ভিন্নার্থক শব্দ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


ভিন্নার্থক শব্দ

১। ‘মাথা খাওয়া’- এখানে ‘মাথা’ কী অর্থে প্রকাশ করে? ক) দায়িত্ব গ্রহণ খ) শপথ করা গ) হঠাৎ ক্রোধবশত ঘ) আগ্রহ উত্তরঃ খ) শপথ করা ২। যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে, অন্য অর্থে ব্যবহৃত হয়, ঐ অন্য অর্থগুলো হলো তাদের- ক) মৌলিক অর্থ খ) বাগধারা গ) লক্ষ্যার্থ ঘ) বাচ্যার্থ উত্তরঃ গ) লক্ষ্যার্থ ৩। নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি ‘সম্মান’ বাঁচানো অর্থে প্রকাশ করা হয়েছে? ক) শুধু শুধু ছেলেটাকে মুখ করছ কেন? খ) টাক খেয়ে মুখ ধরে আসছে গ) খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায়ে লাভ হবে ঘ) এ ছেলে বংশের মুখ রক্ষা করবে উত্তরঃ ঘ) এ ছেলে বংশের মুখ রক্ষা করবে ৪। ‘মাথা ঘামানে’ শব্দে মাথা কী অর্থে প্রয়োগ হয়েছে? ক) দায়িত্ব গ্রহণ খ) আগ্রহ গ) ভাবনা করা ঘ) সংকল্প উত্তরঃ গ) ভাবনা করা ৫। ‘অপরিণথ’ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? ক) কাঁচা বয়স খ) কাঁচা কথা গ) কাঁচা আম ঘ) কাঁচা চুল উত্তরঃ ক) কাঁচা বয়স ৬। ‘এ ব্যাপারে আমার কোনো হাত নেই’-- এখানে ‘হাত’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) নৈপুণ্য খ) আয়ত্তে আনা গ) দক্ষতা ঘ) প্রভাব উত্তরঃ ঘ) প্রভাব ৭। ‘মেয়ের শ্শুরবাড়ি তত্ত্¦ পাঠানো হয়েছে’- এখানে ‘তত্ত্ব’ শব্দটির আভিধানিক অর্থ কোনটি? ক) উপঢৌকন খ) সংবাদ গ) উপহার ঘ) জ্ঞান উত্তরঃ খ) সংবাদ ৮। নিচের কোনটি ‘আগ্রহ’ অর্থে ব্যবহৃত হয়? ক) মাথা ঘামানো খ) মাথা ব্যথা গ) মাথা দেওয়া ঘ) মাথা ধরা উত্তরঃ খ) মাথা ব্যথা ৯। কোন বাক্যটিতে ‘স্থায়ী’ অর্থে পাকা বিশেষণটি ব্যবহৃত হয়েছে? ক) পাকা কথা চাই খ) পাকা বন্দোবস্ত করে এসেছি গ) একেবারে পাকা হাতের লেখা ঘ) জ্যাঠামিতে পাকা ছেলে উত্তরঃ খ) পাকা বন্দোবস্ত করে এসেছি ১০। ‘আগ্রহ’ বোঝাতে ‘মাথা’ শব্দের ব্যবহার কোনটি? ক) মাথা ধরা খ) মাথা ব্যথা গ) মাথা দেওয়া ঘ) মাথা ঘামান উত্তরঃ খ) মাথা ব্যথা ১১। নিখাদ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি? ক) কাঁচা কথা খ) কাঁচা ইট গ) কাঁচা বয়স ঘ) কাঁচা সোনা উত্তরঃ ঘ) কাঁচা সোনা ১২। ‘কাঁচা’ শব্দটি কোনটিতে গুরুত্বহীন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) কাঁচা কথা খ) কাঁচা বয়স গ) কাঁচা থাকা ঘ) কাঁচা ইট উত্তরঃ ক) কাঁচা কথা ১৩। কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য? ক) হাত ধরা খ) হাত গুটানো গ) হাত থাকা ঘ) হাত আসা উত্তরঃ খ) হাত গুটানো ১৪। কোন ক্ষেত্রে শব্দের অর্থের উৎকর্ষ প্রাপ্তি হয়েছে? ক) শ্রীরামকৃষ্ণ পরমহংস খ) জ্যাঠামি কর না গ) ইনি আমার বৈবাহিক ঘ) ছেলেটির মাথা ভালো উত্তরঃ ক) শ্রীরামকৃষ্ণ পরমহংস ১৫। কোন বাক্যে ‘পাকা’ শব্দটি খাঁটি অর্থে ব্যবহৃত হয়েছে? ক) পাকা আম সুস্বাদু খ) পাকা সোনার দাম বেশি গ) লোকটা পাকা বটে ঘ) তার চুল পাকা উত্তরঃ খ) পাকা সোনার দাম বেশি ১৬। ডাক্তার বাবুর হাত যশ আছে- এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) নিপুণতা খ) অঙ্গীকার গ) বশ করা ঘ) সহায়ক উত্তরঃ ক) নিপুণতা ১৭। কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে? ক) মাথা ব্যথা খ) মাথা ঘামানো গ) মাথা ধরা ঘ) মাথা খাওয়া উত্তরঃ গ) মাথা ধরা ১৮। ‘সাহস’ কোন শব্দ দিয় বোঝানো হয়েছে? ক) বুক বাঁধা খ) বুক ফাটা গ) বুকের পাটা ঘ) বুক পাতা উত্তরঃ গ) বুকের পাটা ১৯। কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুণে- এখানে ‘কাঁচা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) কালো খ) অপরিপক্ব গ) অপরিণত ঘ) অদগ্ধ উত্তরঃ ঘ) অদগ্ধ ২০। ‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’ - এখানে ‘মুখ’ কোন অর্থে প্রকাশ করেছে? ক) প্রত্যঙ্গ বিশেষ খ) মর্যাদা গ) দিক ঘ) তিরস্কার উত্তরঃ গ) দিক ২১। ‘এত অল্প টাকার মাস চলবে না’- এ ‘চলা’ কোন অর্থ প্রকাশ করছে? ক) সংকুলান হওয়া খ) প্রচলিত হওয়া গ) অবলম্বন করা ঘ) সময় দেওয়া উত্তরঃ ক) সংকুলান হওয়া ২২। ‘কর্মভোগ এড়ানো যায় না’ - এখানে ‘কার্য’ কোন অর্থ প্রকাশ করছে? ক) পেশা খ) অনুষ্ঠান গ) কৃতকর্ম ঘ) কর্তব্য উত্তরঃ গ) কৃতকম ২৩। ‘কেমন করে রেঁধেছ, একেবারে কাঁচাই রয়েছে- এখানে কাঁচার অর্থ কী? ক) অনিপুন খ) অসিদ্ধ গ) অল্পজ্ঞান ঘ) অপক্ব উত্তরঃ খ) অসিদ্ধ ২৪। ‘চোরটা সহজেই লম্বা দিয়েছে’- এ বাক্যে লম্বা দিয়েছে শব্দটির অর্থ- ক) ধরা দিয়েছে খ) সটান হয়ে শুয়ে পড়েছে গ) পালিয়ে গেছে ঘ) চুরি করেছে উত্তরঃ গ) পালিয়ে গেছে ২৫। ‘কবি কবি ভাব, কিন্তু ছন্দের অভাব’- এ বাক্যে ‘কবি কবি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) ভালো অর্থে খ) কবির মতো অর্থে গ) উপহাস অর্থে ঘ) পূনরাবৃত্তি অর্থে উত্তরঃ গ) উপহাস অর্থে ২৬। নিখুঁত অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে? খ) পাকা কথা খ) পাকা কাজ গ) পাকা রং ঘ) পাকা হাড় উত্তরঃ গ) পাকা রং ২৭। ‘মাথা দেওয়া’ বলতে কী বোঝায়? ক) ভাবনা করা খ) শপথ করা গ) দায়িত্ব গ্রহণ ঘ) আগ্রহ উত্তরঃ গ) দায়িত্ব গ্রহণ ২৮। ‘উচ্চৈঃস্বরে’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? ক) নিরাশ হওয়া খ) আরোণ্য লাভ করা গ) ত্যাগ করা ঘ) গলা ছেড়ে উত্তরঃ ঘ) গলা ছেড়ে ২৯। ‘তালে তালে দোদুল দোলে. নাচের নেশায় চুর’ - এখানে ‘তাল’ কোন অর্থ প্রকাশ করছে? ক) নৃত্যের একক খ) ফল বিশেষ গ) আঘাত ঘ) বাহুতে আঘাত উত্তরঃ ক) নৃত্যের একক ৩০। ‘কাঁচা সোনা’ এখানে কাঁচা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অপরিণত খ) খসড়া গ) অদগ্ধ ঘ) নিখাদ উত্তরঃ খ) খসড়া ৩১। ‘গলা ধরা’ - এখানে কী অর্থে ‘ধরা’ ক্রিয়া পদের রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে? ক) অনুরোধ করা খ) কন্ঠরুদ্ধ হওয়া গ) আদর করা ঘ) পছন্দ হওয়া উত্তরঃ খ) কন্ঠরুদ্ধ হওয়া ৩২। ‘দায়িত্ব গ্রহণ’ অর্থে কোনটির ব্যবহার হয়? ক) মাথা দেওয়া খ) মাথা ঘামানো গ) মাথা ব্যথা ঘ) মাথা ধরা উত্তরঃ ক) মাথা দেওয়া ৩৩। ‘হাত গুটিয়ে বসে আছ কেন? বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) দক্ষতা খ) আয়ত্তে আান গ) ইস্তচ্যুত হওয়া ঘ) কার্যে বিরতি উত্তরঃ ঘ) কার্যে বিরতি ৩৪। ‘আশি ও আশী’ সমোচ্চরিত শব্দ দুটির অর্থ কোনটি? ক) সংখ্যা বিশেষ ও আগমণ খ) সংখ্যা বিশেষ ও সাপ গ) আগমণ ও সাপ ঘ) আগমন ও সংখ্যা বিশেষ উত্তরঃ খ) সংখ্যা বিশেষ ও সাপ ৩৫। ‘তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ’- এখানে ‘বাড়ি বাড়ি’ কোন অর্থে প্রকাশ করেছে? ক) আগ্রহ খ) ধারাবাহিকতা গ) সামান্যতা ঘ) আন্তরিকতা উত্তরঃ খ) ধারাবাহিকতা ৩৬। “অহিংসা পরম ধর্ম”। এখানে ‘ধর্ম’ কোন অর্থ ব্যবহৃত হয়েছে? ক) সুনীতি খ) উৎকর্ম গ) সৎকাজ ঘ) স্বভাব উত্তরঃ গ। সৎকাজ ৩৭। ‘ছেলেটি তাঁর প্রথম পক্ষের সন্তান।’ - এখানে ‘পক্ষ’ শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে? ক) দল খ) মাসার্ধ গ) পাখির ডানা ঘ) বিয়ের সংখ্যাৎ উত্তরঃ ঘ) বিয়ের সংখ্যাৎ ৩৮। নিচের কোন বাক্যে সুনীর্তি অর্থে ‘ধর্মের ব্যবহার হয়েছে? ক) এটা কর্মসংগত কাজ খ) অহিংসা পরম ধর্ম গ) প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নতি করে ঘ) মানুষ ও পশুর ধর্ম পৃথক ক) এটা কর্মসংগত কাজ

বিপরীত শব্দ -অতি গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম- দশম শ্রেণি
Previus
অতি গুরুত্বপূর্ণ বাগধারা -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম