বিপরীত শব্দ -অতি গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম- দশম শ্রেণি


বিপরীতার্থক শব্দ

১। ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) সন্ন্যাসী

খ) সাধু

গ) মহাজন

ঘ) চেতন

উত্তরঃ গ) মহাজন

২। ‘মৃদু’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) হালকা

খ) প্রবল

গ) লঘু

ঘ) গুরু উত্তরঃ খ) প্রবল

৩। ‘দুষ্কৃত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) সুকৃত

খ) খাতক

গ) অপকর্ষ

ঘ) সুশীল

উত্তরঃ ক) সুকৃত

৪। ‘মৃদু’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) হালকা

খ) প্রবল

গ) লঘু

ঘ) গুরু

উত্তরঃ খ) প্রবল

৫। ‘যশ’ - শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) খ্যাতি

খ) নির্দোষ

গ) উপযশ

ঘ) অপযশ

উত্তরঃ ঘ) অপযশ

৬। ‘বর্ধমান’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ক্ষীয়মান

খ) চঞ্চল

গ) হ্রস্ব

ঘ) ভবিষ্যৎ

উত্তরঃ ক) ক্ষীয়মান

৭। ‘ভুত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অন্ধকার

খ) সাহস

গ) ভবিষ্যৎ

ঘ) ধারাল

উত্তরঃ গ) ভবিষ্যৎ

৮। ‘প্রসারণ’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অপসারণ

খ) আকুঞ্চন

গ) কুঞ্চিত

ঘ) প্রপ্রবণ

উত্তরঃ খ) আকুঞ্চন

৯। ‘আবির্ভাব’ - এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অনুভাব

খ) অভাব

গ) স্বভাব

ঘ) তিরোভাব

উত্তরঃ ঘ) তিরোভাব

১০। ‘গ্রহণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) বর্জন

খ) পরিহার

গ) অগ্রাহ্য

ঘ) প্রদান

উত্তরঃ ক) বর্জন

১১। ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) সন্ন্যাসী

খ) অগৃহী

গ) নিগৃহী

ঘ) যাযাবর

উত্তরঃ ক) সন্ন্যাসী

১২। ‘আকার’ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) পরোপকার

খ) নিরাকার

গ) কদাকার

ঘ) সাকার

উত্তরঃ খ) নিরাকার

১৩। ‘ব্যর্থ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) সার্থক

খ) স্বার্থক

গ) পরার্থ

ঘ) সফল

উত্তরঃ ঘ) সফল

১৪। ‘ঘাত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) প্রত্যাঘাত

খ) আঘাত

গ) প্রতিঘাত

ঘ) ব্যাঘাত

উত্তরঃ গ) প্রতিঘাত

১৫। ‘খন্ড’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ক্ষুদ্র

খ) টুকরো

গ) ভাগ

ঘ) অখন্ড

উত্তরঃ ঘ) অখন্ড

১৬। সুপ্ত-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) স্থির

খ) জাগ্রত

গ) অসুপ্ত

ঘ) ঘুমন্ত

উত্তরঃ খ) জাগ্রত

১৭। ‘হরদম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?


ক। হাজির

খ) হালকা

গ) হ্রাস

ঘ) কদাচিং

উত্তরঃ

ঘ) কদাচিং

১৮। ‘সুন্দর’ এর বিপরীতার্থক শব্দ-

ক) খারাপ

খ) চমৎকার

গ) কুৎসিত

ঘ) মনোহর উত্তরঃ

গ) কুৎসিত

১৯। ‘স্বকীয়’ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) পরকীয়

খ) পরকীয়া

গ) অপরকীয়

ঘ) বিদেশীয়

উত্তরঃ ক) পরকীয়

২০। ‘ইতি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) শেষ

খ) সূচনা

গ) বৃহৎ

ঘ) প্রচুর উত্তরঃ খ) সূচনা

২১। ‘আদি’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো-

ক) অনাদি

খ) আদিম

গ) আদ্যন্ত

ঘ) অন্ত

উত্তরঃ ঘ) অন্ত

২২। ‘সান্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অমৃত

খ) দুঃখ

গ) অনন্ত

ঘ) শেষ

উত্তরঃ গ) অনন্ত

২৩। ‘সুধা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অমৃত

খ) দুঃখ

গ) ক্ষুধা

ঘ) হলাহল

উত্তরঃ ঘ) হলাহল

২৪। ‘তিরোধান’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) আবির্ভাব

খ) বিলম্বিত

গ) জ্বলজ্বল

ঘ) গোপন

উত্তরঃ ক) আবির্ভাব

২৫। ‘দীর্ঘ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ছোট

খ) হ্রস্ব

গ) খাটো

ঘ) লম্বা

উত্তরঃ খ) হ্রস্ব

২৬। ‘কৃষ্ণ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) রাধা

খ) ধবল

গ) ভ্রমর

ঘ) শাদা

উত্তরঃ খ) ধবল

২৭। ‘আরোহণ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অবরোহণ

খ) বিসর্জন

গ) নির্গমন

ঘ) সংশ্লেষণ

উত্তরঃ ক) অবরোহণ

সমার্থক শব্দ (প্রতিশব্দ) - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
ভিন্নার্থক শব্দ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম