ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০০ সালের বাংলা প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০০
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ
১। কবি জসীমউদ্দীন সম্পর্কে যা জান লেখ।
২। ‘জন্মেছি এই দেশে’ কবিতায় বাংলা ভাষা ও স্বদেশের প্রতি কবির যে মমতা প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও।
৩। এক কথায় উওর দাওঃ
ক) নতুনদা কোথাকার লোক ছিলেন? খ) আমাদের সংগ্রাম চলবে’ গানটির রচয়িতা কে? গ) পল্লী কবি কে? ঘ) কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর ও সুকুমার রায় একসাথে অভিনয় করেন? ঙ) ছান্দসিক কবি কে?
৪। শূণস্থান পূরণ করঃ
ক) আমার দেশের পথের ---- খাঁটি সোনার চ্ইাতে খাঁটি। খ) কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের -------। গ) শালিক ডাকে ---------- গাছে, ঝিঙে মাচায় ফিঙে নাচে। ঘ) আমরা --------- ভাষায় কথা বলি। ঙ) যাতনে জ¦লিয়া ------- মরিতে কেবলি কি জনম লয়?
৫। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করঃ
ক) রাশি রাশি, খ) নিরাভরণ, গ)তন্ময়, ঘ) বৈরী, ঙ) সংবর্ধনা
৬। বন্ধনীর মধ্যে প্রদও অর্থ অনুযায়ী নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করঃ
ক) হাত (প্রভাব), খ) মাথা (জ্ঞান), গ) পত্র (বিষয়), ঘ) চোখ (লক্ষ করা), ঙ) কাঁচা (টেকসই নয়)
৭। অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করঃ ক) রুবি বড় মনোকষ্টে আছে। খ) সবিনয় পূর্বক নিবেদন। গ) আসলাম আদালতে সত্য সাক্ষী দিয়েছে। ঘ) তার দুরাবস্থা দেখলে দুঃখী হয়। ঙ) দুর্বলবশতঃ তিনি আসতে পারেননি।
৮। এক কথায় প্রকাশ করঃ
ক) একই গুরুর শিষ্য- খ) দিনের মধ্যভাগ - গ) যে বৃক্ষ একবার ফল দিয়ে মারা যায়- ঘ) রব শুনে এসেছে যে- ঙ) গোপন করার ইচ্ছা-
৯। বাংলায় অনুবাদ করঃ
ক) If it does not rain, I shall call you.
খ I shall consider the case with sympathy.
গ) This is the boy who stole your pen. ঘ) I feel feverish. ঙ) Flying kites is my hobby.
১০। সারমর্ম লেখঃ
পাপ্য পুণ্য কিছুই নাই। কেই বা পিতা, কেউ বা ভ্রাতা, কেই বা কে। হত্যা যদি পাপ হয়, তো সকল হত্যাই সমান। কিন্তু কে বলে হত্যা পাপ? হত্যা ও প্রতিদিনই হইতেছে। কেহ বা মাথায় একখন্ড পাথর পড়িয়া হত হইতেছে কেহ বন্যায় ভাসিয়া গিয়া হত হইতেছে। কত পিপীলিকা আমরা প্রত্যহগ পদতলে দলন করিয়া যাইতেছি, আমরা তাদের অপেক্ষা এমনই কি বড়! এ সকল ক্ষুদ্র প্রাণীদের জীবন মৃত্যু খেলা ব্ই তো নয়। মহাশক্তির মায়া বই তো নয়। কালরুপিনী মহামায়রার নিকটে প্রতিদিন এমন কত লক্ষ কোটি প্রাণীর বলিদান হইতেছে। জগতের চতুর্দিকে হইতে জীব শোণিতের স্রোতে তাহার মহাখপ্পরে আসিয়া গড়াইয়া পড়িতেছে। আমিই না হয় সেই স্রােতে আর একটি কণা যোগ করিয়া দিলাম। তাহার বলি তিনিই এককালে গ্রহণ করিতেন, আমি না হয় মাঝখানে থাকিয়া উপলক্ষ হইলাম।
১১। সত্য মিথ্যা নির্ণয় করঃ ক) ‘দিগন্ত’ এর সন্ধি বিচ্ছেদ. দিগ্ + অন্ত। খ) ‘ঠোট কাটা’ এর অর্থ -নির্লজ্জ।
গ) ‘নিজের চেষ্ঠায় বড় হও’-বাক্যটিতে নিবরেখ শব্দটি দ্বারা করণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে। ঘ) ধাতুর সাথে যে প্রত্যয় যোগ হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। ঙ) ‘উচ্ছ্বাস’ এর সন্ধি বিচ্ছেদ-উৎ+শ্বাস
১২। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করঃ
ক) ফলের রাজ আম। খ) বাংলা ভাষার মর্যাদা। গ) আনন্দময় স্মৃতি।
Previus
Next
Share This Post