ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১২ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০১২
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

* সঠিক উওরে টিক (√) টিক চিহ্ন দাওঃ

১। সাগরের সবচাইতে দ্রুতগামী প্রাণী কোনটি?

ক) টুনা মাছ খ) হাঙর গ) অক্টোপাস ঘ) তিমি

২। জীবনের হিসাব কবিতায় বাবুর জীবন ষোল আনাই মিছে কেন?

ক) অঙ্ক না জানায় খ) সাঁতার না জানায় গ) ইংরেজী না জানায় ঘ) ভূগোল না জানায়

৩। মাদার তেরেসার মায়ের নাম কি?

ক) দ্রানাফিল বার্নাই খ) ব্রানাফিল বার্নাই গ) মাগারেট বার্নাই ঘ) মারিয়া বার্নাই

৪। ‘নীলনদ আর পিরামিডের দেশ’ কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?

ক) দেশে বিদেশে খ) চাচা কাহিনী গ) জলে ডাঙায় ঘ) পঞ্চতন্ত্র

৫। ভাষার মূল কাজ কি?

ক) বাক্য গঠন করা খ) মনের ভাব প্রকাশ করা গ) শব্দ তৈরি করা ঘ) সমাজে বাস করা

৬। ‘মা, আমি চলে যাচ্ছি’ এখানে ছেলেটি কোথায় যাচ্ছে?

ক) মুক্তিযুদ্ধে অংশ নিতে খ) বাংকারে রাত কাটাতে গ) স্পেশাল ট্রেন দেখতে ঘ) সমাজে বাস করতে

৭। ভাষার অর্থ বিহীন মৌলিক উপাদান কি? ক) ধ্বনি খ) অক্ষম গ) বাক্য ঘ) শব্দ

৮। উপসর্গগুলো কোন পদের অর্ন্তগত?

ক) বিশেষ্য খ) বিশেষণ গ) অব্যয় ঘ) সর্বনাম

৯। চলিত ভাষায় কোন কোন পদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়?

ক) ক্রিয়া ও বিশেষ্য খ) ক্রিয়া ও বিশেষণ গ) ক্রিয়া ও অব্যয় ঘ) ক্রিয়া ও সর্বনাম

১০। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক) ৮টি খ) ৯টি গ) ৬টি ঘ) ৭টি ১১। ‘হস্তী’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) অর্ক খ) অর্ণব গ) কায়া ঘ) দ্বিরদ

১২। উটের চোখে মোটরের হেডলাইট পড়ার চোখের রং কেমন হয়েছিল?

ক) কাল খ) সবুজ গ) লাল ঘ) নীল

১৩। অন্ধকারের প্রতিশব্দ কি?

ক) তিমির খ) রবি গ) ধরনি ঘ) ধরিত্রী

১৪। কোন বর্ণগুলো উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয়?

ক) ন,ম, ঙ খ) ক, খ, গ গ) ত, থ, দ ঙ) প,ফ, ব

১৫। ‘খুব তাড়াতাড়ি কর।’-এখানে ‘খুব’ কোন বিশেষণ-

ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষণের বিশেষণ গ) অব্যয়ের বিশেষণ ঘ) বিশেষ্যের বিশেষণ

১৬। ‘১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়।’ বাক্যটি কোন কালের উদাহরণ?

ক) ঐতিহাসিক বর্তমান খ) সাধারণ বর্তমান গ) ঘটমান বর্তমান ঘ) পুরাঘটিত বর্তমান

১৭। ‘আমরা রোজ বিকেলে ক্রিকেট খেলতে যেতাম’-এটি কোন কালের উদাহরণ?

ক) নিত্যবৃও অতীত খ) পুরাঘটিত অতীত গ) সাধারণ বর্তমান ঘ) ঘটমান বর্তমান

১৮। ‘হিমালয়’ কোন বিশেষ্য?

ক) গুণবাচক খ) সংজ্ঞাবাচক গ) বস্তুবাচক ঘ) জাতিবাচক

১৯। নিচের কোনটিতে সঠিক বহুবচনের ব্যবহার নেই?

ক) পত্রগুচ্ছ খ) রচনাবলি গ) ফুলফুল ঘ) কথামালা

২০। ‘উচ্চারণ’ এর সন্ধি বিচ্ছেদ-

২১। ‘নিষ্ফল’ এর সন্ধি বিচ্ছেদ কর।

২২। ‘অন্তর্ধান’ এর সন্ধি বিচ্ছেদ-

২৩। ‘রানু ভাত খায়।’ এখানে রানুর ভূমিকা কি?

২৪। ‘ধন্যবাদ’ এর স্ত্রীলিঙ্গ কি?

২৫। ‘ননীর পুতুল’ বাগধারাটি দিয়ে একটি বাক্য রচনা কর।

২৬। ‘আকাশ কুসুম’ বাগধারাটি দিয়ে একটি বাক্য রচনা কর।

২৭। ‘নিজের ভালো সবাই চায়।’ এখানে ভালো কোন পদ?

২৮। অভিধান Dictionary কি? অভিধান এর প্রকারভেদ, অভিধান এর বৈশিষ্ট্য ও ব্যবহারিক গুরুত্ব সম্পর্কে অনচ্ছেদ লেখ।

২৯। প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা কর। 

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৩ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১১ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম