অতি গুরুত্বপূর্ণ বাগধারা -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


বাগধারা

১। বালির বাঁধ বাগধারাটির অর্থ কী?

ক) স্থায়ীবস্তু

খ) আশায় নৈরাশী

গ) অস্থায়ী বস্তু

ঘ) সর্বনাশ

উত্তরঃ গ) অস্থায়ী বস্তু ২। আমার বিষ বাগধারাটির অর্থ কী?

ক) অর্থেরর কুপ্রভাব

খ) অপচয়

গ) ক্ষণস্থায়ী

ঘ) কৃপণের কড়ি

উত্তরঃ ক) অর্থেরর কুপ্রভাব

৩। কুল কাঠের আগুন বাগধারাটির সঠিক অর্থ কী?

ক) সীমিত জ্ঞান সম্পন্ন

খ) দিশেহারা হয়ে পড়া

গ) ভাগ্যের নিষ্ঠুরতা

ঘ) তীব্র জ্বালা

উত্তরঃ ঘ) তীব্র জ্বালা

৪। কার্যে বিরতি অর্থে কোন বাগ্্ধারটি প্রযোজ্য?

ক) হাত করা

খ) হাত গুটান

গ) হাত থাকা

ঘ) হাত আসা

উত্তরঃ খ) হাত গুটান

৫। গৃনহীনের ব্যর্থ আস্ফালন- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?

ক) কানা ছেলের নাম পদ্মলোচন

খ) ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি

গ) অসারে তর্জন গর্জন সার

ঘ) আলে মুঘল নেই, ঢেঁকি ঘে চাঁদোয়া


উত্তরঃ গ) অসারে তর্জন গর্জন সার

৬। কোন বাদ্্ধারাটি ভিন্নার্থক?

ক) আদায়-কাঁচকলায়

খ) রুই-কাতলা

গ) অহিনকুল

ঘ) দা-কামড়া

উত্তরঃ খ) রুই-কাতলা

৭। রাবণের চিতা’ বাগ্্ধারাটির অর্থ কী?

ক) ভীষণ চক্রান্ত

খ) ভীষণ শত্রুতা

গ) চির অশান্তি

ঘ) ছোট ঝগড়া

উত্তরঃ গ) চির অশান্তি

৮। ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগ্্ধারা কোনটি? 

(ক) । অদৃষ্টের পরিহাস

খ) একাদশে বৃহস্পতি

গ) অন্ধকার দেখা

ঘ) কেউকেটা

উত্তরঃ

খ) একাদশে বৃহস্পতি

৯। উড়নচন্ডী বাগ্্ধারার অর্থ কী?

ক) উচ্ছৃঙ্খল

খ) অমিতব্যয়ী

গ) নির্বোধ

ঘ) গোঁয়ার

উত্তরঃ খ) অমিতব্যয়ী

১০। গোঁফ খেজুরে’ কোন অর্থে প্রয়োগ করা হয়?

ক) খুব চৌকস অর্থে

খ) নিতান্ত অলস অর্থে

গ) যার বড় গোঁফ আছে অর্থে

ঘ) চাটুকার অর্থে

উত্তরঃ খ) নিতান্ত অলস অর্থে

১১। ‘মনিকাঞ্চন যোগ’- এর সমার্থক বাগ্্ধারা কোনটি?

ক) দহরম-মহরম

খ) কেতাদুরস্ত

গ) সোনায় সোহাগা

ঘ) শিরে সংক্রান্তি

উত্তরঃ গ) সোনায় সোহাগা

১২। ‘গোবর গণেশ’ বাগ্্ধারাটির অর্থ কী?

ক) গোবরের মতো আবর্জনা

খ) প্রতারক

গ) চালাক

ঘ) মূর্খ উত্তরঃ

ঘ) মূর্খ

১৩। চোখের পর্দা’ বাগ্্ধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) চক্ষুশূল

খ) লজ্জা

গ) বেহায়া


ঘ) কপট

উত্তরঃ খ) লজ্জা

১৪। কোন জোড়া বগ্্ধারাটি সমার্থক?

ক) আদায়, কাঁচকলায়, আমড়া কাঠের ঢেঁকি

খ) অকূল পাথার, আকাশ কুসুম

গ) আষাঢ়ে গল্প, আকাশ কুসুম

ঘ) শাখের করাত, এলোপাতাড়ি

উত্তরঃ খ) অকূল পাথার, আকাশ কুসুম

১৫। ‘কেতাদুস্ত’ বাগ্ধারাটির অর্থ কী?

ক) ঘরকুনো

খ) নিতান্ত অলস

গ) সামান্য

ঘ) পরিপাটি

উত্তরঃ ঘ) পরিপাটি

১৬। ‘পার্থক্য’ বোঝাতে নিচের কোন বাগ্্্ধারাটি প্রযোজ্য?


ক) অকূল পাথার

খ) আট কপালে

গ) কপাল ফেরা

ঘ) ইতর বিশেষ

উত্তরঃ ঘ) ইতর বিশেষ

১৭। ‘সামান্য’ অর্থে প্রকাশ পায় কোন বাগ্্ধারাটির মাধ্যমে?

ক) ব্যাঙের আধুলি

খ) ছকড়া নকড়া

গ) তাসের ঘর

ঘ) কেউ কেটা

উত্তরঃ ক) ব্যাঙের আধুলি

১৮। কোন বাগধারাটির অর্থ নগদ উপার্জন?

ক) কপাল ফেরা

খ) কাঁচা পয়সা

গ) কাঁচা সোনা

ঘ) কেতা দুরস্ত

উত্তরঃ খ) কাঁচা পয়সা

১৯। ‘কেউকাটা’ বাগধারাটির অর্থ কী?

ক) গণমান্য ব্যক্তি

খ) মূর্খ

গ) চাটুকার

ঘ) সামান্য

উত্তরঃ ঘ) সামান্য

২০। নিচের কোন বাগধারাটি ‘অতিবৃদ্ধ’ অর্থে ব্যবহার হয়?

ক) ঘাটের মড়া

খ) দুধের মাছি

গ) নেই আকঁড়া

ঘ) ছাপোষা

উত্তরঃ ক) ঘাটের মড়া

২১। কোন বাগধাারির অর্থ ‘সম্মআন বাঁচানো”?

ক) মুখ ছোটা

খ) মুখ রক্ষা

গ) মুখ করা

ঘ) মুখ ধরা

উত্তরঃ খ) মুখ রক্ষা

২২। ‘অগ্নিরীক্ষা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) কঠিন পরীক্ষা

খ) নিরতিশয় ক্রুদ্ধ

গ) ভীষণ বিপদ

ঘ) ভাগ্যের নিষ্ঠুরতা

উত্তরঃ ক) কঠিন পরীক্ষা

২৩। ‘ডুমুরের ফুল’ বাগধারাটির অর্থ কী?

ক) অদৃশ্য বস্তু

খ) অস্তিত্বহীন বস্তু

গ) খুব দামি বস্তু

ঘ) সহজলভ্য বস্তু

উত্তরঃ ক) অদৃশ্য বস্তু

২৪। ‘বুদ্ধির ঢেঁকি’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?

ক) চালাক

খ) নির্বোধ

গ) ভন্ড সাধু

ঘ) কুটিল বুদ্ধি

উত্তরঃ খ) নির্বোধ

২৫। এসপর ওসপার- এর অর্থ কী?

ক) হেস্তনে¯ত

খ) মীমাংসা

গ) গন্ডগোল করা

ঘ) এই পার আর ঐ পার

উত্তরঃ খ) মীমাংসা

২৬। সৌভাগ্যের বিষয়- কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

ক) একাদশে বৃহস্পতি

খ) কেউকেটা

গ) এলাহি কান্ড

ঘ) গোঁফ খেজুরে

উত্তরঃ ক) একাদশে বৃহস্পতি ২৭। ‘খন্ড প্রলয়’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) ভীষণ ঝড়

খ) ভীষণ ব্যাপার

গ) ছোটখাটো ঝগড়া

ঘ) অল্প নড়াচড়া

উত্তরঃ গ) ছোটখাটো ঝগড়া

২৮। ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ কোনটি?

ক) নষ্ট হওয়া

খ) অসৎ কাজ

গ) খারাপ কাজে যাওয়া

ঘ) দোষের কাজ করা

উত্তরঃ ক) নষ্ট হওয়া

২৯। ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি?

ক) অপদার্থ

খ) মূর্খ

গ) নিরেট বোকা

ঘ) নিষ্ক্রিয় দর্শক

উত্তরঃ ঘ) নিষ্ক্রিয় দর্শক

৩০। কোন বাগধারাটি ভিন্নার্থক?

ক) শরতের শিশির

খ) সুখের পায়রা

গ) লক্ষ্মীর বরযাত্রী

ঘ) বসন্তের কোকিল

উত্তরঃ গ) লক্ষ্মীর বরযাত্রী

৩১। ‘বেতাল হওয়া’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

ক) তামার বিষ

খ) টনক নড়া

গ) তুমুল কান্ড

ঘ) তালকানা

উত্তরঃ ঘ) তালকানা

৩২। ভাষা বিশেষের ঐতিহ্য কী?

ক) শব্দ

খ) বাক্য

গ) মৌলিক শব্দ

ঘ) বাগধারা

ত্তরঃ ঘ) বাগধারা

৩৩। ‘নয়ছয়’ বাগধারাটির অর্থ কী?

ক) চির অশান্তি

খ) ভীষণ চক্রান্ত

গ) অপচয়

ঘ) মীমাংসা

উত্তরঃ গ) অপচয়

৩৪। কোন বাগধারাটির অর্থ ‘চাটুকার’ বোঝায়?

ক) খয়ের খাঁ

খ) গোঁফ খেজুরে

গ) কেতা দুরস্ত


ঘ) ছা পোষা

উত্তরঃ ক) খয়ের খাঁ

৩৫। ‘ঠোঁট কাটা’- বাগধারাটির অর্থ কী?

ক) লজ্জা

খ) বেহায়া

গ) কুটিলতা

ঘ) ঢাকের কাঠি

উত্তরঃ খ) বেহায়া

৩৬। ‘দহরম মহরম’ - এর বিপরীতার্থক বাগধারা কোনটি?

ক) অহিনকুল

খ) দুধের মাছি

গ) বসন্তের কোকিল

ঘ) জিলাপির প্যাঁচ

উত্তরঃ ক) অহিনকুল

৩৭। নিচের কোন বাগ্্ধারাটির সাথে ‘বালির বাঁধ’ বাগ্্ধারাটির মিল আছে?

ক) অমাবস্যার চাঁদ

খ) তাসের ঘর

গ) ঘোড়ার ডিম

ঘ) হাঁড়ি ঠেলা

উত্তরঃ খ) তাসের ঘর

৩৮। ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির সঠিক অর্থ কী?

ক) নির্বোধ

খ) মুর্খ

গ) তুমুল কান্ড

ঘ) অন্ধ অনুকরণ

উত্তরঃ ঘ) অন্ধ অনুকরণ

৩৯। ‘চোখের বালি’- এর সমার্থক শব্দ কোনটি?

ক) অসুখ

খ) চোখের কাজল

গ) শত্রু

ঘ) বন্ধু উত্তরঃ

গ) শত্রু

৪০। পাওয়ার আগে ভোগের আয়োজন- এ কথাটির প্রবাদ বাক্য কোনটি?

ক) খাল কেটে কুমির আনা

খ) ঝোপ বুঝে কোপ মারা

গ) ছাই ফেলতে ভাঙা কুলো

ঘ) গাছে কাঁঠাল গোঁফে তেল

উত্তরঃ ঘ) গাছে কাঁঠাল গোঁফে তেল

৪১। অস্থায়ী বস্তু কোন বাগধারা দিয়ে প্রকশ করা যায়?

ক) ব্যাঙের সর্দি

খ) কাঁচা পয়সা

গ। নিটে মূর্খ

ঘ) মুখে মধু অন্তরে বিষ

উত্তরঃ ঘ) মুখে মধু অন্তরে বিষ

৪২। ‘বাকধার্মিক’ বাগধারাটির অর্থ কী?

ক) সুসময়ের বন্ধু

খ) ভন্ড সাধু

গ) নিরেট মূর্খ

ঘ) মুখে মধু অন্তরে বিষ

উত্তরঃ খ) ভন্ড সাধু

৪৩। ‘চিকামারা’ বলতে কোনটি বোঝায়?

ক) দেয়ালে লেখা

খ) হীন শত্রুতা সাথে লড়া

গ) শত্রুকে বিনাশ করা

ঘ) বাজে কাজ করা

উত্তরঃ ক) দেয়ালে লেখা

৪৪। ‘পদাই লস্করী চাল- কথাটির অর্থ কী?

ক) অতি ধীরে গতি

খ) আভিজাত্য

গ) আধুনিকতা

ঘ) অতি দ্রুত

উত্তরঃ ক) অতি ধীরে গতি

৪৫। ‘ব্যাঙের সর্দি’ বাগধারারি অর্থের মিল কোনটির সাথে?

ক) ব্যাঙের আধুলি

খ) অমাবস্যার চাঁদ

গ) ঘোড় রোগ

ঘ) কাঁঠালে আমসত্ত্ব

উত্তরঃ ঘ) কাঁঠালে আমসত্ত

৪৬। সম্প্রসারিত অর্থ প্রকাশ করা কোনটির কাজ?

ক) বাগধারার

খ) সংখ্যাবচক শব্দের

গ) সমোচ্চারিত শব্দের

ঘ) দ্বিরুক্ত শব্দের

উত্তরঃ ক) বাগধারার

৪৭। ‘অহিনকুল সম্বন্ধ’ বাগধারাটির সঠিক অর্থ-

ক) ভীষণ শত্রুতা

খ) ঘনিষ্ঠ সম্পর্ক

গ) অন্তরঙ্গ বন্ধুত্ব

ঘ) বিশৃঙ্খল ভাব

উত্তরঃ ক) ভীষণ শত্রুতা

৪৮। ‘অসম্ভব কল্পনা’ অর্থে কোন বাগ্্ধারাটির ব্যবহার হয়?

ক) আষাঢ়ে গল্প

খ) আকাশ কুসুম

গ) অমাবস্যার চাঁদ

ঘ) আকাশ পাতাল উত্তরঃ

খ) আকাশ কুসুম

৪৯। কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক?

ক) আদায়-কাঁচকলয়

খ) সাতেও না পাঁচেও না/ রুই-কাতলা

গ) সাপে-নেউলে

ঘ) দা-কুমড়া

উত্তরঃ খ) সাতেও না পাঁচেও না/ রুই-কাতলা

৫০। দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

ক) ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক

খ) ঢেঁকির কাচকচি

গ) মাছের মার পুত্রশোক

ঘ) রাবণের চিতা

উত্তরঃ ঘ) রাবণের চিতা

৫১। হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া-প্রবাদটির অর্থ কী?

ক) অন্তঃসারশূন্য অবস্থা

খ) একের জন্যে অন্যের চিন্তা

গ) সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন

ঘ) দেখতে যেমন মোটা খেতেও তেমনি ভালো

উত্তরঃ ক) অন্তঃসারশূন্য অবস্থা

৫২। ‘বিড়াল তপস্বী’ কথার অর্থ কী?

ক) অযথাই শ্রম

খ) বিভাজন

গ) কপট সাধু

ঘ) তুলনা

উত্তরঃ গ) কপট সাধু

৫৩। কোন বাগধারাটির অর্থ ‘সুবিধা’ করা?

ক) হাটে হাঁিড় ভাঙা

খ) হালে পানি পাওয়া

গ) বাঁ হাতের ব্যাপার

ঘ) ছিনিমিনি খেলা

উত্তরঃ খ) হালে পানি পাওয়া

৫৪। নিচের কোন বাক্যে শব্দের অর্থান্ত প্রাপ্তি হয়েছে?

ক) ছাত্রটির মাথা ভালো

খ) ইনি আমার বৈবাহিক

গ) জ্যাঠামি কারে না

ঘ) মেয়ের শ^শুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে

উত্তরঃ ঘ) মেয়ের শ^শুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে

৫৫। ‘এক ক্ষুরে মাথা মুড়ানো’ এই বাগ্্ধারাটির অর্থ কী?

ক) দ্বিধা করা

খ) অসম্ভব ব্যাপার

গ) একই স্বভাবের

ঘ) নিতান্ত অলস

উত্তরঃ গ) একই স্বভাবের

৫৬। বাক্যে বহু পদময় বিশেষণ কোথায় বসে?

ক) প্রথমে

খ) সর্বনাশের পূর্বে

গ) বিশেষ্যের পূর্বে

ঘ) শেষে

উত্তরঃ ক) প্রথমে

৫৭। কোন শব্দটির অর্থের উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে?

ক) বৈবাহিক

খ) জ্যাঠামি

গ) তত্ত্ব

ঘ) পরমহংস উত্তরঃ

ঘ) পরমহংস

৫৮। বাগ্্ধারা শব্দের কী অর্থ প্রকাশ করে?

ক) আভিধানিক অর্থ

খ) বৈশিষ্ট্যময় অর্থ

গ) অর্থান্তরমূলক অর্থ

ঘ) উৎকর্ষমূলক বৈশিষ্ট্য

উত্তরঃ খ) বৈশিষ্ট্যময় অর্থ ৫৯। ‘লেফাফাদুরস্ত আর শিক্ষা এক কথা নয়।’ -- এ লেফাফাদুরস্ত, শব্দটির অর্থ কী?

ক) বিদ্যা জাহির করা প্রবণতা

খ) বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা

গ) অল্পবিদ্যা ভয়ংকার রূপ

ঘ) ভালো মানুষ সেজে প্রতারণা

উত্তরঃ খ) বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা

৬০। ‘শকুনি মামার অর্থ কী?

ক) কুৎসিত মামা

খ) সৎমামা

গ) কুচক্রী লোক

ঘ) পাতানো মামা

উত্তরঃ গ) কুচক্রী লোক

৬১। অন্ধ অনুকরণ--এর বাগধারা কী?

ক) গৌরচন্দ্রিকা

খ) গড্ডলিকা প্রবাহ

গ) চর্বিত চর্বণ

ঘ) হ্রস্বদীর্ঘ জ্ঞান


উত্তরঃ খ) গড্ডলিকা প্রবাহ

৬২। আতিশষ্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রয়াস-কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়?

ক) অতি ভক্তি চোরের লক্ষণ

খ) অতি চালাকের গলায় দড়ি

গ) অতি দর্পে হস্ত লঙ্কা

ঘ) অতি লোভে তাঁতি নষ্ট

উত্তরঃ ক) অতি ভক্তি চোরের লক্ষণ

৬৩। সুসময় ও সৌভাগ্য বোঝাতে কোন বাগধারা ব্যবহার করা হয়?

ক) সুখের পায়রা

খ) সোনার সোহাগা

ঘ) মানিক জোড়

ঘ) একাদশে বৃহস্পতি

উত্তরঃ খ) সোনার সোহাগা

৬৪। দুর্লভ বস্তু-অর্থে বাগধারা-

ক) আকাশ কুসুম

খ) অমাবস্যার চাঁদ

গ) একাদশে বৃহস্পতি

ঘ) অরণ্যে রোদন

উত্তরঃ খ) অমাবস্যার চাঁদ

৬৫। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে?

ক) শাপে বর খ) তামার বিষ

গ) উড়ো খৈ গোবিন্দায় নমঃ

ঘ) একদশে বৃহস্পতি

উত্তরঃ ক) শাপে বর

৬৬। কোন বাক্যটির অর্থ ভিন্ন?

ক) মণিকাঞ্চন যোগ

খ) সোনায় সোহাগা

গ) আদায় কাঁচকলায়

ঘ) আমদুধে মেশা

উত্তরঃ গ) আদায় কাঁচকলায়

৬৭। ‘ধান ভানতে শিবের গীত’- এ প্রবাদটি দিয়ে কী বোঝায়?

ক) একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া

খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা

গ) ক্ষুদে ব্যক্তির বড়াই

ঘ) কাজ আরম্ভ করার সাথে সাথে ফলে প্রত্যাশা

উত্তরঃ খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা

৬৮। কোন বাগ্্ধারাটির অর্থ মরা?

ক) অক্কা পাওয়া,

খ) কেউকেটা গ) কান পাতলা

ঘ) কেতাদুরন্ত উত্তরঃ

ক) অক্কা পাওয়া,

৬৯। কপটাচারী শব্দটির বাগ্্ধারা কোনটি?

ক) ভিজেবিড়াল

খ) ভূষন্ডির কাক

গ) হাড় হাভাতে

ঘ) ফপর দালালি

উত্তরঃ ক) ভিজেবিড়াল

৭০। ‘যারা বাইরের ঠাট বজায় রেখে চলে’এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

ক) ব্যাঙের আধুলি

খ) রাশভারী

গ) লেফাফা দুরন্ত

ঘ) ভিজেবিড়াল

উত্তরঃ গ) লেফাফা দুরন্ত

৭১। “বিধির বিড়ম্বনা”- এর বাগধারা কী?

ক) অলক্ষ্মীর দশা

খ) অগ্নিপরীক্ষা

গ) অদৃষ্টের পরিহাস

ঘ) আটকপালে উত্তরঃ

গ) অদৃষ্টের পরিহাস

৭২। একগুয়ে কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?

ক) রাঘব বোয়াল

খ) গোঁয়ার গোবিন্দা

গ) উড়নচন্ডী

ঘ) নেই আঁকড়া

উত্তরঃ ঘ) নেই আঁকড়া

৭৩। ‘এক চোখা’- অর্থ কী?

ক) এক চক্ষু বিশিষ্ট

খ) এক চোখ কানা যার

গ) পক্ষপাতদুষ্ট ঘ) পক্ষপাতহীনতা

উত্তরঃ গ) পক্ষপাতদুষ্ট

৭৪। ‘চোখের বালি’- অর্থ কী?

ক) চোখে বালি যার

খ) চক্ষুশূল

গ) খুব প্রিয়

ঘ) চশম খোর

উত্তরঃ খ) চক্ষুশূল

৭৫। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়?

ক) বুদ্ধির ঢেঁকি

খ) ভূষন্ডির কাক

গ) বিড়াল তপস্বী

ঘ) গভীর জলের মাছ

উত্তরঃ ঘ) গভীর জলের মাছ

৭৬। কোন জোড়াটি সমার্থক?

ক) তাসের ঘর, তামার র্বিষ

খ) অহিনকুল, দা-কুমড়া

গ) অগ্নিশর্মা, অগ্নিপরীক্ষা

ঘ) আকাশ কুসুম, আকাশ পাতাল

উত্তরঃ খ) অহিনকুল, দা-কুমড়া ৭৭। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

ক) ডাকাবুকা

খ) তুলসী বনের বাঘ

গ) তামার বিষ

ঘ) ঢাকের বাঁয়া

উত্তরঃ ঘ) ঢাকের বাঁয়া

৭৮। ঘমিষ্ঠ সম্পর্ক রয়েছে নিচের কোন বাগধারাটিতে?


ক) ননীর পুতুল


খ) দুধের মাছি

গ) দহরম-মহরম

ঘ) চাঁদের হাট

উত্তরঃ গ) দহরম-মহরম

৭৯। “বিষ নেই তার কুলোপানা চক্ক্র”- অর্থ কী?

ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন

খ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ

গ) যার কোনো প্রকার ক্ষমতা নেই

ঘ) বিষ আছে কিন্তু কুলো নেই

উত্তরঃ ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন

৮০। যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে প্রবাদ বাক্যে তাকে কী বলে?

