সমার্থক শব্দ (প্রতিশব্দ) - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


সমার্থক শব্দ (প্রতিশব্দ)

১। ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) বিধু খ) হিমাংশু

গ) নিশাকর

ঘ) সবিতা

উত্তরঃ ঘ) সবিতা

২। কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক?

ক) তটিনী

খ) রত্নাকর

গ) অদ্রি

ঘ) পাবক

উত্তরঃ খ) রত্নাকর ৩। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ-

ক) বিধু

খ) অলক

গ) আদিত্য

ঘ) অর্নব

উত্তরঃ গ) আদিত্য

৪। ‘পরভৃত’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) পিক

খ) ধেনু

গ) বিভব

ঘ) অম্বু

উত্তরঃ ক) পিক

৫। চুল’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) পিক

খ) চিকুর

গ) লোচন

ঘ) সুত উত্তরঃ খ) চিকুর

৬। কোকিল- এর সমার্থক কোনটি?

ক) পিক

খ) পাখি

গ) অর্ণব

ঘ) অহি

উত্তরঃ ক) পিক

৭। বিধু- শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) শশধর

খ) ভাস্কর

গ) মার্তন্ড

ঘ) ভুজঙ্গ

উত্তরঃ ক) শশধর

৮। আকাশ-শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অশনি

খ) বিভাবরী

গ) অম্বর

) নীলাম্বু

উত্তরঃ গ) অম্বর

৯। ‘নিশিত’ শব্দের অর্থ কী?

ক) গভীর রাত

খ) ঝরনা

গ) ধারালো

ঘ) শিকারি

উত্তরঃ গ) ধারালো

১০। ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) অম্বু

খ) কুঞ্জর

গ) কুন্তল

ঘ) ব্যোম

উত্তরঃ খ) কুঞ্জর

১১। কোনটি ‘কুন্তল’ শব্দের প্রতিশব্দ?

ক) চিকুর

খ) বহ্নি

গ) নীর

গ) বিভব

উত্তরঃ ক) চিকুর

১২। ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ-

ক) সলিল

খ) জলধি

গ) তটিনী

ঘ) সরিৎ

উত্তরঃ খ) জলধি

১৩। ‘শৈল’ শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অচল

খ) গিরি

গ) তপন

ঘ) অদ্রি

উত্তরঃ গ) তপন

১৪। ‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সাপ

খ) হাতি

গ) হরিণ

ঘ) শশধর

উত্তরঃ ক) সাপ।

১৫। ‘দেহ’ এর সমার্থক শব্দ নিচের কোনটি?

ক) ভানু

খ) সুত

গ) তনু

ঘ) পাবক

উত্তরঃ গ) তনু

১৬। ‘পানি’র সমার্থক শব্দ কোনটি?

ক) সৈকত

খ) সবিতা গ) সাগর

ঘ) সলিল

উত্তরঃ ঘ) সলিল

১৭। কোন শব্দটি ‘সুর্য’ শব্দের সমার্থক?

ক) শশধর

খ) নিশাধর

গ) ভাস্কর/সবিতা/দিবাকর

ঘ) রত্নাকর

উত্তরঃ গ) ভাস্কর/সবিতা/দিবাকর

১৮। ‘দ্বিপ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) হাতি

খ) খরগোশ

গ) হারিণ

ঘ) চুল উত্তরঃ ক) হাতি

১৯। ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

খ) অশনি

খ) অভ্র

গ) বিভাবরী

ঘ) নীলাম্বু

উত্তরঃ খ) অভ্র

২০। ‘বাতাস’ শব্দের সমার্থক কোনটি?

ক) ভূধর

খ) মহোদর

গ) গন্ধবহ

ঘ) শিখা

উত্তরঃ গ) গন্ধবহ

২১। ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

ক) পর্বত

খ) পৃথিবী

গ) মাতা

ঘ) সমুদ্র

উত্তরঃ খ) পৃথিবী

২২। ‘অর্ণব’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) সৈকত

খ) শৈল

গ) সুধাংশু

ঘ) সমুদ্র/জলধি

উত্তরঃ ঘ) সমুদ্র/জলধি

২৩। যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের কী বলে?

ক) মাধুর্যময় শব্দ

খ) সংক্ষেপণ গ) সমার্থক শব্দ

ঘ) ভিন্নার্থক শব্দ

উত্তরঃ গ) সমার্থক শব্দ ২৪। ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ কোনগুলো?

ক) অংশু, জ্যোতি

খ) অতি, অতীব

গ) অংশু, কর

ঘ) বহ্নি, হুতাশন

উত্তরঃ ঘ) বহ্নি, হুতাশন

২৫। ‘অশীবিষ’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) ভুজঙ্গ

খ) মার্তন্ড

গ) হুতাশন

ঘ) মাতঙ্গ

উত্তরঃ ক) ভুজঙ্গ

২৬। ‘অম্বু’ - শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) আগুণ

খ) সূর্য

গ) নদী

ঘ) পানি

উত্তরঃ ঘ) পানি

২৭। ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কী?

ক) অশনি

খ) ব্যোম

গ) বিভাবরী

ঘ) নীলাম্বু

উত্তরঃ খ) ব্যোম

২৮। “সাপ” শব্দের সমার্থক কোনটি?

ক) অর্ণব

খ) অহি

গ) গজ

ঘ) সুর

উত্তরঃ খ) অহি

২৯। ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ-

ক) অরণী

খ) অবনী

গ) অর্নভ

ঘ) অম্বু

উত্তরঃ খ) অবনী

৩০। ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) হাতি

খ) হাত

গ) হরিণ

ঘ) সমুদ্র

উত্তরঃ ক) হাতি

৩১। ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?

ক) রাত

খ) চাঁদ

গ) সমুদ্র

ঘ) সূর্য উত্তরঃ খ) চাঁদ

৩২। ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) ভুজ

খ) কর

গ) গজ/করী

ঘ) অহি

উত্তরঃ গ) গজ/করী

৩৩। ‘তপন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সূর্য

খ) সাগর

গ) চাঁদ

ঘ) রাজা

উত্তরঃ ক) সূর্য

৩৪। ‘অবনী’ এর প্রতিশব্দ কী?

) পৃথিবী

খ) পর্বত

গ) আগুণ

ঘ) সূর্য

উত্তরঃ ক) পৃথিবী

৩৫। ‘হস্তী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) দিপ

খ) দ্বিপ

গ) দ্বীপ

ঘ) দীপ

উত্তরঃ খ) দ্বিপ

৩৬। ‘চাঁদ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) বিধু

খ) ভুজ

গ) ভানু

ঘ) তপন

উত্তরঃ ক) বিধু

৩৭। ‘রত্নাকর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) পানি

খ) বাতাস

গ) সমুদ্র

ঘ) মাটি

উত্তরঃ গ) সমুদ

৩৮। সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কিসে?

ক) উপন্যাসে

খ) গদ্যে

গ) কবিতায়

ঘ) প্রবন্ধে

উত্তরঃ গ) কবিতায় ৩৯। ‘অম্বর’ এর প্রতিশব্দ কী?

ক) পৃথিবী

খ) অগ্নি

গ) আকাশ

ঘ) জল

উত্তরঃ গ) আকাশ

৪০। ‘চিকুর’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) পিক

খ) মেদিনী

গ) অলক

ঘ) গজ

উত্তরঃ গ) অলক

৪১। ‘সূর্যের’ সমার্থক শব্দ কোনগুলো?

খ) আদিতা, বিধু

খ) তপন, সুধাংশ

গ) সবিতা, ভানু

ঘ) রবি, ইন্দু

উত্তরঃ গ) সবিতা, ভানু

বাচ্য- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
বিপরীত শব্দ -অতি গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম- দশম শ্রেণি
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম