক্ত
গ) অনুক্ত
ঘ) দুর্বাচ্য
উত্তরঃ ক) অকথ্য
২৭। ‘শুভক্ষণে জন্ম যার’ - এককথায় কী হয়?
ক) শুভজন্ম
খ) ক্ষণজন্মা
গ) দেদীপ্যমান
ঘ) প্রতুৎপন্নমতি
উত্তরঃ খ) ক্ষণজন্মা
২৮। যার বার বার দুলছে, তাকে এককথায় কী বলে?
ক) দোদুল্যমান
খ) দেদীপ্যমান
গ) রোরুদ্যমান
ঘ) উদীয়মান
উত্তরঃ ক) দোদুল্যমান
২৯। যে নারীর স্বামী ও পুত্র নেই- এককথায় কী হবে?
ক) অপুত্রক
খ) অবীরা
গ) অসূর্যস্পর্শা
ঘ) বন্ধ্যা
উত্তরঃ খ) অবীরা
৩০। ‘যার কোনো কিছু থেকেই ভয় নেই” এককথায় প্রকাশ কী?
ক) ভয়শূন্য
খ) অভয়
গ) অকুতোভয়
ঘ) নির্ভীক
উত্তরঃ গ) অকুতোভয়
৩১। এক থেকে শুরু করে ক্রমাগত- এককথায় কী হবে?
ক) ক্রমে ক্রমে
খ) ক্রমাভিমুখে
গ) একাধিক্রমে
ঘ) বহুদিক্রমে
উত্তরঃ গ) একাধিক্রমে
৩২। ভয় নেই যার, তাকে এককথায় কী বলা হয়?
ক) নির্ভীক
খ) নির্ভয়
গ) ভয়লেশহীন
ঘ) অভাবনীয়
উত্তরঃ ক) নির্ভীক
৩৩। নষ্ট হওয়াই স্বভাব যার- তাকে এককথায় কী বলে?
ক) অবিনশ^র
খ) নষ্ট স্বভাব
গ) বিনষ্ট
ঘ) নশ^র
উত্তরঃ ঘ) নশ^র
৩৪। ‘যা অধ্যয়ন করা হয়েছে’ তাকে এককথায় বলে-
ক) দুর্জয়
খ) দুর্লভ
গ) অনুক্ত
ঘ) অধীত
উত্তরঃ ঘ) অধীত
৩৫। ‘হনন করা ইচ্ছা’- এক কথায় কী বলে?
ক) জিঘাংসা
খ) জির্গীষা
গ) দিদৃক্ষা
ঘ) জগুৎসা
উত্তরঃ ক) জিঘাংসা
৩৬। যে ব্যক্তির দু‘হাত সমান চলে তাকে কী বলে?
ক) দোহাতী
খ) সব্যসাচী
গ) পরভর্তৃকা
ঘ) দ্বিজ
উত্তরঃ খ) সব্যসাচী
৩৭। অনুসন্ধান করা ইচ্ছাকে কী বলে?
ক) অনুচিকীর্ষা
খ) অনুসন্ধিৎসা
গ) প্রতিচিকীর্ষা
ঘ) অনুচ্চার্য
উত্তরঃ খ) অনুসন্ধিৎসা
৩৮। যে নারীর চেহারা দেখতে সুন্দর- এক কথায় কী হবে?
ক) সুদর্শনা
খ) অপরূপা
গ) রূপসী
ঘ) ললনা
উত্তরঃ ক) সুদর্শনা
৩৯। ‘লাভ করার ইচ্ছা’ - একে এক কথায় কী বলে?
ক) লোপ
খ) লোভ
গ) লিপ্সা
ঘ) বুভুক্ষা
উত্তরঃ গ) লিপ্সা
৪০। যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কী বলে?
ক) মনোযোগী
খ) মেধাবী
গ) শ্রুতিধর
ঘ) স্মৃতিবান
উত্তরঃ গ) শ্রুতিধর
৪১। ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?
ক) প্রতুৎপন্নমতি
খ) প্রতুৎপন্নমতি
গ) প্রতুৎপন্যমতি
ঘ) প্রত্যুপান্যমতি
উত্তরঃ ক) প্রতুৎপন্নমতি
৪২। যে মেয়ের এখনও বিবাহ হয়নি তাকে এককথায় কী বলে?
ক) বিধবা
খ) সধবা
গ) অনূঢ়া
ঘ) কাকবন্ধ্যা
উত্তরঃ গ) অনূঢ়া
৪৩। যা বলা হয়নি’- এর এককথায় প্রকাশ কোনটি?
ক) না কথা
খ) অনুক্ত
গ) নির্বাক
ঘ) মূক
উত্তরঃ খ) অনুক্ত
৪৪। বিশ^জনের হিতকর- বাক্যের সংকোচন কোনটি?
ক) বিশ^জনীন
খ) অব্যক্ত
গ) অনুক্ত
ঘ) দুর্বাচ্য
উত্তরঃ ক) বিশ^জনীন
৪৫। যে ব্যাক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে কী বলে?
ক) লব্ধপ্রতিষ্ঠা
খ) জাতিস্মর
গ) ভূজঙ্গম
ঘ) প্রত্যুৎপন্নমতি
উত্তরঃ খ) জাতিস্মর
৪৬। যে নারীর হিংসা নেই- এর সংকুচিত রূপ হল-
ক) অনসূয়া
খ) অহিংসক
গ) অনুসূয়া
ঘ) অসূয়াবতী
উত্তরঃ ক) অনসূয়া
৪৭। ‘যা পূর্বে ছিল এখন নেই’ - এককথায়
ক) অভূতপূর্ব
খ) অদৃষ্টপর্ব
গ) ভূতপূর্ব
ঘ) দৃষ্টপূর্ব
উত্তরঃ গ) ভূতপূর্ব
৪৮। ময়ুরের ডাককে এককথায় কী বলে?
ক) কুহ
খ) কেকা
গ) কৃত্তি
ঘ) কীর্তি
উত্তরঃ খ) কেকা
৪৯। বাঘের ডাককে এককথায় কী বলে?
ক) নাদ
খ) গর্জন
গ) বৃংহতি
ঘ) অজিন
উত্তরঃ খ) গর্জন
৫০। যিনি স্মৃতিশাস্ত্র জানেন, তাঁকে এককথায় কী বলে?
ক) স্বয়ুক
খ) উপ্ত
গ) স্মার্ত
ঘ) নৈয়ায়িক
উত্তরঃ গ) স্মার্ত
৫১। ‘ফল পাকলে যে গাছ মরে যায়।’ - এর সংক্ষিপ্ত রূপ কী?
ক) ঐষধি
খ) ওষধি
গ) বনস্পতি
ঘ) বনস্পতি
উত্তরঃ খ) ওষধি
৫২। ‘অকালে পেকেছে যা।’ বাক্যটির সংক্ষিপ্ত রূপ কী?
ক) অকালপক্ক
খ) অকালপক্ব
গ) অকালপক্ষ
ঘ) অকালপক্বা
উত্তরঃ খ) অকালপক
৫৩। যার কোথাও উঁচু কোথাও নিচু- এর সংকুচিত পদ কোনটি?
ক) বন্ধুর
খ) উুঁচনিচু
গ) বন্দুর
খ) অসমতল
উত্তরঃ ক) বন্ধুর
৫৪। যা চেটে খাওয়া হয় তাকে এককথায় কী বলে?
ক) চব্য
খ) চুষ্য
গ) পেয়
ঘ) লেহ্য
উত্তরঃ ঘ) লেহ্য
৫৫। যা জলে ও স্থলে চরে তাকে এককথায় কী বলে?
ক) স্থলচর
খ) জলচর
গ) খেচর
ঘ) উভচর
উত্তরঃ ঘ) উভচর
৫৬। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না তাকে এককথায় কী বলে?
ক) উরগ
খ) অনুচ্চার্য
গ) অনুসূয়া
ঘ) ক্ষণপ্রভা
উত্তরঃ ঘ) ক্ষণপ্রভা
৫৭। যে নারী পূর্বে অপরের বাগ্্দত্তা ছিল, তাকে এককথায় কী বলে?
ক) অন্যপূর্বা
খ) প্রোষিতভর্তিকা
গ) অভিসারিণী
ঘ) মনসিজ
উত্তরঃ ক) অন্যপূর্বা
৫৮। যে বিষয়ে কোনো বিতর্ক নেই - বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক) অপরিণামদর্শী
খ) অবিমৃষ্যকারী
গ) অবিসংবাদী
ঘ) অকালদর্শী
উত্তরঃ গ) অবিসংবাদী ৫৯। ‘যিনি ভালো ব্যাকরণ জানেন’ - বাক্যটির এককথায় কী হবে?
ক) ব্যাকারণ বিশেষজ্ঞ
খ) ব্যাকরণবিদ
গ) বৈয়াকরণিক
ঘ) বৈয়াকরণ
উত্তরঃ ঘ) বৈয়াকরণ
৬০। ‘দুইবার জন্মে যে’- সঠিক এককথায় প্রকাশ কোনটি?
ক) পুনর্জন্ম
খ) প্রত্যাবর্তন
গ) দ্বিজ
ঘ) অগ্রজ
উত্তরঃ গ) দ্বিজ
৬১। ‘যিনি বিদ্যা লাভ করেছেন- এর এককথায় প্রকাশ কোনটি?
ক) কৃতবিদ্যা
খ) বিদ্বান
গ) জ্ঞানী
ঘ) কৃতিবিদ্যা
উত্তরঃ ক) কৃতবিদ্যা
৬২।‘সতীর্থ’- এর ক্ষেত্রে কোন বাক্যটি প্রযোজ্য?
ক) একই উদরে জন্ম
খ) একই গুরুর শিষ্য
গ) এই পরিবারের সদস্য
ঘ) একই শহরের অধিবাসী
উত্তরঃ খ) একই গুরুর শিষ্য
৬৩। ‘অগ্রে জন্মগ্রহণ করেছে যে’- এককথায় কী?
ক) অগ্রগামী
খ) অন্তজ
গ) অগ্রজ
ঘ) অগ্রণী
উত্তরঃ গ) অগ্রজ
৬৪। যে গাছে ওষূধ তৈরি হয় তাকে এককথায় কী বলে?
ক) ওষধি
খ) ঔষধি
গ) ঔষুধী
ঘ) ঔষধী
উত্তরঃ খ) ঔষধি
৬৫। যে পুরুষের এ যাবৎ দাড়িগোঁফ ওঠেনি তাকে কী বলে?
ক) অজাতশত্রু
খ) অজাতমিত্র
গ) অজাতশ্মশ্রু
ঘ) বর্ণচোরা
উত্তরঃ গ) অজাতশ্মশ্রু
Previus
Next
Share This Post