ক) কচুবনের কালচাঁদ

খ) যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল

গ) বরের ঘরের মাসী, কনের ঘরের পিসি

ঘ) বাইরে ফিট্্ফাট ভেতরে সদরঘাট

উত্তরঃ গ) বরের ঘরের মাসী, কনের ঘরের পিসি

৮১। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’- অর্থ কী ?

ক) ভদ্র ব্যক্তির সঙ্গে খাদ্য খাওয়া

খ) মোগলের সাথে বসে খাদ্য খাওয়া

গ) সুদিন হঠাৎ করে ফিরে আসা

ঘ) বিপদে পড়ে কাজ করা

উত্তরঃ ঘ) বিপদে পড়ে কাজ করা


৮২। ‘আকাশ কুসুম’ বাগধারাটি প্রকৃত অর্থ কী?

ক) অসম্ভব বস্তু

খ) বিস্তর ব্যবধান

গ) হতবুদ্ধি ঘ) অবাস্তব কল্পনা

উত্তরঃ ঘ) অবাস্তব কল্পনা

৮৩। ছেলে তো নয় যেন ননীর পুতুল’- উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ করেছে?

ক) ব্যঙ্গ প্রকাশ

খ) বিরক্তি প্রকাশ

গ) বিকল্প প্রকাশ

ঘ) আদর প্রকাশ

উত্তরঃ ক) ব্যঙ্গ প্রকাশ

৮৪। ‘আক্কেল সেলামি’ বাগ্্ধারাটির অর্থ কী?

ক) বোকামির দন্ড

খ) নির্বুদ্ধিতার পরিণতি

গ) জ্ঞান দেয়া

ঘ) জ্ঞানের জন্য উপহার

উত্তরঃ ক) বোকামির দন্ড

৮৫। ‘নিতান্ত মন্দভাগ্য’ বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি?

ক) আট কপালে

খ) ইঁদুর কপালে

গ) ছা পোষা

ঘ) ব্যাঙের আধুলি

উত্তরঃ খ) ইঁদুর কপালে

৮৬। ‘আট কপালে’ বাগধারাটি অর্থ কী?

ক) অলক্ষ্মীর দশা

খ) অগ্নিপরীক্ষা

গ) অদৃষ্টের পরিহাস

ঘ) হতভাগ্য

উত্তরঃ ঘ) হতভাগ্য

৮৭। ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’ বলতে কী বোঝায়?

ক) যেমন কুকুর তেমন মুগুর

খ) অকর্মণ্য ব্যক্তির অযোগ্য দোসর

গ) যেমন বাপ তেমন বেটা


ঘ) আলালের ঘরের দুলাল

উত্তরঃ খ) অকর্মণ্য ব্যক্তির অযোগ্য দোসর

৮৮। ‘হাতের পাঁচ’ বাগ্্ধারাটির অর্থ কী?

ক) শেষ সম্বল

খ) হাতের পাঁচ আঙ্গুল

গ) হাতের পাঁচটি টাকা ঘ) হাতের পাঁচটি রেখা

উত্তরঃ ক) শেষ সম্বল

৮৯। ‘মহাপ্রলয় বাগধারাটির অর্থ কী?

ক) বিরাট কান্ড

খ) তুমুল কান্ড

গ) এলাহি কান্ড

ঘ) প্রচন্ড ঝড়

উত্তরঃ খ) তুমুল কান্ড

৯০। দুধের মাছি’- বাঘধারাটির অর্থ কী?

ক) সুসময়ের বন্ধু

খ) স্বার্থপর ব্যক্তি

গ) বেহায়া

ঘ) চালবাজি লোক

উত্তরঃ ক) সুসময়ের বন্ধু

৯১। ঝোপ বুঝে কোপ মারা’-- প্রবাদটির অর্থ কী?

ক) সুযোগ বুঝে কাজ করা

খ) সুযোগ মতো আঘাত করা

গ) প্রভাব বিস্তার করা

ঘ) সুযোগের অপেক্ষায় থাকা

উত্তরঃ ক) সুযোগ বুঝে কাজ করা

৯২। ‘চাঁদের হাট’- অর্থ কী?

ক) মগের মুল্লুক

খ) আনন্দের প্রাচুর্য

গ) বিরাট আয়োজন

ঘ) অদৃশ্য বস্তু

উত্তরঃ খ) আনন্দের প্রাচুর্য

৯৩। ‘তাসের ঘর’-- বাগধারাটির সার্থক প্রয়োগ হয়েছে কোন বাক্যে?

ক) তাসের ঘর মজার আসর

খ) তাসের ঘরে খেলা করে

গ) এ দুনিয়া তাদের ঘর, ধ্বংস হবে দু’দিন পর

ঘ) তাসের ঘর অবিনশ্বর

উত্তরঃ গ) এ দুনিয়া তাদের ঘর, ধ্বংস হবে দু’দিন পর

৯৪। কৌশল কার্যোদ্ধার’-- কোনটির অর্থ?

ক) গাছে তুলে মই কাড়া

খ) এক ক্ষুরে মাথা মাড়ানো

গ) ধরি মাছ না ছুঁই পানি

ঘ) আকাশের চাঁদ হাতে পাওয়া

উত্তরঃ গ) ধরি মাছ না ছুঁই পানি

৯৫। বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোনটি?

ক) চোখের বালি

খ) চোখের জল

গ) চোখের মণি

ঘ) চোখের পর্দা

উত্তরঃ খ) চোখের জল

৯৬। নিরেট মুর্খ অর্থে কোন বাগ্্ধারাটি ব্যবহৃত হয়?

ক) ভরাডুবি

খ) বুদ্ধির ঢেঁকি

গ) ভূষন্ডির কাক

ঘ) কংস মামা

উত্তরঃ খ) বুদ্ধির ঢেঁকি

৯৭। আকাশ পাতল-- বাগধারাটির অর্থ কী?

ক) আকাশের সঙ্গে পাতলের সম্পর্ক

খ) প্রচুর ব্যবধান

গ) প্রাণপণ চেষ্টা

ঘ) ভীষণ বিপদ

উত্তরঃ খ) প্রচুর ব্যবধান

৯৮। শাপেবর’ বাগধারাটি দ্বারা কী অর্থ বোঝায়?

ক) উভয় সংকট

খ) চির অশান্তি

গ) অনিষ্টের ইষ্ট

ঘ) দুঃসাধ্য বস্তু

উত্তরঃ গ) অনিষ্টের ইষ্ট

৯৯। পছন্দ হওয়া’ অর্থে রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি?

ক) গোঁ ধরা খ) মনে ধরা

গ) ম্যাও ধরা

ঘ) পথ ধরা

উত্তরঃ খ) মনে ধরা

১০০। কোন বাগধারাটির অর্থ বেহায়া?

ক) চিনির বলদ

খ) জিলাপির প্যাঁচ

গ) কানকাটা

ঘ) ঠোঁটকাটা

উত্তরঃ ঘ) ঠোঁটকাটা ১০১। ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন?

ক) ভরডুবি

খ) বালির বাঁধ

গ) পুকুর চুরি

ঘ) মগের মুল্লুক

উত্তরঃ ক) ভরডুবি

১০২। কোন বাগ্্ধারাটির অর্থ ‘বিরাট আয়োজন?

ক) কপাল ফেরা

খ) কড়ায় গন্ডায়

গ) আধকপালে

ঘ) এলাহিকান্ড

উত্তরঃ ঘ) এলাহিকান্ড

১০৩। ‘গোড়ায় গলদ’-- বাগধারাটির অর্থ কী?

ক) বেশি ভূল

খ) ভুল জিনিস

গ) শুরুতে ভুল

ঘ) অল্প ভুল

উত্তরঃ গ) শুরুতে ভুল

ভিন্নার্থক শব্দ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
এককথায় প্রকাশ (বাক্য সংকোচন) -অতি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম